ওয়ার্ডপ্রেস CMS সম্পর্কে প্রায় সকলেই জানেন। ওয়ার্ডপ্রেসের নিজস্ব Theme Library তে হাজার হাজার নিউজ থিম রয়েছে। সংবাদপত্র ওয়েবসাইটের জন্য সেই থিম গুলো ব্যবহার করা হয়। আজ আমি সেরা ১০ ফ্রি ওয়ার্ডপ্রেস নিউজ থিম Review করতে যাচ্ছি।
ওয়ার্ডপ্রেসের নিজস্ব Theme Library ছাড়াও থার্ডপার্টি বিভিন্ন ওয়েবসাইটে নিউজপেপার থিম পাওয়া যায়।
এই থিমগুলোর মধ্যে ফ্রি এবং পেইড ভার্সনের থিম রয়েছে।
যেই থিমগুলো অফিশিয়ালি ফ্রি সেগুলোর বেশীর ভাগ থিম WordPress theme library তেই পাওয়া যায়।
আর পেইড থিমগুলো theme forest সহ অন্যান্য সাইট থেকে কিনতে হয়।
প্রত্যেকটা পেইড থিমের দাম ২০ ডলার থেকে ২০০ ডলার পর্যন্ত হয়। যেগুলো আমাদের বেশীর ভাগ ওয়েবমাস্টারেরা ক্রয় করে ব্যবহার করতে পারিনা।
এজন্য অনেকেই Null বা ক্র্যাক থিম ব্যবহার করতে যেয়ে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি বা ওয়েবসাইটটের সিকিউরিটিকে হুমকির মুখে ফেলে দেয়।
আজ আমি এমন কিছু ফ্রি ওয়ার্ডপ্রেস নিউজ থিম তুলে ধরবো, যেই থিমগুলো প্রিমিয়াম লুকের এবং দেখতেও বেশ সুন্দর।
সবগুলো থিমই ১০০% ট্রাস্ট্রেস সোর্স থেকে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের নিজস্ব “WordPress theme library” থেকে ডাউনলোড করবেন।
নিউজপেপার থিম এর ব্যবহার
প্রতিদিনের সংবাদ প্রচারের মাধ্যম হিসেবে একসময় কাগজের নিউজপেপারই ব্যবহার হতো।
কিন্তু প্রযুক্তির এক অত্যাধুনিক আবিস্কার ইন্টারনেট আসার পর থেকে নিউজ প্রচারের মাধ্যমটি ওয়েবসাইট নির্ভর হয়ে পড়ে।
এতে সময় ও টাকার অপচয় কমে আসে। পাশাপাশি যে কোন নিউজ মূহুর্তেই বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায়।
শুরুর দিকে নিউজপেপার ওয়েবসাইট জাতীয় পর্যায়েই সীমাবদ্ধ ছিল।
এখন বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং অঞ্চল পর্যায়েও অনলাইন সংবাদপত্র রয়েছে।
আর এই ধরণের সংবাদপত্রের ওয়েবসাইট তৈরির জন্য নিউজপেপার থিম ব্যবহৃত হয়।
চলুন এবার দেখে নিই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য সেরা ফ্রি নিউজ পেপার থিম গুলো।
সেরা ১০ ফ্রি ওয়ার্ডপ্রেস নিউজ থিম
এখানে ওয়ার্ডপ্রেস সাইটের জন্য এমন ১০ টি নিউজ থিম তুলে ধরেছি, যেগুলো নিউজ পেপার ওয়েবসাইটকেই টার্গেট করে তৈরি করা হয়েছে।
১. News Portal
ক্রিয়েটিভ ডিজাইন এবং ক্লিন লুক নিয়ে মুগ্ধ করার মতো একটি থিম হলো News Portal, প্রথম দেখাতে এই থিমটিকে প্রায় মানুষই পছন্দ করবে।
থিমটিতে বেশকিছু প্রিমিয়াম ফিচার রয়েছে। যা সচারাচর ফ্রি নিউজ থিমে পাওয়া যায় না।
এই News Portal থিমটি ২০১৯ সালের দিকে এই ওয়েবসাইটে আমি ব্যবহার করেছি।
থিমটি ব্যবহার করায় আমার অভিজ্ঞতা ছিল বেশ ভালো।
News Portal থিমটির কাস্টোমাইজেশন প্রক্রিয়া খুবই সিম্পল।
ওয়েবসাইটের ফ্রন্ট পেজ তৈরির জন্য তাদের নিজস্ব একটি ছোট্ট লেআউট লাইব্রেরী আছে।
যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইট এর ফ্রন্ট পেজটি নিজের মতো করে সাজাতে পারবেন।
তাছাড়া, থিমটিতে কাস্টাম এড বসানোর জন্য একটি উইজেট রয়েছে, যেটার মাধ্যমে ওয়েবসাইটের যে কোন জায়গায় আপনি কাস্টম এড বসাতে পারবেন।
থিমটির বৈশিষ্ট্যঃ
- রেসপন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি,
- গুগল এডসেন্স ফ্রেন্ডলি,
- ফিচার স্লাইডার,
- ড্রপডাউন মেনু,
- রিসেন্ট পোস্ট,
- ডানপাশে সাইডবার,
- ৩ কলামের ফুটার ইত্যাদি।
এগুলো ছাড়াও থিমটিতে আরো বিভিন্ন ফিচার রয়েছে, যা ব্যবহার করে বুঝতে পারবেন।
News Portal থিমটির ফ্রি এবং পেইড ভার্সন রয়েছে। ফ্রি ভার্সন দিয়েই একটি প্রফেশনাল মানের নিউজ ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
তাই একটি নিউজ পেপার ওয়েবসাইট বা ম্যাগাজিন ওয়েবসাইট তৈরির জন্য এই থিমটি পছন্দের তালিকায় রাখতে পারেন।
২. News Card
News Card এটি একটি মাল্টি পারপাস থিম।
এই থিমটি ব্যবহার করে শুধুমাত্র সংবাদপত্র ওয়েবসাইটই নয়, বরং ম্যাগাজিন, ফ্যাশন, হেলথ, ফটোগ্রাফি এবং ফুড সহ বিভিন্ন ধরণের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
News Card থিমটিতে রেডিমেট ফ্রন্ড পেজ টেমপ্লেট রয়েছে, যা দিয়ে আপনার ওয়েবসাইটকে খুব সুন্দর ভাবে সাজাতে পারবেন।
হোম পেজে কাস্টম এড বসানোর জায়গা রয়েছে। যা ব্যবহার করে যে কোন স্পন্সর বিজ্ঞাপন আপনার নিউজ সাইটে প্রদর্শন করতে পারবেন।
News Card থিমটির বৈশিষ্ট্যঃ
- ১০০% রেসপিন্সভ ও মোবাইল ফ্রেন্ডলি,
- ফিচার পোস্ট ইমেজ স্লাইডার,
- গুগল এডসেন্স এড অপটিমাইজড,
- ড্রপডাউন মেনু,
- লেটেস্ট নিউজ স্ক্রলিং,
- ডানপাশে সাইডবার,
- লেটেস্ট এবং পপুলার পোস্ট শোআপ,
- ৪ কলামের ফুটার,
- উকমার্স সাপোর্ট ইত্যাদি।
এগুলো ছাড়াও এটি একটি মাল্টি পারপাস থিম হওয়ায় এতে আরো বিভিন্ন ফিচার বিদ্যমান।
আপনি যদি ফ্রি ওয়ার্ডপ্রেস নিউজ থিম দিয়ে আপনার নিউজ সাইট রান করতে চান, তবে এই থিমটিকে বেছে নিতে পারেন।
৩. Grace News
এই থিমটিকে সিম্পল ডিজাইনের মাধ্যমে অসাধারণ বলা যায়।
একটি আধুনিক ওয়েবসাইট তৈরিতে যেই ইলিমেন্ট গুলো সচারাচর ব্যবহার করা হয় তার প্রায় ইলিমেন্ট এই থিমে বিদ্যমান।
Grace News থিমটিতে খুবই প্রফেশনাল মানের লেআউট রয়েছে, যা দিয়ে আপনার সংবাদপত্র সাইটের ডিজাইন অনেকটা নিজের মতই সাজাতে পারবেন।
তাছাড়া থিমটির কাস্টোমাইজেশন প্রক্রিয়া এত সহজ যা একজন নতুন ওয়েব মাস্টারও সম্পাদন করতে পারবে।
থিমটির বৈশিষ্ট্যঃ
- রেসপন্সিভ,
- ফিচার স্লাইডার,
- কাস্টম কালার,
- লেখক প্রোফাইল,
- ডানপাশে সাইডবার,
- রিসেন্ট পোস্ট,
- ট্রেন্ডিং নিউজ স্ক্রলিং,
- ৪ কলামের ফুটার ইত্যাদি।
এগুলো ছাড়াও থিমটিতে আরো অনেক ফিচার রয়েছে।
আপনি যদি ফ্রি ওয়ার্ডপ্রেস নিউজ থিম ব্যবহার করতে চান তবে এই থিমটিকে বেছে নিতে পারেন।
৪. Newspaper X
সুন্দর এবং চোখ আকর্ষক ডিজাইনে Newspaper X এই থিমটি অসাধারণ।
এই থিমটির মাধ্যমে আপনি যে কোন ধরণের নিউজ ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
তাছাড়া ব্লগ ওয়েবসাইট, লাইফস্টাইল এবং ম্যাগাজিন ওয়েবসাইটও এই থিম দিয়ে তৈরি করা যাবে।
Newspaper X থিমটির বৈশিষ্ট্যঃ
- রেসপন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন,
- গুগল এডসেন্স ডিজ্ঞাপন অপটিমাইজড,
- ড্রপডাউন মেনু,
- আর্টিকেল পেজ লেখক এরিয়া,
- সোশ্যাল মিডিয়া প্রোফাইল বাটন,
- ৪ কলামের ফুটার ইত্যাদি।
এগুলো ছাড়াও Newspaper X থিমটিতে আরো ফিচার রয়েছে।
আপনি যদি নিউজ পেপার ওয়েবসাইটের জন্য ফ্রি ওয়ার্ডপ্রেস নিউজ থিম খুঁজে থাকেন তবে এই থিমটি ব্যবহার করে দেখতে পারেন।
৫. Times News
Times News এই থিমটি খুবই সিম্পল ডিজাইনের। প্রফেশনাল লৃুকিং তো বটেই।
টাইম নিউজ থিমটি দিয়ে আপনি নিউজপেপার ওয়েবসাইট ছাড়াও আরো বিভিন্ন ধরণের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
তারমধ্যে যেমন, ফ্যাশন, লাইফস্টাইল, ব্লগিং, এবং ম্যাগাজিন ইত্যাদি।
একটি নিউজ ওয়েবসাইটের জন্য যে ধরণের অ্যাসপেক্টস প্রয়োজন তার সবই এই থিমে রয়েছে।
থিমটির বৈশিষ্ট্যঃ
- রেসপন্সিভ ও মোবাইল ফ্রেন্ডলি,
- স্পিড পারফর্মেন্স অপটিমাইজ,
- ব্রাউজার কম্পাটিবিলিটি
- RTL সুবিধা,
- সোশ্যাল মিডিয়া আইকন,
- ব্রেকিং নিউজ,
- সাইডবার,
- ৬ কলামের ফুটার ইত্যাদি।
এগুলো ছাড়াও থিমটিকে রয়েছে অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি আরো অনেক ফিচার।
ফ্রি ওয়ার্ডপ্রেস নিউজ থিম হিসেবে Times News বেশ ভালো একটি ওয়ার্ডপ্রেস থিম।
আমাদের শেষ কথাঃ
প্রিয় পাঠক, আমরা প্রায় সময় বিভিন্ন আনট্রাস্টেড ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করে আমাদের নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করি।
ফলে আমাদের ওয়েবসাইটে ভাইরাস প্রবেশ করে এবং অনাকাঙ্খিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
এজন্য কখনই আনট্রাস্টেড ওয়েবসাইট থেকে থিম ডাউনলোড করা উচিত নয়।
আমি যেই ওয়ার্ডপ্রেস নিউজ থিম গুলো এই আর্টিকেলে তুলে ধরেছি, সবগুলোই অফিসিয়ালি ফ্রি।
সবচেয়ে বড় কথা হলো এই থিমগুলো আপনি ওয়ার্ডপ্রেস এর নিজস্ব থিম লাইব্রেরী থেকেই ডাউনলোড করছেন।
থিমগুলো সবসময় আপডেট করতে পারবেন।
অনেকেই প্রশ্ন করতে পারেন, এই থিমগুলো দিয়ে কি বাংলা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা যাবে?
অবশ্যই হ্যাঁ, আপনি এই থিমগুলো দিয়ে যে কোন ধরণের বাংলা নিউজ ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
নিউজ পেপার থিম গুলো নিয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।
Add comment