Student Apps | ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় ৪ টি মোবাইল অ্যাপস

Student Apps - শিক্ষা অ্যাপস

Student Apps Android | প্রিয় পাঠক! দৈনিক শিক্ষা টিপসের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা স্টুডেন্টদের জন্য ৪ টি চমৎকার অ্যাপ শেয়ার করবো, যেই অ্যাপগুলো ব্যবহারে একজন স্টুডেন্ট তার শিক্ষা জীবনকে আরো গতিময় এবং সমৃদ্ধশালী করতে পারবে।

টেকনোলোজির ছোঁয়ায় ছাত্রজীবন এখন আরো উন্নত ও গতিময়। প্রাচীনকালে ছাত্রজীবন ছিল বড়ই কষ্টসাধ্য ব্যপার। কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে চাইলেও বিভিন্ন সমস্যার কারণে জ্ঞানার্জন করা সম্ভব হতো না। পড়াশোনা করার মতো অর্থ, সামার্থ্য, সময়, সুযোগ তখন প্রায় মানুষেরই হতো না। তখনকার শিক্ষিত লোকদের পরিবার থেকেই কেবল ছেলে-মেয়েরা শিক্ষা গ্রহণ করত।

সবচেয়ে বড় কথা হলো প্রাচীনকালের ছাত্রজীবন ছিল খুবই কষ্টকর বিষয়। তাই অনেকের অর্থ-সামর্থ্য থাকা সত্বেও পড়াশোনা করতো না। ক্লাস টিচারদের থেকে অনেক সময় প্রাচীনকালের ছাত্রজীবন সম্পর্কে জানা যায়। আমাদের শিক্ষকদের ছাত্রজীবন ও আমাদের ছাত্রজীবনের গল্পে কোনো মিল নেই।

আধুনিক টেকনোলোজি এসে ছাত্রজীবনকে অনেক সহজ করে দিলো। এখন কোনো তথ্য সংগ্রহ বা জ্ঞান অর্জনের জন্য মাইলের পর মাইল পায়ে হেটে গুণীজনের নিকট যেতে হয় না। একটি স্মার্টফোনই এখন শিক্ষকের মতো কাজ করতে সক্ষম! যে কোনো বিষয়ের জ্ঞান এখন ইন্টারনেট থেকেই জানা যায়।

যাইহোক, আজকের আলোচ্য বিষয় হলো Student Apps. যা প্রত্যেক ছাত্র ছাত্রীদের সংগ্রহে রাখা উচিত। সকল ছাত্র-ছাত্রী কল্যাণে আসবে এমন কিছু এন্ড্রয়েড অ্যাপস নিচে শেয়ার করা হলো। এই আর্টিকেলটি শুধু তাদেরই জন্য, যারা জ্ঞানার্জনকে ভালোবাসেন।

Student Apps | প্রয়োজনীয় ৪ টি অ্যাপ

আমাদের দেওয়া অ্যাপস গুলো যে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদেরই কাজে লাগবে তা কিন্তু নয়। কর্ম জীবনেও এই অ্যাপসগুলোর ব্যবহার অতুলনীয়।

(১) Wikipedia Mobile Application

Student Apps লিস্টের প্রথম নাম্বারেই হলো উইকিপিডিয়া। উইকিপিডিয়া সম্পর্কে প্রায় সকলেই জানেন। উইকিপিডিয়া হলো একটি মুক্ত বিশ্বকোষ। উইকিপিড়িয়াকে আরো সহজভাবে ব্যবহার করার জন্য উইকিপিডিয়ার মোবাইল অ্যাপস ইতোমধ্যেই প্লে-স্টোরে পাবলিশ হয়েছে। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, সেহেতু বাংলায় পড়তে আমাদের সুবিধা হয়। তাই উইকিপিডিয়া বাংলা ভার্সনের ব্যবস্থা করে রেখেছেন।

উইকিপিডিয়া অ্যাপটিকে বলা হয় তথ্য বা জ্ঞানের সমুদ্র। এটা সম্পর্কে এখনো যারা জানেন না, তারা সত্যিই এখনো টেকনোলোজির সাথে পরিচিত হতে পারেননি। এই অ্যাপটির সাহায্যে পৃথিবীর জানা-অজানা সকল তথ্য খুব সহজেই জানতে পারবেন।

↪️ ডাউনলোড করুনঃ উইকিপিডিয়া বাংলা

(২)  Dictionary 

Student Apps লিস্টের দ্বিতীয় নাম্বারে রেখেছি ডিকশোনারি। এটা ছাত্র-ছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একজন ভালো স্টুডেন্ট হতে হলে ভাষার যথাযথ জ্ঞান আয়ত্ব করা খুবই জরুরি। আর এজন্য জানতে হবে ভাষার বিভিন্ন ওয়ার্ড। ভাষার ওয়ার্ড সম্পর্কে কেউ যদি দুর্বল থাকে তবে শিক্ষা সেক্টরে সবক্ষেত্রেই সে দুর্বল। ভাষার জ্ঞান আয়ত্ব করা সবাই জন্যই কর্তব্য।

আমাদের বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা বেশীরভাগ ক্ষেতেই ৩ টি ভাষা চর্চা করি। প্রথমত আমাদের মাতৃভাষা বাংলা। স্কুল ও কলেজ স্টুডেন্টের জন্য বাংলা এবং ইংরেজি ভাষা চর্চা করতেই হয়। আর একজন মাদ্রাসার স্টুডেন্টের জন্য বাংলা, ইংরেজি ও আরবি এই তিনটি ভাষার চর্চা করতে হয়। তাই সবার প্রতি লক্ষ্য রেখেই ৩ টি ভাষারই ডিকশোনারির লিংক দিয়েছি। প্রয়োজন মতো ডাউনলোড করে নিন।

↪️ ডাউনলোড করুনঃ Bangla to English Dictionary
↪️ ডাউনলোড করুনঃ Bangla to Bangla Dictionary
↪️ ডাউনলোড করুনঃ Bangla to Arabic Dictionary

(৩) WPS Office

Student Apps লিস্টের তৃতীয় নাম্বারে রেখেছি WPS Office. একজন স্টুডেন্টের জন্য এই অ্যাপটিও অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের অনেক সময় Office Word, PDF, Excel এই ধরণের ফাইলগুলো ওপেন করার প্রয়োজন হয়। একসময় এগুলো কম্পিউটার ছাড়া ব্যবহার কারা যেতো না। কিন্তু এখন এই ধরণের ফাইল স্মার্টফোনেই খুব সহজেই তৈরি করা যায় এবং ওপেনও করা যায়।

স্মার্টফোনের জন্য WPS Office অ্যাপটি অনেক ভালো। আপনিও Office Word, PDF, Excel ব্যবহারের জন্য এই অ্যাপটি অনায়াসেই ব্যবহার করতে পারেন।

↪️ ডাউনলোড করুনঃ WPS Office 

(৪) Simple Notepad

Student Apps লিস্টের চতুর্থ নাম্বারে রেখেছি Simple Notepad. নোটপ্যাড অ্যাপটি লেখালেখির কাজে ব্যবহার করা হয়। যাদের স্মার্টফোন আছে তারা স্মার্টফোনে লেখালেখি করেনা এমন লোক হয়ত নেই। বিশেষ করে স্টুডেন্ট বন্ধুরা সবাই স্মার্টফোনে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে। এটা করতেই হয়। পড়াশোনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা নোট করে রাখতে হয়।

আবার অনেক স্টুডেন্টরা ছড়া, কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি আরো বিভিন্ন বিষয়ে লিখতে পছন্দ করে। আর লেখালেখির জন্য Simple Notepad হলো সবচেয়ে উপকারী অ্যাপ। এই অ্যাপসটি এক মেগাবাইটের চেয়েও কম। তবে অন্যান্য সকল Notepad থেকে এটা অনেকটা ভালো। যা ব্যবহার করে অনুভব করতে পারবেন।

↪️ ডাউনলোড করুনঃ Simple Notepad 

গুরুত্বপূর্ণ কিছু কথাঃ

উপরোল্লিখ Student Apps গুলো থেকে শুধুমাত্র যে স্টুডেন্টরাই উপকৃত হবে তা কিন্তু নয়। আপনিও উপকৃত হতে পারেন। এই অ্যাপগুলো সম্পূর্ণ ফ্রিতেই গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করা যায়। উইকিপিডিয়া অ্যাপটি ছাড়া সবগুলোই Offline এ ব্যবহার করা যাবে। আশাকরি এই অ্যাপগুলো সকল স্টুডেন্টের শিক্ষাজীবনকে আরো সহজ ও সমৃদ্ধশালী করে তুলবে ইনশাআল্লাহ।

আপনার প্রয়োজন হবে এমন কিছু pdf বই

▶️ ডাউনলোড : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান pdf
▶️ ডাউনলোড : World Map Pdf | বিশ্ব মানচিত্র pdf 
▶️ ডাউনলোড : (অর্থসহ) Oxford 3000 words with Bangla meaning pdf

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.