আকাইদের মৌলিক বিষয়গুলো মোট ৭ টি। আকাইদ বিশ্বাসের মাধ্যমেই একজন মানুষ মহান স্রষ্টার আনুগত্য ও নিজের জীবনের মূল লক্ষ্যে পৌঁছাতে পারে। অর্থাৎ, ইহকাল ও পরকালে নিজের মুক্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে। আকাইদ সম্পর্কে ১০টি বাক্য জেনে নিয়ে আপনার ইসলামিক জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করুন।
আকাইদের বিষয়াবলিতে বিশ্বাস স্থাপনের গুরুত্ব অপরসীম। আকাইদের গুরুত্ব ও তাৎপর্যের কথা কুরআন ও হাদিসে বিভিন্ন ভাবে উল্লেখ করা হয়েছে। আকাইদের মৌলিক বিষয়গুলোকে কেউ যদি বিশ্বাস না করে তবে সে কখনই মুসলিম হতে পারে না।
মুসলমান হওয়ার পূর্ব শর্তই হলো আকাইদ এর মৌলিক বিষয় গুলোর উপর ঈমান আনা। ঈমানে মুফাসসাল – এর মাধ্যমে আকাইদের মৌলিক বিষয়গুলোকে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আকাইদ সম্পর্কে ১০টি বাক্য বাংলায়
আকাইদের মৌলিক বিষয়গুলো হলো – স্রষ্টাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা, ফেরেশতাগণদের বিশ্বাস করা, আসমানী কিতাব সমূহতে বিশ্বাস করা, নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস করা, আখেরাতকে বিশ্বাস করা, তকদিরে বিশ্বাস করা, পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস করা ইত্যাদি।
আকাইদের মৌলিক বিষয়গুলোর তালিকা থেকেই আমরা ১০ টি বাক্য তৈরি করবো, যার মাধ্যমে আমরা আকাইদ সম্পর্কে বিস্তারিত জ্ঞানও আয়ত্ব করতে পারবো বলে মনে করি। ’আকাইদ’ শব্দটি মূলত বহুবচন, যার একবচন হলো ‘আকিদা’। আকিদা অর্থ বিশ্বাস এবং আকাইদ অর্থ বিশ্বাসমালা।
১. আকাইদের মৌলিক বিষয় মোট ৭ টি।
২. ইসলামের মৌলিক বিষয়গুলোই হলো আকাইদ।
৩. আকাইদ হলো ঈমানের মূল ভিত্তি।
৪. আকাইদের প্রথম বিষয় হলো ’আল্লাহ এক ও অদ্বিতীয়’।
৫. আকাইদ বিশ্বাসের অর্থ হলো নিজেকে কল্যাণের পথে প্রতিষ্ঠিত করা।
৬. আকাইদ হলো বিশ্বাসের সর্বোচ্চ আসন।
৭. তকদিরের ভালো-মন্দকে মেনে নেওয়া আকাইদ বিশ্বাসের অংশ।
৮. মৃত্যুর পর পুনরুত্থিত হবো এবং কৃতকর্মের ফল লাভ করবো এটাও আকাইদ।
৯. যার আকাইদে বিশ্বাস নাই তার ঈমান নাই।
১০. আকাইদে অবিশ্বাসীরাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত।
আমরা উপরোক্ত আকাইদ সম্পর্কে ১০টি বাক্যের মাধ্যমে জানতে পারলাম আকাইদের মৌলিক বিষয়গুলো সম্পর্কে। আকাইদ বিশ্বাস স্থাপনের গুরুত্বকে ফরজ বা আবশ্যক বলা হয়। স্রষ্টাকে যারা অবিশ্বাস করে তারা নিঃসন্দেহে সবচেয়ে বড় অকৃজ্ঞ ও কৃপণ!
মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসের বিভিন্ন বর্ণনায় আকাইদে বিশ্বাসীদের জন্য মহা-পুরুস্কারের কথা উল্লেখ রয়েছে এবং আকাইদে অবিশ্বাসীদের জন্যও রয়েছে যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর শাস্তি! সুতরাং, আমাদের উচিত হলো আকাইদের মৌলিক বিষয়গুলোকে পরিপূর্ণরূপে গ্রহণ করা।
Add comment