প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস ভাই, বন্ধু

প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস ভাই

আমাদের প্রিয়জনদের অনেকেই প্রবাসে থাকে। কারো বাবা, কারো ভাই, কারো বন্ধু বা আত্মীয়স্বজন। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস দিয়ে ভাই, বন্ধু বা আত্মীয়দেরকে উৎসাহ দেই।

প্রবাস জীবন বড় কষ্টের জীবন। প্রবাস জীবনের কষ্টগুলোকে লাঘব করতে বা তাদেরকে উৎসাহ দিতেই মূলত প্রবাস জীবন নিয়ে উক্তি বা স্ট্যাটাস লেখা হয়।

অনেকেই মনে করেন প্রবাস জীবন মানে জেলখানা। আর এটাই সত্য। প্রবাসে না আছে নিজের স্বাধীনতা, আর না আছে প্রিয়জনদের কেউ। প্রবাস জীবনের গল্পের সমন্বয় করে কিছু স্ট্যাটাস উপস্থাপন করা হলো।

প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস

১.

প্রবাসীর সব যোদ্ধাদেরই
থাকুক সদা হাসি মুখ,
ফরিয়াদ করি খোদার কাছে
প্রবাস জীবন সুখের হোক।

২.

প্রবাসীর মুখে ফুটোক সদা
দিগ্বিজয়ের হাসি,
হে প্রবাসী বন্ধু আমার
তোমাকে ভালোবাসি।

৩.

সালাম তোমায় হে প্রবাসী
প্রশংসা করি বীরত্বের,
তোমার মতো কর্মবীরের –
প্রবাস জীবন হোক সুখের।

৪.

প্রবাসীরা যদি হাসি-খুশি থাকে
আমি তাতে সুখ যে পাই,
কারণ, প্রবাসীরা আমার আপন
আমার বন্ধু আমার ভাই।

৫.

সুখের বাণে হোকনা বিলীন
সব প্রবাসীর মনের দুখ,
দুঃখ -ব্যথা ভুলে গিয়ে –
প্রবাস জীবন সুখের হোক।

৬.

প্রবাস বন্ধু থাকলে সুখে
এই হৃদয়ে সুখ জুটে,
তাদের কষ্টে ব্যথিত হই
হৃদয়টা হয় বিদঘুটে।

৭.

প্রবাস নামের জেলখানাতে
সুখে থেকো জীবনভর
সব প্রবাসীর জন্যে আমার
ভালোবাসা নিরন্তর।

৮.

প্রবাস ভাইয়ের মুখের হাসি
আমি যখন দেখতে পাই,
দূরে থাকার সকল ব্যথা –
বেদনা সব ভুলে যাই।

৯.

প্রবাস ভাইয়ের হাসির মাঝে
সুখ খুঁজে পাই কত!
মনের এই অনুভূতি –
নয় বুঝানোর মতো।

১০.

প্রবাস জীবন সুখের হোক
ঋণ স্ট্যাটাস দিলেই হয় না শোধ,
তাদের প্রতি তোমার আমার
থাকতে হবে দায়িত্ববোধ।

শেষ কথা

প্রবাস জীবন সুখের হোক বন্ধু স্ট্যাটাস দিয়েই আমরা মনে করি আমাদের দায়িত্ব এখানেই শেষ। কিন্তু না ভাই। প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা। তাদের রেমিট্যান্সের টাকায় শুধু তার পরিবারই নয়, এদেশের নাগরিকদের ভাগ্যেরও পরিবর্তন ঘটে।

সুতরাং, সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি প্রতিটি নাগরিকেরই ভালোবাসা থাকতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হবে। তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তবেই তাদের ঋণ কিছুটা হলেও পরিশোধ হবে। অন্যথায় নয়।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.