অতীত নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাণী

অতীত নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাণী

স্রষ্টা ব্যতীত সবকিছুরই অতীত রয়েছে। মানুষ হিসেবে আমাদেরও অতীত আছে। বর্তমান বলতে কিছুই নেই। মুখের কথা বলা মাত্রই তা অতীত হয়ে যাচ্ছে। ভবিষ্যতকে সমৃদ্ধ করতে জীবনের গুরুত্বপূর্ণ মূহুর্তগুলোতে স্মৃতিতে ধরে আমরা অতীত নিয়ে উক্তি উপস্থাপন করি।

অতীত ভুলে যাওয়া কখনই উচিত নয়। মানুষ যখন অতীত ভুলে যায় তখন অতীতের ভুল গুলোই সে পুণরায় করে। অতীতকে মূলত শিক্ষা গ্রহণের জন্যই ধারণ করতে হবে।

তবে অতীত থেকে কখনও নিজেকে কষ্ট দেওয়া যাবে না এবং অতীতের দুঃখ -দুর্দশার কথা মনে করে নিজেকে দুর্বল ভাবা যাবে না। অতীতের শিক্ষা হলো আত্মবিশ্বাসী হওয়া।

অতীত শিক্ষকের মত কাজ করে। সঠিক পথ দেখায়। আত্মবিশ্বাসের সাথে পথ চলতে অনুপ্রেরণা দেয়। তাই অতীতকে ভবিষ্যত সমৃদ্ধির জন্য ব্যবহার করতে হবে।

অতীত নিয়ে উক্তি

০১. অতীতের ওপর আমাদের সকলের বসত এবং অতীতের গর্ভেই আমাদের বিলুপ্তি। – গ্যেটে

০২. অতীতকে ছোট করে দেখা উচিত নয়, তেমনি অতীতকে অতিরিক্ত মূল্য দেয়াও ক্ষতিকর। অতীত নিয়ে বড়াই স্রেফ শিশুসুলভ মানসিকতা। – আবুল ফজল

আরও পড়ুনঃ জীবনের অভিজ্ঞতা নিয়ে উক্তি ও স্ট্যাটাস 

০৩. যদি ভুলে যেতে চাও অতীতের গান, তবে যথা শিঘ্রই ত্যাগ কর বসতের স্থান। -নাজিরুল ইসলাম নকীব

০৪. কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ। – এডিসন

০৫. ভবিষ্যতকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। – জন ল্যাঙ্ক হন

০৬. যেদিন চলে যায়, সেদিন আর ফিরে আসে না। -প্রবাদ

০৭. জীবনসায়াহ্নে দাঁড়িয়ে যে জীবনের স্বর্ণোজ্জ্বল অতীতের কথা স্বরণ করে উৎফুল্ল হয়ে উঠতে পারে, সে সত্যিই ভাগ্যমান। – উইলয়াম ধানি

০৮. সব বুলী মিছা। গুনহ গোপনে একটা বচন সত্য স্যার, যে ফুল নিশায় পড়িয়ে ঝরিয়া, সে নাহি কখন ফুটিবে আর। – ওমর খৈয়াম

০৯. যে অতীতে ফিরে যাওয়া বা যে অতীতেকে ফিরে পাওয়া কিছুতেই সম্ভব নয়, যে অতীতের জাবর কাটাতেই দুর্বল মানুষ সবসময় সান্ত্বনা খুঁজে পায়। নতুন কিছু করার সামর্থ যাদের নেই, তারাই হয়ে থাকে পুনর্জীবনবাদী। – আবুল ফজল

১০. সময়ের সাথে সাথে ঘটনার ইতি ঘটে যায়, কিন্তু অতীত থেকে কিছু স্মৃতি অবশিষ্ট থাকে, মৃত্যুর পরও যার ইতি ঘটে না। -নাজিরুল ইসলাম নকীব

আরও পড়ুনঃ নিজেকে নিয়ে উক্তি বা নিজেকে নিয়ে স্ট্যাটাস

১১. অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ। আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হওয়া হলো বাস্তবতা। – সংগৃহীত

১২. অতীতের ভুল এবং ব্যর্থতা গুলো আমার আত্মবিশ্বাসের জায়গা তৈরি করে দিয়েছে। এজন্যই আজ আমি উদ্যোক্তা হতে পেরেছি। – নাজিরুল ইসলাম নকীব

১৩. শেষ ভালো যার, সব ভালো তার। আল -হাদীস

১৪. যে অতীত শুধুই দুখের বার্তা বহন করে, সে অতীত ভুলে যাওয়াই উত্তম। – নাজিরুল ইসলাম নকীব

১৫. একদিন শিশু ছিলাম, সে বড়ই অতীত। আজ আছি, আগামীতে থাকবো না এটা ধ্রুব সত্য। কালের আবর্তনে আমার অতীত একসময় মহা-কালের অতীতে বিলীন হয়ে যাবে। – নাজিরুল ইসলাম নকীব

১৬. পদ্মা, মেঘনা, যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসেনা তো ফিরে। তেমনী আমিও হারিয়ে যাব, আসবো না কভুও ফিরে। -আইনুদ্দিন আল আজাদ

শেষ কথাঃ

প্রিয় পাঠক, অতীত আমাদের জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। যা স্মৃতি থেকে মুছে ফেলা অনেক কঠিন। তবে অতীত ধারণের ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় ছেড়ে দিতে হবে, আবার কিছু বিষয়কে আঁখড়ে ধরতে হবে।

আরও পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

প্রকৃতপক্ষে যে অতীত শুধুই দুখের বার্তা বহন করে, সে অতীতকে ভুলে যাওয়াই উত্তম মনে করি।

কারণ, অতীতের অর্জন থেকে যারা শুধুমাত্র দুঃখগুলোকেই স্মৃতিতে ধারণ করে, তাদের ভবিষ্যত থেকে খুব ভালো কিছু আশা করা যায় না। অতীতের দুঃখ তাদেরকে কুড়ে কুড়ে খায়।

সোনালী অতীত বলে একটা কথা আছে। যা সবার ভাগ্যে জুটে না। তাই অতীত নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ভবিষ্যতই একদিন অতীতে রূপ নেবে।

তাই সামনের দিনগুলোতে ভালো কাজ করুন, আজ থেকে যে সময় অতীত হবে সেই সময়টা যেনো সমৃদ্ধি দিয়ে পূর্ণ থাকে এই প্রত্যাশা সকলের জন্যই। শুভ হোক সবার জীবনের প্রতিটি মূহুর্ত।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.