প্রযুক্তির এই যুগে নিজ ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো দেশের ভিসা চেক করা সম্ভব। প্রতারণা রোধে এবং নিজের ভিসা যাচাইকরণে বিদেশ ভ্রমণ বা প্রবাসী ভাইদেরকে তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা খুবই জরুরি।
অনেক প্রবাসী ভাই-বোন আছেন যারা বিভিন্ন দলাল চক্রের মাধ্যমে বিদেশে যেতে চান, এক্ষেত্রে অনেক সময় দালালেরা ভুয়া ভিসা দিয়ে নতুন প্রবাসীদের সাথে প্ররণতা করেন।
এমন প্রতারণার ফাঁদে অনেক ভাই-বোন ইতিমধ্যেই পড়েছেন, এখনও পড়ছেন। কিন্তু আপনি যদি একটু সচেতন হন এবং যদি অনলাইনে ভিসা যাচাই করার নিয়ম জানেন তবে ভিসা প্রতারণা থেকে আপনি মুক্তি পেতে পারেন।
আরো পড়ুনঃ পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কি? (দেশে ও বিদেশে)।
আপনাদের সুবিধার্থে অনলাইনে ভিসা চেক বিষয়ক একটি চমৎকার লিস্ট তৈরি করেছি, যা ফলো করে আপনি প্রায় সকল দেশের ভিসা চেক অনলাইনে করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
দেশ | লিংক |
---|---|
সৌদি আরব | সৌদি ভিসা চেক |
কাতার | কাতার ভিসা চেক |
আরব আমিরাত | দুবাই ভিসা চেক |
ইতালি | ইতালি ভিসা চেক |
ওমান | ওমান ভিসা চেক |
ভারত | ইন্ডিয়ান ভিসা চেক |
সিঙ্গাপুর | সিঙ্গাপুর ভিসা চেক |
আলবেনিয়া | আলবেনিয়া ভিসা চেক |
রোমানিয়া | রোমানিয়া ভিসা চেক |
বাহরাইন | বাহরাইন ভিসা চেক |
মালদ্বীপ | মালদ্বীপ ভিসা চেক |
মালয়েশিয়া | মালয়েশিয়ার ভিসা চেক |
এই লিস্টটিকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ….
অনলাইনে ভিসা চেক করার সুবিধা
ভিসা চেক করার জন্য এখন আর কারো কাছে যেতে হয় না। অনলাইনের মাধ্যমে নিজে নিজেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।
ভিসা চেক করার অনেক গুলো সুবিধা রয়েছে। তারমধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো প্রতারণা এড়ানো যায়। এটা সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আরো পড়ুনঃ অনলাইনে ই-পাসপোর্ট রিনিউ করার নিয়ম।
আপনি যে কোম্পানিতে কাজের জন্য বিদেশে যাবেন, সেই কোম্পানির নাম ভিসায় অবশ্যই উল্লেখ থাকবে। ফলে বিদেশে যাওয়ার পর আপনাকে কাজ নিয়ে চিন্তা করতে হবে না।
এমন অনেক প্রবাসী ভাই-বোন আছেন, যারা সরল মনে দালাল চক্রের মাধ্যমে ভুয়া ভিসায় বিদেশে গিয়েছেন। তাদের বেশিরভাগই বিভিন্ন আপদ-বিপদের পাশাপাশি কাজ না পেয়ে হতাশায় পড়েছেন। এটাই বাস্তবতা।
তাই অবশ্যই বিদেশ যাওয়ার আগে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিন। তবে আপনি বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ।