পড়াশোনা সাধারণ জ্ঞান

ইলেকট্রন আসক্তি কাকে বলে?

ইলেকট্রন আসক্তি কাকে বলে
Written by IT Nirman

ইলেকট্রন আসক্তি কাকে বলে: ইলেকট্রন আসক্তি হলো কোনো মৌলের একটি পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে একটি ইলেকট্রন যুক্ত হওয়ার সময় নির্গত বা শোষিত শক্তির পরিমাণ। ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হলে শক্তি নির্গত হয় এবং ধনাত্মক হলে শক্তি শোষিত হয়।

ইলেকট্রন আসক্তির মান মৌলের প্রকৃতি, পারমাণবিক ব্যাসার্ধ এবং কার্যকর নিউক্লিয়ার চার্জের উপর নির্ভর করে। সাধারণত, মৌলের পারমাণবিক ব্যাসার্ধ যত ছোট হয়, কার্যকর নিউক্লিয়ার চার্জ যত বেশি হয়, ইলেকট্রন আসক্তির মান তত বেশি হয়।

ইলেকট্রন আসক্তির মান মৌলের রাসায়নিক ধর্ম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব মৌলের ইলেকট্রন আসক্তির মান বেশি হয়, সেসব মৌল সহজেই ইলেকট্রন গ্রহণ করে এবং নেতিবাচক আয়ন গঠন করে।

অন্যদিকে, যেসব মৌলের ইলেকট্রন আসক্তির মান কম হয়, সেসব মৌল সহজেই ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আয়ন গঠন করে।

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment