৫০ টি শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের নাম

৫০ টি শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের নাম

এখানে ৫০ টি শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের নাম রয়েছে। যা শিক্ষার্থীদের জন্য দুর্দান্ত সম্পদ বলাই যায়। শিক্ষামূলক ভিডিও দেখতে যাদের পছন্দ তারা এই চ্যানেলগুলো ফলো করতেই পারেন।

ইউটিউব হলো একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। এই প্লাটফর্মে যে কোন ক্যাটাগরির উপর শিক্ষামূলক ভিডিও রয়েছে। কিন্তু ইউটিউব এর জ্ঞানভান্ডার অনেক বিস্তৃত হওয়ায় আমরা অনেক শিক্ষামূলক চ্যানেলের নাম জানি না।

এভাবে আমরা বিভিন্ন ধরণের জ্ঞান থেকে বঞ্চিত হই। যে শিক্ষা গ্রহণ করে, সেই শিক্ষার্থী। শিক্ষার কোন বয়স নেই। জীবনের শেষ প্রান্তে এসেও শিক্ষা গ্রহণ এক অপরিহার্য কর্তব্য।

যে কোন শ্রেণি-পেশার শিক্ষার্থীদের জন্য আজ আমরা ৫০ এর অধিক শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এর নাম এই ব্লগে উপস্থাপন করেছি। যেই চ্যানেল গুলো পৃথিবীর কোটি কোটি মানুষ ফলো করে।

৫০ টি শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের নাম

* Crash Course
* Khan Academy
* Vsauce
* MinutePhysics
* Veritasium
* The Slow Mo Guys
* Smarter Every Day
* It’s Okay to be Smart
* Numberphile
* Vihart

* The Brain Scoop
* The Infographics Show
* SciShow
* PBS Space Time
* MinuteEarth
* The Science Channel
* National Geographic
* Discovery Channel
* History Channel

* NASA TV
* TED
* TED-Ed
* TEDx
* Crash Course Kids
* BrainPOP
* National Geographic Kids
* Scholastic
* Khan Academy Kids

* PBS Kids
* Disney Junior
* Nick Jr.
* Cartoon Network
* PBS Digital Studios
* The Atlantic
* The New York Times
* The Washington Post
* The Wall Street Journal

* The Economist
* Bloomberg
* CNN
* BBC News
* CNBC
* Fox News
* MSNBC
* C-SPAN
* NPR

উপরোক্ত শিক্ষামূলক ইউটিউব চ্যানেলগুলো বিভিন্ন বিষয়ের উপর শিক্ষামূলক ভিডিও প্রকাশ করে। এই চ্যানেলগুলোতে আপনি যে কোনও বিষয়ের উপর ভিডিও খুঁজে পেতে পারেন। বিশেষ করে যেই বিষয়ের ভিডিও এই চ্যানেলগুলোতে পাবেন, তা হলো –

* বিজ্ঞান
* ইতিহাস
* ভূগোল
* গণিত
* রসায়ণ
* পদার্থবিদ্যা

* জীববিজ্ঞান
* চিকিৎসা
* প্রকৌশল
* ব্যবসা
* অর্থনীতি

* আইন
* সাহিত্য
* ভাষা
* সংস্কৃতি
* ধর্ম
* দর্শন
* ক্যারিয়ার
* প্রযুক্তি ও স্কিল রিলেটেড ইত্যাদি।

এই চ্যানেলগুলো শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সম্পদ বলাই যায়। এই চ্যানেলগুলো শিক্ষার্থীদেরকে তাদের পড়াশুনার জন্য সহায়তা করতে পারে এবং তাদেরকে নতুন জিনিস শিখতে উৎসাহিত করতে পারে।

শেষ কথা

প্রিয় পাঠক, যারা শিক্ষামূলক ভিডিও দেখতে ভালোবাসেন এবং যাদের জ্ঞানের প্রতি অকৃত্রিম ভালোবাসা রয়েছে, তারা এই চ্যানেলগুলো ফলো করতেই পারেন। কেননা, প্রতিটি মানুষের জীবনে নতুন শিক্ষার আকাঙ্ক্ষা তার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়।

আমরা ৫০ এর অধিক শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের নাম আপনাদের সামনে তুলে ধরেছি। এই চ্যানেলগুলো বিশ্বব্যাপী শিক্ষার জ্ঞান প্রচার-প্রসার করে। নিজের স্কিল গড়ার জন্যও এই চ্যানেল গুলো যথেষ্ট তথ্য দেয়। আশাকরি আপনারা এই লিস্ট পেয়ে উপকৃত হবেন ইনশাআল্লাহ।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

It Nirman -Google News

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.