Fiverr এ কি কি কাজ পাওয়া যায়?

fiverr এ কি কি কাজ পাওয়া যায়

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে fiverr খুবই জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেস এর মাধ্যমে যারা ফ্রিল্যান্সিং যাত্রা নতুন শুরু করতে চাচ্ছেন, তাদের অনেকেই জানতে চান Fiverr এ কি কি কাজ পাওয়া যায়?

যে কোনো প্রতিষ্ঠান থেকে স্কিল ডেভেলপ করার পর ফ্রিল্যান্সিং করার জন্য নতুনদেরকে Fiverr এর কথা বলা হয়। এর কারণ হলো ফাইভার অন্যান্য মার্কেটপ্লেস গুলোর তুলনায় সহজ মনে করা হয়। বিশেষ করে নতুনদের জন্য।

তবে Fiverr কি কি ক্যাটাগরির উপর কাজ অফার করে তা আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত। তাছাড়া, ফাইভারে কোন কোন ক্যাটাগরিগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কাজ সমৃদ্ধ তা আপনি জানলে আপনার জন্য কাজ শুরু করা সহজ হবে।

আরো পড়ুনঃ ফাইভারে কাজ পাওয়ার উপায় ও কৌশল

আজ আমি আপনাদেরকে বলব, ফাইভারে কি কি কাজ পাওয়া যায় এবং কোন কোন কাজের উপর গিগ তৈরি করে সহজেই সফল হওয়ার চান্স রয়েছে। চলুন শুরু করা যাক। –

Fiverr এ কি কি কাজ পাওয়া যায়?

’ফাইভারে কি কি কাজ করা যায়’ এই প্রশ্নের উত্তর হলো – ফাইভারে প্রায় সকল সৃজনশীল কাজের উপর গিগ তৈরি করে কাজ শুরু করতে করতে পারবেন।

কিন্তু ফাইভারে কাজ করতে আপনাকে অবশ্যই একটি ভালো ক্যাটাগরি নির্বাচন করতে হবে। যে ক্যাটাগরিতে প্রচুর কাজ রয়েছে এবং যেই ক্যাটাগরি সিলেক্ট করে আপনি সহজেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন।

ফাইভারে কি কি কাজ পাওয়া যায়১. Graphics & Design

ফাইভারে গিগ তৈরির জন্য যত ক্যাটাগরি রয়েছে, তারমধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম। গ্রাফিক্স ডিজাইনের উপর এতবেশি বায়ার রিকোয়েস্ট পাওয়া যায়, যা অন্য কোনো ক্যাটাগরিতে সম্ভব না।

গ্রাফিক্স ডিজাইন বলতে একটি পূর্ণাঙ্গ ক্যাটাগরিকে বুঝায়, যার আরও অনেক সাব ক্যাটাগরি রয়েছে। ফাইভারে গ্রাফিক্স ডিজাইনের উপর যেই ক্যাটাগরিগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়ঃ –

  • Minimalist Logo Design
  • Architecture & Interior Design
  • Image Editing
  • NFT Art
  • T-Shirts & Merchandise
  • Illustration
  • Business Cards Design
  • Social Media Design
  • Graphics for Streamers ইত্যাদি।

আপনি গ্রাফিক্স ডিজাইনের যে কোনো একটি সাব ক্যাটাগরিতে কাজ করেই খুবই ভালো মানের আর্নিং করতে পারবেন অনলাইন থেকে।

২. Digital Marketing

  • SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
  • Social Media Marketing
  • Video Marketing
  • Music Promotion
  • Social Media Advertising
  • E-Commerce Marketing
  • Email Marketing
  • SEM ইত্যাদি।

৩. Programming & Tech

  • WordPress Developers
  • Shopify Developers
  • Wix Developers
  • Android Developers
  • iOS Developers
  • Unity Developers
  • Python Developers
  • JavaScript Developers
  • HTML & CSS Developers ইত্যাদি।

৪. Writing & Translation

  • Articles & Blog Posts
  • Translation
  • Ghostwriting
  • Proofreading & Editing
  • Resume Writing
  • Website Content
  • Product Descriptions
  • Scriptwriting
  • Book Editing ইত্যাদি।

৫. Video & Animation

  • Video Editing
  • Video Ads & Commercials
  • Whiteboard & Animated Explainers
  • E-Commerce Product Videos
  • Social Media Videos
  • Character Animation
  • Logo Animation
  • Visual Effects
  • 3D Product Animation ইত্যাদি।

৬. Music & Audio

  • Voice Over
  • Producers & Composers
  • Singers & Vocalists
  • Mixing & Mastering
  • Session Musicians
  • Songwriters
  • Podcast Editing
  • Beats
  • Sound Design ইত্যাদি।

৭. Business

  • E-Commerce Store Manager
  • Lead Generation
  • Accounting & Bookkeeping
  • Patent Applications
  • CRM Management
  • Business Plans
  • Business Consulting
  • Customer Care
  • Legal Consulting
  • Market Research
  • Virtual Assistant ইত্যাদি।

৮. Lifestyle

  • Astrology & Psychics
  • Arts & Crafts
  • Online Tutoring
  • Game Coaching
  • Modeling & Acting
  • Life Coaching
  • Wellness
  • Fitness Lessons
  • Personal Stylists ইত্যাদি।

৯. Data

  • Machine Learning
  • Survey Analysis
  • Formulas & Macros
  • Web Scraping
  • Data Analyst
  • Dashboards
  • Text Analysis & NLP
  • Database Design
  • Data Entry ইত্যাদি।

শেষ কথাঃ

প্রিয় পাঠক, উপরোক্ত বর্ণনা থেকে নিশ্চই আপনারা জানতে পেরেছেন Fiverr এ কি কি কাজ পাওয়া যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে ফাইভারে কোন কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি কাজ হয় এবং সফল হওয়ার চান্স বেশি?

এই প্রশ্নের উত্তরে আমি বলব, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং এবং ভিডিও এডিটিং ইত্যাদি হতে পারে আপনার জন্য সেরা চয়েজ। এই ক্যাটাগরিগুলোতে কাজ করে অগণিত ফ্রিল্যান্সার তাদের অনলাইন ক্যারিয়ার বিল্ড করেছে।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.