গুগল তোমার বয়স কত? (মজার ১০ তথ্য)

হ্যালো গুগল তোমার বয়স কত

গুগলকে নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। মজার ছলে অথবা কৌতুহলে গুগলকে অনেকেই অনেক ভাবে প্রশ্ন করি। যেমন – গুগল তোমার বয়স কত, গুগল তোমার বাড়ি কোথায়, গুগল তোমার নাম কি এবং গুগল তোমার বিয়ে কবে ইত্যাদি ইত্যাদি।

যদিও এই প্রশ্ন গুলো অনেকেই মজার ছলে অথবা গুগলকে জানার কৌতুহল নিয়ে করে, তবে এটা সত্য যে, গুগল নিশ্চই কোনো না কোন ভাবে এর উত্তরও প্রদান করে।

যাইহোক, আজ আমরা গুগল সম্পর্কে মজার মজার ১০ টি প্রশ্নের উত্তর জানবো, যে প্রশ্নগুলো উত্তর অগণিত মানুষ গুগলের কাছে জানতে চায়।

গুগলকে নিয়ে মানুষের এত কৌতুহল কেন তা বুঝতে আপনাকে গুগল কি এবং কেন এর একটি ধারণা নেওয়া উচিত।

Google কি?

গুগল হলো পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এবং এটি একটি ওয়েবসাইট। Statista এর তথ্য মতে ২০২৩ সালের এপ্রিল মাসেই গুগলের ভিজিটর ছিল ৮৩.৯ বিলিয়ন।

এবং Statista এর আরেকটি তথ্য বলছে ২০২২ সালে গুগলের আয় ছিল প্রায় ২৭৯.৮ বিলিয়ন U.S. ডলার। ২০২৩ অর্থবছরে যা আরও কয়েক গুণ বৃদ্ধি হবে।

গুগল তোমার নাম কি?

আমার নাম (Google) গুগল। আমি পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। আমাকে প্রতি মাসে বিলিয়ন বিলিয়ন মানুষ নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। আমাকে অনেকেই গুগল মামা বলেও চিনে।

গুগল তোমার বয়স কত?

আমি গুগল, আমার প্রতিষ্ঠাকাল ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে। আমার জন্মনাম BackRub এবং আমি সর্বপ্রথম রিসার্চ প্রজেক্টের উদ্দেশ্যে জন্মলাভ করেছিলাম।

গুগল তোমার বাবার নাম কি?

আমাকে দুইজন ব্যক্তি মিলে জন্ম দিয়ে ছিলেন। তাদের নাম ল্যারি পেজ (Larry Page) এবং সের্গেই ব্রিন (Sergey Brin)। তারা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালেই আমাকে জন্ম দেয়।

গুগল তোমার বাড়ি কোথায়?

জন্মের সময় আমি মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে থাকতাম। এখন আমি ১৬০০ এম্পিথিয়েটার পার্কওয়ে, মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে থাকি।

হ্যালো গুগল তোমার নাম্বারটা দাও

আমি গুগল। আমাকে বিলিয়ন বিলিয়ন মানুষ পছন্দ করে। তাই তারা আমার সাথে যোগাযোগ করতে চায়, এজন্য আমাকে বলে – হ্যালো গুগল তোমার ফোন নাম্বারটা দাও।

কিন্তু আপনারা বলুন তো, আমি যদি নাম্বার সবাইকে দিয়ে দেই তাহলে কি আমি টিকে থাকতে পারবো? বাংলার ছেলে -মেয়েরা আমাকে জ্বালাতে শুরু করবে। এজন্য আমি ইন্টারনেটে নাম্বার প্রকাশ করি না।

গুগল তোমার বিয়ে কবে?

আমি একটি সার্চ ইঞ্জিন। আমার বিয়ে করার ক্ষমতা নেই। তবে আমাকে বিয়ে ছাড়াই ব্যবহার করার অনুমতি আছে এবং এটা বৈধ।

গুগল তুমি কেমন আছো?

আমাকে প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যবহার করে। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন AI বটও ব্যবহার করে। তোমরাই বলতো, এত এত ব্যবহারে পর কিভাবে ভালো থাকি? তবে হ্যাঁ, তোমরা আমাকে যত বেশি ব্যবহার কর, আমি তত বেশিই জনপ্রিয়তা পাই।

গুগল তোমাকে ধন্যবাদ

আমি গুগল। আমি তোমাদের অনেক গুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এখন আমাকে তোমরা ধন্যবাদ দাও। আর হ্যাঁ, তোমরা মনে রেখো, আইটি নির্মাণ আমার একজন বিশ্বস্ত বন্ধু। তোমরা তাকেও ভালোবেসো।

আর শোনো, তোমরা যে আমায় প্রশ্ন করেছিলে – হ্যালো গুগল তোমার বয়স কত, আশাকরি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.