ইউটিউব ভিডিওতে বেশি ভিউ পাওয়ার জন্য এবং ভিউরসদের দৃষ্টি আকর্ষণের জন্য ইউটিউব থাম্বনেইল (Thumbnail) খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবের ভিউওতে দুটি বিষয়ের জন্য ক্রিয়েটরেরা তাদের ভিডিওতে বেশি ভিউস পায়, তারমধ্যে একটি হলো টাইটেল এবং অন্যটি থাম্বনেইল। টাইটেল তো সকলেই চিনেন, কিন্তু থাম্বনেইল অর্থ কি বা থাম্বনেইল কাকে বলে তা অনেকেরই অজানা।
আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, অথবা ভাবছেন যে ইউটিউবে নিজের একটি ক্যারিয়ার দাঁড় করাবেন, তাহলে আপনাকে টাইটেল ও থাম্বনেইল সম্পর্কে প্রায় সমস্ত বিষয় জানতে হবে। ইউটিউব থাম্বনেইল সাইজ কত হবে এবং কিভাবে তা তৈরি করতে হবে তাও আপনাকে জেনে রাখা আবশ্যক।
একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তার চ্যানেলের ভিডিওগুলো যতই কোয়ালিটিফুল করে তৈরি করুক না কেন, যদি টাইটেল ও থাম্বনেইলকে দৃষ্টিনান্দন না করে তবে দর্শকেরা এই ভিডিওগুলো বেশি ভিউ করবে না। ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য সবচেয়ে সেরা টিপস হলো একটি চমৎকার মানের টাইটেল ও সুন্দর থাম্বনেইল।
থাম্বনেইল অর্থ কি?
থাম্বনেইল (Thumbnail) একটি ইংরেজি শব্দ। যার অর্থ হলো “ছোট”। বড় ছবির ক্ষুদ্র সংস্করণকেই থাম্বনেইল বলা হয়। থাম্বনেইল বলতে ছবি বা ভিডিওর ছোট-আকারের সংস্করণ, যা শনাক্ত এবং সংগঠিত করার জন্য ব্যবহৃত হয়।
ডিজিটাল ছবির যুগে, ভিজ্যুয়াল সার্চ ইঞ্জিন এবং ইমেজ-অর্গানাইজিং প্রোগ্রাম গুলোতে সাধারণত থাম্বনেইল ব্যবহার করা হয়। সহজ ভাষায় বলতে গেলে, থাম্বনেইল হলো একটি ছবি বা চিত্র, যাকে আপনি পোস্টার বা ব্যানার হিসেবেও বিবেচনা করতে পারেন।
ইউটিউব থাম্বনেইল কি? (YouTube Thumbnail Meaning in Bengali)
ইউটিউব ভিডিওর উপরে যে পোস্টার বা ব্যানারটি প্রথম প্রদর্শিত হয়, তাকেই ইউটিউব থাম্বনেইল বলে।
ইউটিউব ভিডিওর প্রধান আকর্ষণের জায়গাই হলো দৃষ্টিনান্দন একটি থাম্বনেইল। আপনার ভিডিওতে ব্যবহৃত থাম্বনেইলটি যতবেশী আকর্ষণীয় হবে ভিডিওর CTR ততই বৃদ্ধি হবে।
CTR এর পূর্ণরূপ হলো Click Through rate. ইউটিউবের জন্য যারা ভিডিও তৈরি করেন, তারা অবশ্যই জানেন ভিডিও ভাইরাল হওয়ার জন্য CTR কতটা গুরুত্বপূর্ণ।
থাম্বনেইল এর মাধ্যমে ইউটিউব ভিডিওর মূল বিষয়বস্তু কয়েকটি শব্দের মাধ্যমে উল্লেখ করা হয়। অর্থাৎ, আপনার ভিডিও কন্টেন্টটি কোন বিষয়ের উপর নির্মিত হয়েছে তা ইউটিউবের দর্শকদের সামনে উপস্থাপন করতে থাম্বনেইল ব্যবহার করা হয়।
যেমন ধরুন, আপনি “Make money online in easy way” এই কিওয়ার্ডের উপর একটি ভিডিও তৈরি করেছেন। এখন আপনার থাম্বনেইলে অবশ্যই ’Make money online বিষয়টি উল্লেখ করা উচিত। এতে করে আপনার ভিউরটা সহজেই বুঝতে পারবে যে, উক্ত ভিডিওটি আপনি অনলাইন থেকে আয় সম্পর্কিত বিষয়বস্তু দিয়ে তৈরি করেছেন।
আপনি এই বিষয়টাকে যতটা সহজ ও সুন্দর ভাবে থাম্বনেইলে ফুটিতে তুলতে পারবেন, আপনার ভিডিওতে ঠিক তত বেশিই ক্লিক পড়বে এবং ভিউয়ার্সদের এংগেজমেন্টও অনেক বেড়ে যাবে। একটি ভিডিওতে এংগেজমেন্ট বাড়লেই ভিডিও ভাইরাল হয়।
ইউটিউব থাম্বনেইল সাইজ কত?
নতুন কন্টেন্ট ক্রিয়েটরেরা থাম্বনেইল তৈরি করতে গিয়ে ইউটিউব থাম্বনেইল সাইজ সম্পর্কে সবচেয়ে বেশি প্যারায় পড়ে। অনেকেই মনে করেন যে, ভিডিওর কোনো অংশ থেকে স্ক্রিনশট নিয়ে এটাই সারাসরি থাম্বনেইল হিসেবে ব্যবহার করলেই হবে। কিন্তু বিষয়টা মোটেও এমন নয়।
কেননা, ইউটিউব ভিডিওর থাম্বনেইলের একটি নির্দিষ্ট সাইজ রয়েছে। আর এই সাইজটি মূলত ইউটিউব ওয়েবসাইটের লেআউট বা ফ্রেমিং এর উপর ভিত্তি করেই নির্ণয় করা হয়েছে।
ইউটিউব থাম্বনেইল সাইজ হলো 1280×720 পিক্সেল। অবশ্যই ইউটিউব ভিডিওর জন্য এই সাইজেরই থাম্বনেইল তৈরি করতে হবে। অনেকেই আছেন, অন্যের ইউটিউব ভিডিও থাম্বনেইল ডাউনলোড করে নিজের ভিডিওতে ব্যবহার করেন, এটা ইউটিউব কমিনিউনিটি গাইডলাইনের বহির্ভুত একটি কাজ। এটা করা যাবে না।
ইউটিউব থাম্বনেইল তৈরি করার নিয়ম
ইউটিউব ভিডিওর জন্য বিভিন্ন উপায়ে থাম্বনেইল ডিজাইন করা যায়। বর্তমানের কম্পিউটারের পাশাপাশি মোবাইলে দিয়েও বেশ চমৎকার থাম্বনেইন তৈরি করা সম্ভব। কম্পিউটার দিয়ে থাম্বনেইল তৈরি করার জন্যে আপনি অ্যাডোবি ফটোশপ ব্যবহার করতে পারেন।
আর মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরির জন্যে রয়েছে Photo Editor, Canva ইত্যাদি। ইউটিউব থাম্বনেইল তৈরি করতে আপনি চাইলে অন্য যে কোনো অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করতে পারেন, এতে কোনো বাধা নেই। তবে অবশ্যই ইউটিউব থাম্বনেইল সাইজটি (280×720 পিক্সেল) ফলো করতে হবে।
নিজে নিজেই ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল কিভাবে তৈরি করবেন তা জানতে এই ভিডিওটি দেখুন।
থাম্বনেইল ডিজাইন করার জন্যে অনেক সময় থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড এর প্রয়োজন হয়। কোথায় থেকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন, তা এই ভিডিওটিতে বলা দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই ইউটিউবের কপিরাইট নিয়ম-কানুন মেনে থাম্বনেইল তৈরি করবেন।
এই ভিডিওটিতে আমরা থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড হিসেবে যদিও গুগল ইমেজ ব্যবহার করেছি, তবে আপনারা অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করবেন।
তবে একথা সত্য যে, আপনি ইচ্ছে করলে গুগল ইমেজ গুলোও থাম্বনেইলে ব্যবহার করতে পারবেন। তবে ইমেজ গুলোকে ভালো করে মডিফাই করে নিতে হবে। তাহলে আশাকরি ভিডিওর থাম্বনেইলে কপিরাইট বা স্ট্রাইক ইস্যু আসবে না।
শেষ কথাঃ
ইউটিউব ভিডিওতে বেশি ভিউ পাওয়ার জন্য এবং ভিউরসদের দৃষ্টি আকর্ষণের জন্য ইউটিউব থাম্বনেইল (Thumbnail) খুবই গুরুত্বপূর্ণ। একজন ইউটিউবারের জন্য ইউটিউব থাম্বনেইল সাইজ ও থাম্বনেইল তৈরি করার নিয়ম ভালো করে জেনে রাখা জরুরি।
থাম্বনেইল তৈরির ক্ষেত্রে 1280×720 পিক্সেল সাইজটি ফলো করবেন এবং থাম্বনেইলে বেশি লেখালেখি করবেন না। চেষ্টা করবেন, থাম্বনেইলে মিনিংফুল শব্দ ব্যবহারের জন্য। তাহলেই থাম্বনেইলের প্রধান উদ্দেশ্য সাধান হবে।
ইউটিউব থামবেল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাকে।।
ধন্যবাদ আপনাকে