
আমাদের দৈনন্দন জীবনে কপিরাইট ফ্রি ছবি বা ইমেজ প্রায় সময় কাজে লাগে। বিশেষ করে যারা ডিজিটাল উদ্যোক্তা, ইন্টারনেটের ব্যবহারে আধুনিক বিশ্বের সাথে যুক্ত রয়েছে।
অর্থাৎ, যারা ব্লগিং, ইউটিউবিং বা অন্যান্য অনলাইন মার্কেটিং এর সাথে জরিত রয়েছে তাদের জন্য কপিরাইট ফ্রি ইমেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনেকেই তার নিজস্ব কন্টেন্টে বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করে ছবি ব্যবহার করেন, এতে অনেকসময় কপিরাইট স্টাইক আসে।
এক্ষেত্রে কপিরাইট থেকে বাচার উপায় হলো কপিরাইট মুক্ত ছবি ব্যবহার করা, যেনো কোন ভাবেই কপি রাইট আইন এর লঙ্ঘন না হয়।
আজ আমি এই আর্টিকেলে আপনাদের বলে দেবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০ কপিরাইট ফ্রি পিকচার ডাউনলোড করার ওয়েবসাইট সম্পর্কে।
যেই ওয়েবসাইট গুলো থেকে সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট ছাড়া ছবি ডাউনলোড করতে পারবেন এবং যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।
সাধারণত আমরা কপিরাইট মুক্ত ফ্রি ইমেজ তৈরি করার জন্য নিজেরা ফটোগ্রাফার হই, অথবা কোন ফটোগ্রাফি সংস্থার সাথে চুক্তির ভিত্তিতে Copyright Free Image তৈরি করে নিতে হয়।
কিন্তু আপনি কি জানেন ইন্টানেটে বিভিন্ন কপিরাইট ফ্রি ওয়েবসাইট রয়েছে, যেগুলো বিশ্বের বড় বড় ফটোগ্রাফি সংস্থা কর্তৃত নিয়ন্ত্রণ করা হয়, তারা একচেটিয়া ভাবে High quality copyright free image বিনামূল্যেই আপনাকে-আমাকে ব্যবহার করতে দেয়।
ইন্টারনেটে কপিরাইট ফ্রি ছবির অগণিত ওয়েবসাইট রয়েছে। যেগুলো থেকে বাছাইকৃত সেরা ১০ টি কপিরাইট ফ্রি ওয়েবসাইট নিয়ে কথা বলবো, তার আগে Copyright কি তা ছোট্ট করে জেনে নিই।
কপিরাইট কি?
কপিরাইট (Copyright) একটি ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হলো গ্রন্থস্বত্ব বা লেখস্বত্ব।
Copyright একটি সামাজিক আইন। যেই আইনেইর মাধ্যমে লেখক, ক্রিয়েটর, অথরের সৃজনকে সুরক্ষিত করা হয়েছে।
অর্থাৎ, বিশ্বব্যাপী এমন একটি আইন, যেই আইনের উদ্দেশ্য হলো একজনের তৈরিকৃত কোন জিনিসকে অন্যের বলে দাবি করা যাবে না।
আরো সহজ ভাবে বলতে গেলে মনে করুন এই আর্টিকেলটি আমি লিখেছি। যেহেতু আর্টিকেলটি আমি লিখেছি, সেহেতু আমি কখনই চাইবো না যে এই আর্টিকেলটি আপনার বলে প্রচার করেন।
অথবা আপনার কোন লেখা আমার বলে প্রচার করি এটা আপনিও কখনই চাইবেন না।
আর এজন্যই একজনের বুদ্ধিবৃত্তিক বা মস্তিস্কজাত সৃষ্টিকে নকল বা পাইরেসি থেকে মুক্ত রাখতে এবং লেখকের অধিকার নিশ্চিত করতেই কপিরাইট আইন এর প্রচলন ঘটেছে।
সেরা ১০ কপিরাইট ফ্রি ছবির ওয়েবসাইট
আপনি এই ওয়েবসাইট গুলো থেকে পছন্দের যে কোন ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, আর এগুলো সম্পূর্ণ কপিরাইট ছাড়া ছবি হবে।
স্টেপ বাই স্টেপ কপিরাইট ফ্রি ইমেজ এর ওয়েবসাইট গুলো নিচে তুলে ধরা হলো।
১. Pixabay

Pixabay ওয়েবসাইটে ২.২ মিলিয়ন High quality copyright free image রয়েছে।
তাদের ছবি বা ইমেজ গুলোতে কোন অ্যাট্রিবিউশন প্রয়োজনীয়তা নেই।
তাই এই ইমেজ গুলো আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন এবং পার্সোনাল বা কমার্শিয়াল কাজেও তা ব্যবহার করতে পারবেন।
আপনার প্রয়োজনীয় যে কোন কপিরাইট ফ্রি ইমেজ এর জন্য এই সাইটটি ব্যবহার করতে পারেন।
ওয়েবসাইটটির লিংক : Pixabay
২. Pexels

Pexels ও একটি কপিরাইট মুক্ত ছবি সরবারহ করার ওয়েবসাইট।
২০১৫ সালে এই ওয়েবসাইটটি তাদের যাত্রা শুরু হয়েছে। ইতোমধ্যে এটি একটি বিশাল স্টক ফটোর লাইব্রেরী হয়ে উঠেছে।
তারাও অন্যান্য উচ্চ-মানের রেজুলেশনের ছবি প্রোভাইট করছে। আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে পারেন।
ওয়েবসাইটটির লিংক : Pexels
৩. Un splash

Un splash ও একটি স্টক ফটোর ওয়েবসাইট।
এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরণের কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করতে পারবেন।
প্রতিনয়তেই এই ওয়েবসাইটে নতুন নতুন ইমেজ যুক্ত করা হচ্ছে।
ওয়েবসাইটটির লিংক : Un splash
৪. Free range stock

Free range stock এই ওয়েবসাইটটিও স্টক ফটোর জন্য জনপ্রিয়।
এই ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করে আপনার যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।
ওয়েবসাইটটির লিংক : Free range stock
৫. Life of pix

স্টক ফটো সরবারহকারী ওয়েবসাইট গুলোর মাঝে Life of pix ও একটি জনপ্রিয় ওয়েবসাইট।
প্রতিনিয়তই নতুন নতুন আকর্ষণীয় ইমেজ তাদের স্টকে যুক্ত করা হচ্ছে।
আপনি চাইলে বিনামূল্যেই তা ডাউনলোড করে নিজের কাজে ব্যবহার করতে পারেন।
ওয়েবসাইটটির লিংক : Life of pix
৬. Stock snap

Stock snap এই ওয়েবসাইটটিও স্টক ফটো ডাউনলোডের জন্য খুবই জনপ্রিয়।
তারা বিভিন্ন ধরণের কপিরাইট ফ্রি ইমেজ বিনামূল্যেই ডাউনলোড করার সুযোগ দিচ্ছে।
আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকে পছন্দের ইমেজগুলো সংগ্রহ করতে পারেন।
ওয়েবসাইটটির লিংক : Stock snap
৭. Burst shopify

Burst shopify এই ওয়েবসাইটে প্রতিনিয়তই নতুন নতুন স্টক ফটো যুক্ত করা হচ্ছে।
পাশাপাশি তাদের স্টক ফটোগুলো কপিরাইট ফ্রি করা হয়েছে।
আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকে পছন্দের ছবিগুলো খুঁজে বের করে সংগ্রহে রাখতে পারেন।
ওয়েবসাইটটির লিংক : Burst shopify
৮. Kaboom pics

Kaboom pics এই ওয়েবসাইটটিও স্টক ফটোর জন্য অগণিত মানুষের পছন্দের তালিকায় রয়েছে।
তারাও কপিরাইট ফ্রি হাই কোয়ালিটি ইমেজ বিনামূল্যেই সরবারহ করে থাকে।
আপনি তাদের ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ছবি সংগ্রহ করতে পারবেন।
ওয়েবসাইটটির লিংক : Kaboom pics
৯. Vintage stock photos

Vintage stock photos এই ওয়েবসাইটের ছবিগুলোও কপিরাইট ফ্রি।
আপনার যে কোন কাজে ব্যবহার করার জন্য তাদের ওয়েবসাইট থেকে ছবি সংগ্রহ করতে পারেন।
ওয়েবসাইটটির লিংক : Vintage stock photos
১০. Libre shot

Libre shot এটিও একটি কপিরাইট ফ্রি স্টক ফটোর ওয়েবসাইট।
এই ওয়েবসাইটটিতেও কোয়ালিটিফুল ইমেজ বিদ্যমান।
আপনারা চাইলে এই ওয়েবসাইটটি থেকেও Copyright Free Image সংগ্রহ করে যে কোন কাজে ব্যবহার করতে পারেন।
ওয়েবসাইটটির লিংক : Libre shot
গুরুত্বপূর্ণ কিছু কথাঃ
প্রিয় পাঠক, “কপিরাইট ফ্রি ছবি” বিষয়ক এই আর্টিকেলটি তৈরির ক্ষেত্রে আমরা কারো থেকে কোন স্পন্সর নেইনি।
আমাদের অভিজ্ঞাতার আলোকে লিস্টটি তৈরি করেছি।
আপনি যদি একজন ব্লগার বা ইউটিউবার হন তবে অবশ্যই জানেন কপিরাইট মুক্ত ছবি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ।
আমি যেই ওয়েবসাইট গুলো এই লিস্টে রেখেছি, সেগুলো থেকে আপনার ইচ্ছে মত কপিরাইট ফ্রি পিকচার ডাউনলোড করতে পারবেন।
ব্যবহারও করতে পারবেন যেকোন বাণিজ্যিক কাজেও। এই সাইট গুলো থেকে ছবি ব্যবহার করলে কখনও কপিরাইট স্ট্রাইক আসবে না।
সুতরাং নির্দ্বীধায় আপনি এই সাইট গুলো থেকে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
আশা করছি বিশ্বব্যাপী জনপ্রিয়তায় শীর্ষ সেরা ১০ কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার সাইটের List টি পেয়ে আপনার উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ।
এই বিষয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকেই
খুবই হেল্পফুল লেখা। ভাই কপিরাইট ছাড়া কি কোন ওয়েবসাইট আছে যেটা থেকে ভিডিও পাবো? দয়াকরে জানাবেন প্লিজ
খুব শিঘ্রই এ বিষয়ে আর্টিকেল পাবলিশ হবে ইনশাআল্লাহ। পাশেই থাকুন