Saturday, July 27, 2024

Qawmi Madrasa

এশিয়া মহা দেশের জনপ্রিয় ইসলামিক শিক্ষা ব্যবস্থা হিসেবে  Qawmi Madrasa এর গুরুত্ব অনেক। কওমি মাদ্রাসাগুলোতে মূলত ইলমে ওহীর জ্ঞান শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ, পরাক্রমশালী মহার আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ কিতাব তথা ঐশী বাণী আল-কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত এবং আয়াত সমূহের নির্ভরযোগ্য ব্যাখ্যা ও হাদিসের পবিত্র বাণীর উপর শিক্ষার্থীদেরকে দরস দেওয়া হয়।

আমি একজন ছাত্র হিসেবে কওমি মাদ্রাসার গুরুত্ব বুঝি। প্রত্যেক মুসলমানদের উচিত তার সন্তানদেরকে দ্বীনি শিক্ষার জন্য কওমি মাদ্রাসাতে ভর্তি করানো। কারণ, কওমি মাদ্রাসাতে ইসলাম ধর্মের সকল বিষয়াদির নির্ভুল ব্যাখ্যা ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শে শিক্ষার্থীদেরকে আদর্শময় করে তুলতে শিক্ষকরা কঠোর পরিশ্রম করেন।

তাই আমাদের উচিত, প্রত্যেক পরিবারের শিশুদেরকে ধর্মীও জ্ঞান শিক্ষা দেওয়া। এতে করে শিশু বষয় থেকেই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে আমাদের আগামী প্রজন্ম।

Qawmi Madrasa | কওমি মাদ্রাসা

কওমি মাদ্রাসার কি শিক্ষা দেওয়া হয়?

  • কওমি মাদ্রাসা গুলো শিক্ষার্থীদেরকে স্রষ্টার একাত্ববাদে বিশ্বাসী হতে শিক্ষা দেয়।
  • সত্য-মিথ্যার মাঝে প্রার্থক্য করতে শিক্ষা দেয়।
  • মানুষের সাথে সদাচারণ করতে শিক্ষা দেয়।
  • মা-বাবার সাথে ভালো ব্যবহার করতে শিক্ষা দেয়।
  • সৃষ্টির প্রতিটি মাখলুককে ভালোবাসার চাদরে ঢেকে নিতে শিক্ষা দেয়।
  • নৈতিক শিক্ষা দেয়।
  • আদর্শবান হতে শিক্ষা দেয়।
  • প্রতিবেশীর হক আদায় করতে শিক্ষা দেয়।
  • অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষা দেয়।
  • কল্যাণের পথে কাজ করতে শিক্ষা দেয়।
  • মানুষকে ভালো পথের দিকে আহবান করতে শিক্ষা দেয়।
  • এতিম ও বিধবা মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে শিক্ষা দেয়।

এমন আরো অনেক বিষয় আছে, যা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষা নেয়। মোটকথাাঃ পৃথিবীর যত কল্যাণ আছে, তার সব কিছুই কওমি মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়।

Qawmi Madrasa Kitab | কওমি মাদ্রাসার কিতাব

কওমি মাদ্রাসাতে যেই সমস্ত কিতাব পড়ানো হয়, তার ৯৫% কিতাব কুরআন -হাদিসের ব্যাখ্যা স্বরূপ। আরো বাকি ৫% বই ভাষা শিক্ষার জন্য।

অনেকেই মনে করে মাদ্রাসার শিক্ষার্থীরা জ্ঞানে-গুণে সবার চেয়ে পিছিয়ে থাকে। এটা নিত্যান্তই ভুল। বর্তমানে বাংলাদেশের টপ লেভেলের জ্ঞানীদের মধ্যে বেশীরভাগই মাদ্রাসা পড়ুয়া।

পড়ুনঃ Most handsome man in Bangladesh

বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত বড় বড় ইউনি ভার্সিটি আছে, সেগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় সেমিস্টারের প্রথম হওয়া শিক্ষার্থীরাই মাদ্রাসা পড়ুয়া।

অতএব, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কোন ভাবেই ছোট করে দেখা কাম্য নয়।

যাইহোক, Qawmi Madrasa –কওমি মাদ্রাসা হলো বর্তমান পৃথিবীর ইলমে ওহীর জ্ঞান শিক্ষাদানের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।