প্রিয় দর্শক! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশাকরি মহান করুণাময়ের অশেষ কৃপায় সকলে ভালোই আছেন। অনেকেই টেকনোলজি বিষয়ক ভালো ভালো ব্লগ / ওয়েবসাইট খোঁজাখুঁজি করেন। একটি সময় ছিল আমিও এমন করতাম। জানার জন্য এখনো করি। তবে যতটুকু সময় নিয়ে খুঁজেছি তা সত্যিই নিস্বার্থ প্রক্রিয়া কেবল! দিনের পর দিন, নির্ঘুম বহু রাত এভাবেই ইন্টারনেটে টেকনোলজি বিষয়ক ব্লগ সাইট খোজাখুঁজির পর অনেকগুলো লিংক কালেক্ট করতে পেরেছি। আমার মতো এমন অনেকেই আছেন, যারা এভাবেই কষ্ট করছেন। তাদের কথা চিন্তা করেই একটি Best Bangla Technology Blog Site List তৈরি করেছি। যা আপনাদের সাথে শেয়ার করা হলো।
Best Bangla Technology Blog Site List | সেরা কিছু টেকনোলজি ব্লগ সাইট লিস্ট –
আশাকরি Best Bangla Technology Blog Site List টি পেয়ে আপনারা উপকৃত হয়েছেন। তবে আপনাদের জানামতে যদি কোন ভালো সাইটটের লিংক এই লিস্ট থেকে বাদ পড়ে থাকে, তবে অবশ্যই কমেন্ট করুন। ইনশাআল্লাহ এই লিস্টে যোগ করা হবে। ধন্যবাদ
খুবই ভালো একটি তথ্য দিলেন ভাই।
ধন্যবাদ ভাই
আপনার পোস্টটি খুবই চমৎকার এবং ইনফরমেটিভ।
ধন্যবাদ প্রিয়!
খুবই ইনফরমেটিভ একটি পোস্ট পরে অনেক উপকৃত হলাম।