জীবনের গল্পলাইফস্টাইল

শিক্ষা নিয়ে উক্তি, বাণী ও স্ট্যাটাস ক্যাপশন

শিক্ষা নিয়ে উক্তি: শিক্ষা এমন এক আলো, যার কোন প্রতাপ নেই। এজন্যই শিক্ষিত ব্যক্তিরা নম্র এবং ভদ্র হয়ে থাকে। যাদের জীবন শিক্ষার আলো দিয়ে পূর্ণ, তার কাছে অন্ধকার থাকতে পারে না।

শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্বের কথা বুঝাতে স্রষ্টার ঐশী গ্রন্থ আল কুরআনের প্রথম বাণীই হলো ‘পড়’। শিক্ষা এমন এক বন্ধু যে কখনই আপনাকে অকল্যাণের দিকে ধাবিত করবে না।

শিক্ষার প্রধান উদ্দেশ্যই হলো জানা বা জ্ঞান আহরণ করা। তারপর সেই জ্ঞান অনুসরণ করে নিজে পরিচালিত হওয়া এবং সমাজের মানুষের মধ্যে তা প্রতিষ্ঠিত করা।

আরো পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে (সহজ ও অর্থপূর্ণ)।

শিক্ষা ছাড়া কোনো সমাজ, কোনো আইন এবং কোনো নীতি বলতে কিছু নেই। শিক্ষার মধ্য দিয়েই আমাদের সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। তাই শিক্ষাকে গুরুত্বের সাথে সকলকেই গ্রহণ করা উচিত।

শিক্ষা নিয়ে উক্তি, বাণী ও স্ট্যাটাস

০১. পড় তোমার পভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। – আল -কুরআন

০২. ঐ ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। – আল হাদিস

০৩. শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো মানুষের চরিত্র গঠন করা। – হার্বাট স্পেনসার

০৪. যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই। – আল হাদিস

০৫. শিক্ষা মনের একটি চোখ। – জোনাথান সুইফট

০৬. শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ সাধন করে। – স্যার পি. নান

০৭. প্রতিটি জাতির ভিত্তি মজবুত হবে যদি সে জাতি শিক্ষিত হয়। – টমাস জেফারসন

০৮. বিদ্যালয়ের ছাপ না হলেও শিক্ষা লাভে কোনো বাধা নেই। উদ্যম থাকলে ঘরে বসেও শিক্ষায় মন আলোকিত করা যায়। জীবন বৃথা যাবে কেন? – প্রফুল্লচন্দ্র রায়

০৯. মেজাজ ঠিক রেখে আর বিশ্বাস না হারিয়ে সব জিনিস শোনার মতো যোগ্যতার নামই শিক্ষা। – রবার্ট ফ্রষ্ট

১০. চিকিৎসা দ্বারা মানুষের শরীর রোগমুক্ত হয়, কিন্তু শিক্ষা দ্বারা মানুষের আত্মা ও বুদ্ধির বিকাশ হয়। – আরবি সাহিত্য থেকে নেওয়া

আরো পড়ুনঃ জীবনের অভিজ্ঞতা নিয়ে উক্তি ও স্ট্যাটাস

১১. শিশুর ধারণক্ষমতা অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া উচিত, তবেই একদিন সে কালজয়ী বিশেষজ্ঞ হতে পারবে। – প্লেটো

১২. বিদ্যালয়ের শিক্ষক হলেন একজন মিস্ত্রী, যিনি গঠন করেন মানবাত্মা। -আল্লামা ইকবাল

১৩. আদর্শ ছাড়া, প্রচেষ্টা ছাড়া, বৃত্তি ছাড়া, মনস্তাত্ত্বিক অবিচ্ছিন্নতা ছাড়া শিক্ষা বলতে কিছু নেই। – আব্রাহাম ফ্লেক্সনার

১৪. একজন শিক্ষিত লোক নিঃসন্দেহে সম্পদশালী লোক। – লা ফন্টেইন

১৫. শিক্ষা অলঙ্কারের মতো নয়। এর হারিয়ে যাবার সম্ভাবনা নেই। – বার্নাস

১৬. যতই উর্বরা হোক, একটা ক্ষেত্র যেমন কর্ষণ ছাড়া ফসল দিতে পারে না, শিক্ষা ছাড়া মানুষের মনে অবস্থাও তেমনি। -সিসেরো

১৭. শিক্ষা হলো পরিস্থিতির চাহিদা দ্বারা নির্ধারিত এব বিশেষ পরিবেশে চির বিকাশোন্মুখ প্রক্রিয়া। – জন ডিডই

১৮. শিক্ষার শেকড় তেতো হলেও এর ফল মিষ্টি। -এরিস্টটল

১৯. এমন শিক্ষা দিও না, যে শিক্ষা তোমার জীবনে কোনো কাজে আসে নি। – উইলিয়াম পেল

২০. স্কুল কলেজে যা পড়েছেন তা ভুলে যাবার পর যা থাকে তােই শিক্ষা। – অজ্ঞাত

২১. শিক্ষা মানুষকে যেমন মহান করে, তেমনি অশিক্ষা মানুষকে নিপীড়ন করে। – জন লিলি

আরো পড়ুনঃ অতীত নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাণী

২২. শিক্ষার আলো আছে, তবে প্রতাপ নেই। – নাজিরুল ইসলাম নকীব

২৩. শিক্ষা ছাড়া কেহই জ্ঞান এবং নিপুণতা লাভ করতে পারে না। – ডেমোক্রিটাস

২৪. বহু দর্শিতার মতো উপদেশ আর নাই। যে স্বয়ং ঠেকিয়া শিখিয়াছে তাহার কাছে শিক্ষা গ্রহণ কর। – হযরত আলী (রা.)

২৫. শিক্ষা হলো মনের চোখ, যে চোখে দেখা কখনো ভুল হয় না।  ফ্রান্সিস বেকন

২৬. তুমি যা শিখলে, তা তোমার বাস্তব জীবনে রূপায়িত করতে না পারলে তবে তুমি মস্ত বড় বোকা। – শেখ সাদী

২৭. শিক্ষা উন্নতদের জন্য অলঙ্কার, আর দুর্ভাগাদের জন্য আশ্রয়স্বরূপ। – ডেমোক্রিটাস

২৮. শিক্ষা মানুষকে সব অবস্থাতেই সহনশীল হতে শেখায়। – উইলিয়াম বিললিং

২৯. শিক্ষা ছাড়া প্রতিভাবান ব্যক্তি অনেকটা খনিতে থাকা রূপার মতো। – জন ফরস্টার

৩০. জীবনের ব্যাপক সময় ধরেই শিক্ষা গ্রহণ করতে হয়, শিক্ষার শেষ নেই। – কুপার

৩১. একজন শিক্ষিত মানুষ খারাপ কাজ করতে অথবা অন্যকে ফাঁকি দিতে গেলে বার বার বিবেকের কাছে ধরা পড়ে যায়। – সৌরভ মাহমুদ

আরো পড়ুনঃ প্রকৃতি নিয়ে উক্তি, বাণী ও স্ট্যাটাস

৩২. শিক্ষার আলো জ্বেলে দাও, শিক্ষাই জীবনের প্রধান বাণী, শিক্ষা ছাড়া সব অন্ধ-বধির, বয়ে চলে জীবনে দুঃখ গ্লানি। – সংগৃহীত

৩৩. জীবন যাপনের মধ্য দিয়ে শিক্ষা লাভই বাস্তব শিক্ষা। – ডিউই

শেষ কথাঃ

প্রিয় পাঠক, সমাজ জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার প্রতি জাতিকে উৎসাহিত করতে বিভিন্ন মনীষীগণ শিক্ষা নিয়ে উক্তি করেছেন।

শিক্ষা মানেই জ্ঞানের সমৃদ্ধতা। আত্মবিশ্বাস বাড়াতে শিক্ষা ঔষুধের মতো কাজ করে। শিক্ষার কল্যাণেই আমরা আজ আধুনিক এক বিশ্বে বসবাস করছি।

বিশ্বের দিকে তাকালে লক্ষ্য করবেন যে, যেই দেশগুলোতে এখনো শিক্ষার তেমন প্রসার ঘটেনি তার এখনও অনুন্নত রয়ে গেছে। শিক্ষার মধ্যে আদর্শ ও নৈতিক শিক্ষাই সর্বশ্রেষ্ঠ শিক্ষা।

যে শিক্ষা মানুষকে অন্যায়, পাপাচার, জুলুম থেকে বাঁচাতে পারে না, সেটা কোনো শিক্ষা নয়। বরং, যে শিক্ষা আমাদেরকে ভালো-মন্দের পার্থক্য করতে শেখায় সেটাই আসল শিক্ষা।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
× How can I help you?

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker!