ইলেকট্রন বিন্যাস কাকে বলে?

ইলেকট্রন বিন্যাস কাকে বলে

ইলেকট্রন বিন্যাস কাকে বলে: ইলেকট্রন বিন্যাস হলো একটি পরমাণুতে ইলেকট্রন গুলোর অবস্থান এবং এর শক্তির বিন্যাস। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে অরবিটাল নামক নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। প্রতিটি অরবিটালে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন হবে তা নির্দিষ্ট।

ইলেকট্রন বিন্যাসকে s, p, d এবং f অরবিটাল ব্যবহার করে প্রকাশ করা হয়। s অরবিটাল সর্বনিম্ন শক্তির অরবিটাল এবং f অরবিটাল সর্বোচ্চ শক্তির অরবিটাল।

প্রতিটি অরবিটালে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন:

  • s অরবিটালে সর্বোচ্চ ২ টি ইলেকট্রন,
  • p অরবিটালে সর্বোচ্চ ৩ টি ইলেকট্রন,
  • d অরবিটালে সর্বোচ্চ ১০ টি ইলেকট্রন,
  • f অরবিটালে সর্বোচ্চ ১৪ টি ইলেকট্রন থাকে।

উদাহরণস্বরূপ, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো 1s^1। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন রয়েছে এবং এটি 1s অরবিটালে অবস্থান করছে।

অন্যদিকে, অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো 1s^2 2s^2 2p^4। অর্থাৎ অক্সিজেন পরমাণুতে 8 টি ইলেকট্রন রয়েছে এবং এগুলি 1s, 2s এবং 2p অরবিটালে অবস্থান করছে।

মোটকথা, ইলেকট্রন বিন্যাস হলো পরমাণুর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি পরমাণুর রাসায়নিক বৈশিষ্ট্য, বন্ধন গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। ইলেকট্রন বিন্যাস কাকে বলে আশাকরি উত্তর পেয়েছেন।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.