ফ্রি ওয়ার্ডপ্রেস থিম

একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভালো ডিজাইন অনলাইন মার্কেটিংয়ে সাফল্যের মৌলিক উপাদান। ওয়েবসাইটের মূল আকর্ষণই হলো ডিজাইন। ডিজাইন করার জন্য থিম অপরিহার্য। চমৎকার ফিচার বিশিষ্ট রেসপন্সিভ এবং এসইও ফ্রেন্ডডি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম নিয়েই আজকের আলোচনা।

যে কোন ধরণের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে সিলেক্টেড নিশের উপর ভিত্তি করে একটি উপযুক্ত WordPress theme নির্বাচন করা অত্যন্ত জরুরি।

আপনি Free অথবা Paid যেই ধরণের থিম ব্যবহার করেন না কেন, থিমটি যদি User friendly নাহয় তবে আপনার ওয়েবসাইটের কাঙ্খিত লক্ষ্য অর্জনে এটি একটি বড় বাঁধা হয়ে দাঁড়াবে।

আবার Responsive এর মধ্যে একটি উপযুক্ত থিম ব্যবহার করতে পারলে আপনার Website খুবই ভালো পারফর্মেন্স করবে এবং আপনার লক্ষ্য পূরণ অনেকটা সহজ হয়ে যাবে।

যাইহোক, এই আর্টিকেলে Multipurpose কিছু চমৎকার Free WordPress Theme রিভিউ করবো। যা আপনার নিজস্ব ওয়েবসাইটের জন্য থিম সিলেকশন সিদ্ধান্তকে অনেক সহজ করবে।

গত একটি আর্টিকেলে সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস নিউজ থিম নিয়ে আলোচনা করেছিলাম। বেশ সাড়া পেয়েছি।

এই আর্টিকেলে মাল্টিপারপাস কিছু থিম রিভিউ করবো, যেই থিম গুলো আপনি বিভিন্ন ধরণের ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন।

বিশেষ করে এই থিমগুলো ব্লগ এবং ই-কমার্স ওয়েবসাইটের জন্য খুবই সুইটেবল হবে।

চলুন শুরু করি।

সেরা ৫ ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড

ওয়ার্ডপ্রেস থিম লাইব্রেরীতে প্রায় প্রত্যেকটা ক্যাটাগরির উপর হাজার হাজার ফ্রি থিম রয়েছে। সেই থিম গুলো আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।

একটা বিষয় বলে রাখা ভালো। WordPress Theme Library তে যেই থিমগুলো পাওয়া যায়, তা ০০% জেনুইন থিম।

যেগুলো বিশ্বের বড় বড় কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে।

আর এই থিমগুলো WordPress এর নিজস্ব Theme Library থেকে পরিবেশন করা হচ্ছে।

কোম্পানি গুলো স্পষ্টভাবে তাদের থিমের বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা থিমের ডেস্ক্রিপশনে বর্ণনা করে যাতে আপনি দেখতে পারেন যে তারা কী অফার করছে৷

১. Ocean WP

ফ্রি ওয়ার্ডপ্রেস থিম গুলোর মধ্যে Ocean WP থিমটি অনেক জনপ্রিয়।

সকলেই জানেন Ocean মানে মহাসাগর। এই থিমটি সত্যিই মহাসাগরের মতো!

Ocean WP থিমটির সাথে জনপ্রিয় কিছু প্লাগইন ব্যবহার করতে হয়।

তারমেধ্যে যেমন Elementor, Gutenberg, Brizy ইত্যাদি।

এই প্লাগইন গুলো ব্যবহারের ফলে থিম কাস্টমাইজেশন অনেক সহজ এবং প্লাগইন গুলো থেকে বিভিন্ন টেমপ্লেট ফ্রিতেই ব্যবহার করা যায়।

Ocean WP থিমটির ফ্রি এবং পেইড ভার্সন রয়েছে। ফ্রি ভার্সনেই এম কিছু চমৎকার ফিচার রয়েছে, যা অনেক পেইড থিমেও পাওয়া যায় না।

আপনি যদি Elementor, Gutenberg এবং Brizy এই প্লাগইন গুলো সম্পর্কে জানেন, তবে হয়ত Ocean WP সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছেন।

এই থিমটিতে এত বেশী ফিচার অফার করে, যা নতুন অবস্থায় আপনি ব্যবহার করে শেষ করতে পারবেন না।

থিম কাস্টমাইজেশনে অনেক স্টাইলিং বিকল্প আছে, তাই অভ্যস্ত হতে একটু সময় লাগতে পারে।

Elementor, Gutenberg এবং Brizy ইত্যাদির প্রত্যেকটা প্লাগইন ব্যবহার করে আলাদা ভাবে পেজ ডিজাইন করতে পারবেন।

আবার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের জন্য কাস্টম ডিজাইন করতে পারবেন।

এই থিমটি একটি মাল্টিপারপাস থিম হওয়ায় এটি দিয়ে যে কোন ধরণের ওয়েবসাইট তৈরি করা যায়।

  • ডাউনলোড করুন: Ocean WP

২. Neve

ফ্রি ওয়ার্ডপ্রেস থিমগুলির মধ্যে Neve থিমটি খুবই জনপ্রিয়।

Neve 100 টিরও বেশি স্টার্টার টেমপ্লেট সহ একটি বিস্তৃত টাইটেল এবং ফুটার মেকার অফার করে।

এই থিমটি মাল্টিপারপাস থিম হওয়ায় বিভিন্ন ধরণের ফ্রি টেমপ্লেট রয়েছে।

Gutenberg এবং Elementor এর মতো জনপ্রিয় প্লাগইনগুলোর ফ্রি টেমপ্লেট এই থিমে এক্সেস করতে পারবেন।

তাছাড়া থিম কাস্টোইমাইজেশনে Gutenberg এবং Elementor ইত্যাদি প্লগাইন গুলোই ব্যবহার করতে হয়।

এসইও ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ এই থিমটি দিয়ে আপনি যে কোন ধরণের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ই-কমার্স স্টোর ডিজাইন করার জন্য Neve থিমটি উপযুক্ত।

  • ডাউনলোড করুন: Neve 

৩. Astra

দেড় মিলিয়নেরও বেশি ইনস্টলেশন সহ Astra হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিমগুলির মধ্যে একটি।

যারা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করে, তাদের বেশীর ভাগ ব্যবহারকারীই Astra কে বেছে নেয়।

এই থিমটি একটি মাল্টিপারপাস থিম এবং থিমটির ফ্রি এবং পেইড ভার্সন রয়েছে।

Astra থিমটিতে বিনামূল্যেই অনেক টেমপ্লেট রয়েছে যা আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন এবং নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন।

Astra খুবই রেসপন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি থিম।

যা আপনার ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্সকে আরো সমৃদ্ধ করতে পারে।

তাছাড়া থিমটি তুলনামূলকভাবে লাইটওয়েট এবং দ্রুত লোড হওয়ায় ওয়েবেসাইটের বাউন্স রেট যথেষ্ট কমে আসবে।

এতে করে আপনি এবং আপনার ওয়েবসাইটের ইউজারাও সেটিসফাই  থাকবে।

  • ডাউনলোড করুন: Astra

৪. Blocksy

Blocksy খুবই  চমৎকার নেভিগেশন সহ ফ্রি ওয়ার্ডপ্রেস থিম গুলোর মধ্যে একটি ব্যবহার বান্ধব থিম।

এই থিমটি প্রায় ৬০ হাজারের বেশী মানুষ ব্যবহার করছে।

আশ্চর্যের বিষয় হলো থিমটি এতই ভালো যে, থিমটিতে এখন ৬৩৪ টি রিভিউ রয়েছে। এর মধ্যে ৫ স্টার রিভিউ হলো ৬৩৩ টি আর ৪ স্টার রিভিউ টি।

থিমটি ব্লগ ওয়েবসাইট তৈরির জন্য বেশ সুইটেবল।

ব্লগ ওয়েবসাইট ডিজাইন করার সময় আপনি পাঁচটি ভিন্ন প্রি-বিল্ট লেআউট পাবেন, তার মধ্য হতে পছন্দসই বেছে নিতে পারবেন।

থিমটিতে বৈশিষ্ট্যযুক্ত চিত্রের আকার পরিবর্তন করতে পারেন এবং আপনি খুব কম ব্যবহার করেন এমন বৈশিষ্ট্যগুলি লুকাতে পারেন৷

এটি দুটি ভিন্ন রঙের স্কিম অফার করে এবং অন্যান্য থিমের মতো এটি প্রতিটি পৃষ্ঠার জন্য একটি কাস্টম হেডার এবং ফুটারও প্রদান করে।

Blocksy থিমটিও একটি মাল্টিপারপাস থিম। এর ফলে এই থিমটি দিয়ে বিভিন্ন ধরণের ওয়েবসাইট তৈরি করা যাবে।

Gutenberg, Elementor, Brizy এবং Beaver Builder প্লাগইন গুলো এই থিমের সাথে ব্যবহার করতে পারবেন।

এই প্লাগইন গুলোর ফ্রি টেমপ্লেট গুলোও এই থিম থেকে এক্সেস করতে পারবেন।

Blocksy থিমে কাস্টম পেজ, কলামের সংখ্যা, থাম্বনেইল স্পেসিং নিজের মতো করে কস্টোমাইজ করা যায়।

থিমটির ফ্রি ভার্সনেরই অনেক ফিচার অফার করে।

অতএব, আপনি একটি ব্লগ বা একটি ইকমার্স স্টোর শুরু করতে এই থিমটি পরীক্ষা করে দেখতে পারেন।

  • ডাউনলোড করুন: Blocksy

৫. Zita

Zita খুবই কাস্টমাইজেবল একটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম।

এই থিমে সাতটি ভিন্ন স্টাইলের হেডার রয়েছে এবং আপনি চাইলে থিম হেডারে বাটন, আইকন এবং লোগো যোগ করতে পারবেন।

থিমটি খুবই সিম্পল ডিজাইনের।

থিমটির হেডার মেনুকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন।

তাছাড়া আপনি চাইলে কোন একটি একক পেজ থেকে মেনু নিষ্ক্রিয় করতে পারেন।

Zita থিমটির খুবই চমৎকার একটি ফিচার হলো, ওয়েবসাইটের পেজ গুলোকে কাস্টম ভাবে আকার এবং প্রস্থ পরিবর্তন করতে পারবেন।

এটি একটি মাল্টিপারপাস থিম যা দিয়ে আপনি ব্লগ, ব্যবসায়িক ওয়েবসাইট এবং ইকমার্স স্টোর তৈরি করতে পারবেন।

তাদের বেশ কিছু রেডিমেট টেমপ্লেট রয়েছে, যেগুলো সরাসরি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।

  • ডাউনলোড করুন: Zita

 আমাদের কথাঃ

একটি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে থিমের বিকল্প নেই। আপনি যদি ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম থেকে ওয়েবসাইট তৈরি করে থাকেন, তবে কখনই প্রিমিয়াম থিমের ক্র্যাক বা Null ভার্সন ব্যবহার করবেন না।

প্রয়োজনে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করুন। একটি Null থিম আপনার ওয়েবসাইটের জন্য ঝুঁকির কারণ। যে কোন সময় অনাকাঙ্খিত গঠনা ঘটতে পারে। এভাবেই ওয়েবসাইট হ্যাকিং এর শিকার হয়।

আমি যেই থিমগুলো উপরে রিভিউ করেছি, সবগুলোই অথর কর্তৃক সরাসরি পরিবেশিত এবং এই থিম গুলো যথেষ্ট ট্রাস্টেড সোর্স থেকে ডাউনলোড করতে পারবেন।

আমি থিম গুলোর লিংক দিতে গিলে সরাসরি WordPress Theme Library কে রেফার করেছি অথবা সরাসরি থিম অথরের ওয়েবসাইট রেফার করেছি।

তাই নিঃসন্দেহে এই সোর্স গুলো থেকে থিম ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। তাছাড়া, এই প্রত্যেকটা থিমই এসইও ফ্রেন্ডলি এবং দ্রুত লোডং হয়।

এই আর্টিকেলে তালিকাভুক্ত থিমগুলি আপনার সমস্ত চাহিদা মেটাতে সক্ষম হবে বলে মনে করি। একটি নতুন ব্লগ, একটি ব্যবসা বা পোর্টফোলিও ওয়েবসাইট বা একটি ইকমার্স স্টোর শুরু করতে এই থিমগুলি আপনাকে অনেক সহযোগিতা করবে।

আপনি এই ওয়ার্ডপ্রেস ফ্রি থিম সংস্করণগুলি থেকেই অনেক সুবিধা পাবেন। তবে সর্বাধিক সুবিধা উপভোগ করতে অর্থপ্রদানের মাধ্যমে থিমগুলোর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারেন।

প্রিয় পাঠক, উপরোল্লিখিত সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম গুলোর মধ্য হতে আপনার কাছে কোন থিমটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিন।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.