এন্ড্রয়েড টিপস

যে কোন এন্ড্রয়েড মোবাইল সম্পর্কে তথ্য জানার উপায়

বর্তমান সমাজে এমন লোক খোঁজে পাওয়া দুষ্কর যার হাতে একটি এন্ড্রয়েড ফোন নেই। পনেরো বছরের উপরের প্রায় সবার হাতেই এক বা একাধিক এন্ড্রয়েড ফোন আছে। সাধারণ ভাবে আমরা সকলেই এন্ড্রয়েড ফোন চালাতে জানি, কিন্তু আমাদের মাঝে ৯৯% মানুষই এন্ড্রয়েড মোবাইল সম্পর্কে তথ্য জানিনা। অর্থাৎ, আমাদের ব্যবহৃত এন্ড্রয়েড ফোনে কি কি ফিচার রয়েছে তার সবকিছু জানিনা, এজন্য আমরা বিভিন্ন সময় মোবাইল কিনতে গিয়ে ঠকে যাই!

আজ আমরা এমন কিছু গোপন কোড সম্পর্কে জানবো, যা ব্যবহার করার মাধ্যমে যে কোন এন্ড্রয়েড মোবাইল সম্পর্কে অজানা তথ্য আমরা অল্প সময়েই জানতে পারবো। 

মোবাইল সম্পর্কে অজানা তথ্য কেন জানবো?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে আপনাকে অন্যের দিকে তাকিয়ে থাকা কোন ভাবেই সমীচীন নয়। নিজেকেই জানতে হবে অজানা সকল বিষয় সম্পর্কে। আমরা মোবাইল সম্পর্কে অজানা তথ্য এজন্যই জানবো, আমরা যখন একটি নতুন এন্ড্রয়েড মোবাইল ক্রয় করার জন্য মার্কেটে যাই বা কারো কাছ থেকে ক্রয় করি, তখন এন্ড্রয়েড ফোনের ফিচার সম্পর্কে না জানার কারণে আমরা বিভিন্ন ভাবে ঠকে যাই।

তাছাড়া অনেক সময় এমন হয়, আমাদের প্রয়োজনীয় কোন ফিচার কাঙ্খিত ফোনে আছে কিনা, তা যাচাই করার জন্যও মোবাইল সম্পর্কে তথ্য জানার প্রয়োজন হয়। পূর্ব থেকেই আপনি যদি এই বিষয়ে অভিজ্ঞ হন, তবে আপনাকে কারো মুখাপেক্ষি হয়ে হতাশাগ্রস্থ হতে হবে না।

এন্ড্রয়েড মোবাইল সম্পর্কে তথ্য জানার উপায়

যে কোন এন্ড্রয়েড মোবাইল সম্পর্কে তথ্য জানার উপায়
যে কোন এন্ড্রয়েড মোবাইল সম্পর্কে তথ্য জানার উপায়

মোবাইলে ডাটা ক্যাবল কন্ট্রোলের জন্য *#872564# এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইলের IMEI সম্পর্কে জানতে *#06# এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইলের FTA এর ভার্সন জানতে ##1111## এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইল ফোনের ব্যাটারী ও ফোনের তথ্য জানতে ##4636##এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইল ফোনের ডাম্প সিস্টেমো মোড সম্পর্কে জানতে *#9900# এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইলের টাচস্কীন সম্পর্কে জানতে কোড ##2664## এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইলের ভাইব্রেট ও ব্যাকলাইট টেষ্ট করতে ##0842## এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিটেইলস জানতে #12580369# এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইলের ডায়গনস্টিক কনফিগার সম্পর্কে জানতে *#9090# এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইলে ওয়াইফাই ম্যাক এড্রেস করতে ##232338## এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইলের ক্যামেরার তথ্য সম্পর্কে জানতে ##34971539## এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইল ফোনের ফ্যাক্টরী হার্ড রিসেট করতে ##7780## এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

ফোনকে লক স্ট্যাটাস করতে *#7465625# এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইল ফোনের জিপিএস টেষ্ট করতে ##1472365## এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইলের প্যাকেট লুফ টেষ্ট করতে ##0283## এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইলের ব্লুটুথ ডিভাইস ইনফো চেক করতে ##232337## এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইল ফোনের RAM এর ভার্সন সম্পর্কে জানতে ##3234## এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইলের ডায়াল প্যাডে *2767*3855# এই কোডটি লিখলে মোবাইল ফোনটি আপনা আপনিই রিসেট নেবে।

মোবাইল ফোনের ডিসপ্লে টেষ্ট করতে ##0##এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

মোবাইলের টাচস্কীন ভার্সন সম্পর্কে জানতে ##2663##এই কোডটি ডায়াল প্যাডে লিখুন।

গুরুত্বপূর্ণ কিছু কথাঃ

উপরোল্লিখিত কোডগুলো এন্ড্রয়েড ফোনের ডায়ালপ্যাডে লিখার সাথে সাথেই কাঙ্খিত রেজাল্ট প্রদর্শন করার জন্য কোডগুলো অটোমেটিক কাজ করবে। তবে অবশ্যই আপনাকে সঠিক কোডগুলো লিখতে হবে।

এক্ষেত্রে সবাই সতর্কতা অবলম্বন করবেন। কোড গুলো আপনার কাঙ্খিত এন্ড্রয়েড ফোনে ব্যবহার করার আগে অবশ্যই কোন কোডের কি কাজ তা ভালো করে দেখে নিন।

আশা করছি, ‘এন্ড্রয়েড মোবাইল সম্পর্কে তথ্য জানার উপায়’ এই পর্বটি সবার কাজে আসবে ইনশাআল্লাহ। এই বিষয়ে যদি আরো জানতে চান বা আপনার কোন মতামত থাকে, তাহলে এখনই কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকেই।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
× How can I help you?

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker!