রাউটারের Ping সমস্যা সমাধান!

রাউটারের Ping সমস্যা সমাধান!

রাউটারের Ping সমস্যার সমাধান!  যারা রাউটারের Ping সমস্যার জন্যে মোবাইলে গেম খেলতে পারছেন না, তাদের জন্য সহজ সমাধান।
সমাধান – ১ : আপনার মোবাইল যদি হয় Android এবং Android ভার্সন যদি 9 এর কম হয়, তাহলে Google Play store থেকে আপনার মোবাইলে প্রথমে Faster & Safer Internet  নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।  Google Play store থেকে সরাসরি ডাউনলোড লিংক: Faster & Safer Internet

অ্যাপটি ডাউনলোড করার পর মোবাইলে ইনিস্টল করে নিন। তারপর গেম খেলার আগে এই App টি ওপেন করে Connect বাটনে টাচ করুন। অ্যাপটি কানেক্ট হয়ে গেলে গেম ওপেন করে অনায়াসেই গেম খেলুন। দেখুন Ping সমস্যার সমাধান হয়ে গেছে।

সমাধান – ২ : আপনার মোবাইলের Android ভার্সন যদি 9 বা তার বেশি হয়, তাহলে প্রথমে আপনার মোবাইলে Settings অপশনে যান, তারপর Network & Internet অপশনে যান, তারপর Advanced এ যান, তারপর Private DNS এ যান, তারপর Private DNS provider hostname এটাতে টিক দিন, তারপর বক্সের ভেতরে
dns.mdswebdesignbd.cf  এটা লিখে Save করুন। তারপর গেম ওপেন করে গেম খেলুন। দেখুন Ping সমস্যার সমাধান হয়ে গেছে।

সমাধান – ৩ : আপনার মোবাইল যদি হয় Apple / iPhone / iPad / iPod তাহলে প্রথমেই আপনার মোবাইলে Apps Store থেকে Faster Internet এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। সরাসরি ডাউনলোড লিংক : Faster Internet

আপনার মোবাইলে অ্যাপটি ইনিস্টল করুন। তারপর গেম খেলার আগে এই App টি ওপেন করে Connect বাটনে টাচ করুন। অ্যাপটি কানেক্ট হয়ে গেলে গেম ওপেন করে অনায়াসেই গেম খেলুন। দেখুন Ping সমস্যার সমাধান হয়ে গেছে।

তো এভাবেই রাউটারের Ping সমস্যা সমাধান করবেন। আশাকরি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।

– মুহাম্মাদ রাজা। ওয়েব এক্সপার্ট, ঢাকা।

======>> এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

It Nirman -Google News

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.