জনপ্রিয় বাংলা ব্লগ সাইট | বাংলাদেশের সেরা ব্লগ তালিকা ২০২৩
বাংলা ভাষায় কন্টেন্ট প্রকাশ করে এমন কিছু জনপ্রিয় ব্লগ ওয়েবসাইটের তালিকা এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। সকল ব্লগ পাঠকদের জন্যই নিবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ

যারা ব্লগ লিখতে এবং পড়তে ভালোবাসেন, তারা কৌতুহলে বা প্রয়োজনের তাকিদে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট গুলোর নাম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। একটি ব্লগ ওয়েবসাইট তখনই জনপ্রিয়তায় পৌঁছায়, যখন সেই ব্লগে পাঠকদের জন্য সত্যিই ইউজফুল কন্টেন্ট প্রকাশ করা হয়।
পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মোট জনসংখ্যা প্রায় ৩০ কোটি ছাড়িয়ে গেছে। এরই মাঝে ইন্টারনেট ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর ইন্টারনেট ব্যবহার করার মানেই হলো বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা।
আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, সেহেতু আমাদের জন্য ইনফরমেশন কালেক্ট বা স্কিল ডেভেলপমেন্ট -এর জন্য বাংলা ব্লগ ওয়েসাইট গুলো বিদেশী ভাষার ওয়েবসাইট গুলো থেকে বেশি ইউজার ফ্রেন্ডলি এবং ফলপ্রসূও বটে। বিশেষ করে বিগেনারদের জন্য বাংলা ব্লগ সাইট গুলোই সবচেয়ে ভালো ফলাফল দিতে পারে।
আমরা বিভিন্ন মেক্ট্রিক্স, চাহিদা, বিশ্বস্ততা এবং ইউজারদের দৃষ্টিভঙ্গির সমন্বয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ ওয়েবসাইট গুলোর একটি দীর্ঘ লিস্ট তৈরি করেছি। এই লিস্টে প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, স্কিল ডেভেলপমেন্ট ও জনপ্রিয় ইসলামিক ব্লগ ওয়েবসাইট গুলোর নাম রয়েছে।
জনপ্রিয় বাংলা ব্লগ সাইট | বাংলাদেশের সেরা ব্লগ তালিকা ২০২৩
ব্লগিং প্লাটফর্মে প্রযুক্তি ব্লগ গুলো সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রযুক্তি ব্লগ ওয়েবসাইট গুলো সাধারণত প্রযুক্তির পাশাপাশি অনলাইন ইনকাম, ই-সেবা, টুলস রিভিউ, আইটি সল্যুশন ও ডিজিটাল মার্কেটিং ব্লগ গুলো কভার করে।
তাছাড়া, প্রযুক্তি ব্লগ ওয়েবসাইট গুলোতে মোবাইল টিপস, কম্পিউটার টিপস এবং অনলাইন টিপসের উপরও ব্লগ প্রকাশ করা হয়। সম্প্রতি সময়ে বাংলা ভাষায় প্রযুক্তি বিষয়ে যেই ব্লগ ওয়েবসাইট গুলো নির্ভরযোগ্য ও বিশ্বস্ততার সাথে সামনে এগিয়ে গেছে, তার মধ্য হতে সেরা ১০ টি প্রযুক্তি বাংলা ব্লগের লিস্ট নিচে প্রদান করা হলো। –
জনপ্রিয় ১০ টি প্রযুক্তি বাংলা ব্লগ
১. টেকটিউন
২. আইটি নির্মাণ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আদ্যোপান্ত )
৪. অ্যানি টিউন
৫. বাংলা টেক 24
৬. ট্রিক বিডি
৭. ইনফো ভাণ্ডার
৯. টিউনার পেজ
বাংলা ইসলামী ব্লগ লিস্ট
বাংলা ভাষাভাষীদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় জ্ঞানচর্চার প্রতি প্রবল আগ্রহ রয়েছে। বিশেষ করে ইসলাম ধর্মকে জানতে এবং এর বিধিবিধানের বিভিন্ন দিক নির্দেশনা মেনে প্রাক্টিসিং মুসলিম হতে বাংলা ইসলামি ব্লগ গুলো গাইড প্রদান করে।
সম্প্রতি সময়ে বাংলা ভাষায় অগণিত ইসলামিক ব্লগ রয়েছে। তার মধ্য হতে নির্ভরযোগ্য ও বিশ্বস্ততার সাথে সামনে এগিয়ে গেছে, এমন ৫ টি ইসলামী বাংলা ব্লগের লিস্ট নিচে প্রদান করা হলো। –
১. বাংলা হাদিস
৫. আহলে হক্ক
৬. ইসলামিক আলো
গুরুত্বপূর্ণ কিছু কথাঃ
Trickbd.com
OK, Thank you. I want a backlink dear!
ভালো আছে ওটা
প্লিজ প্রশ্ন গুলোর উত্তর দিবেন।
আমি একটা বাংলা ব্লগ ও বাংলা ইউটিউব চ্যানেল
এবং একটি ইংরেজি ব্লগ ও ইংরেজি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি।
১/ এখন, প্রত্যেকটি জন্য আলাদা আলাদা ইমেইল থেকে খুললে সেভ, সিকিউর এবং ভাল হবে নাকি বাংলা ব্লগ, চ্যানেল দুটোর জন্য একটি মেইল ও ইংরেজি ব্লগ, চ্যানেল দুটোর জন্য একটি মেইল হলে সেভ, সিকিউর ও ভাল হবে?
২/ আমার বাংলা ব্লগের লেখা গুগল ট্রান্সলেটে ইংরেজিতে ট্রান্সলেট করে ইংরেজি ব্লগে দিলে
এবং বাংলা চ্যানেলের গুলো ট্রান্সলেট করে ইংরেজি চ্যানেলে দিলে কোন সমস্যা হবে কিনা? বিশেষ করে মনিটাইজেশন, এডসেন্সের ক্ষেত্রে?
৩ / পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন একাউন্ট, অন্যান্য একাউন্ট : পেওনিয়ার, এডসেন্স, ফেসবুক এগুলো ব্লগ বা চ্যানেলের মেইলে খুললে সেভ, সিকিউর ও ভাল হবে নাকি আলাদা আলাদা মেইলে খুললে সেভ, সিকিউর ও ভাল হবে?
৪/ লাভ স্টরি ও মোটিভেশনাল ব্লগ এবং চ্যানেল কেমন রেংক করবে?
৫/ কোন বই থেকে বা ফেসবুক থেকে কোন লেখা, গল্প ব্লগে ছাড়লে এবং ভিডিও তৈরি করে চ্যানেলে ছাড়লে কোন সমস্যা হবে কিনা? বিশেষ করে মনিটাইজেশন, এডসেন্স?
৬/ আমার ব্লগ এবং চ্যানেলের লেখা এবং ভিডিও আমার ফেসবুক গ্রুপ, পেইজে আপলোড করলে ব্লগ, চ্যানেল ও পেইজের কোন সমস্যা হবে কিনা?
এক্ষেত্রে ব্লগ, চ্যানেলের লেখা, ভিডিও পেইজ, গ্রুপে আপলোড করা উচিত নাকি শেয়ার করা উচিত?
ধন্যবাদ। একটি মেইল দিয়েই গুগলের সকল সেবা গ্রহণ করা যায়। একটি মেইল থেকেই সব একাউন্ট সিকিউর ভাবে ইউজ করতে পারবেন। প্রয়োজনে বিভিন্ন ইমেইল ব্যবহার করতে পারেন। সমস্যা নেই। আবার একটা ইমেইল থেকেও সব গুগল সেবা নিতে পারেন। এতেও সমস্যা নেই। তবে ভিন্ন ভিন্ন ইমেইল থেকে করাটাই ভালো । কারণ, একটা মেইল হ্যাক হলে বাকিগুলো বেঁচে যাবে।
২। আপনার একই লেখা দুই ভাষায় পাবলিশ করতে পারেন। তবে লেখার মূল মেসেজেটা একটু ভিন্ন হলে ভালো হয়।কারণ, গুগল বাংলা ভাষা বুঝে না। তারা ট্রন্সলেটের সাহায্যেই বাংলা ভাষা বুঝে। এজন্যই একই লেখা সরাসরি দুইভাষায় ব্যবহার করা গুগল পছন্দ করে না। আবার ট্রান্সলেট করা লেখা শুদ্ধ হয় না। এজন্য এটা থেকে বিরত থাকুন।
৩। প্রথমেই বলেছি, একটা ইমেইল দিয়িই গুগলের সকল সেবা গ্রহণ করতে পারবেন। কোনো ধরণের সমস্যা নেই। ইমেইল এখন সচারাচর হ্যাক হয় না। গুগল এখন অনেক আপডেট। তাই একটা মেইল দিয়েই সব সেবা গ্রহণ করা সম্ভব। সিকিউর ভাবেই একটা মেইলে সব একাউন্ট কন্ট্রোল করা যাবে। এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো, কখনই গোপনীয় তথ্য কারো সাথে শেয়ার করবেন না।
৪। রেংক বিষয়টা অনেকটা নিজের কাছে। কারণ, লেখার মান যত উন্নত ততই এটা রেংক পায়। তাই অবশ্যই লেখার কোয়ালিটি ভালো কেরতে চেষ্টা করা। তবেই সব ধরণের লেখাই রেংক পাবে।
৫। কোনো রকম কপিরাইট লেখা গুগল সাপোর্ট করে না। তাই অপ্রকাশিত লেখা ব্লগে দেবেন। বই থেকে কপি করে লেখা ব্লগে দেওয়া ঠিক নয়। এটাও গুগল পছন্দ করে না। এখানে লেখক কর্তৃক অনুমতি প্রয়োজন হয়। কপিরাইট আইন লঙ্ঘন করলে এডসেন্স ডিজেবল হয়ে যাবে।
৬। এটা বুঝিনি। ধন্যবাদ
৬/ আমার ব্লগ এবং চ্যানেলের ভিডিও আমারই ফেসবুক গ্রুপ, পেইজে আপলোড করলে ব্লগ, চ্যানেল ও পেইজের কোন সমস্যা হবে কিনা?
এক্ষেত্রে ব্লগ, চ্যানেলের লেখা, ভিডিও পেইজ, গ্রুপে আপলোড করা উচিত নাকি শেয়ার করা উচিত?
শেয়ার করা ভালো। কারণ, এসবকিছুই গুগলের আওতায় রয়েছে। গুগল একটি সার্চ ইঞ্জিন
যদিও এখানে techtunes.com.bd একটা সাইটের নাম দেওয়া আছে কিন্তু আমার মনে techtunes.co এটিও খুব ভাল বাংলা টেকনোলজি ওয়েবসাইট।
আমি এডমিন ভাইকে অনুরোধ করছি আমার এই বাংলা ব্লগটি অইখানে যুক্ত করুন প্লিজ https://banglablog.com.bd
ঠিক আছে। ধন্যবাদ।
আপনার আর্টিকলে পড়ে অনেক ভালো লাগলো .অসাধারণ লিখেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সকল সাইট থেকে অনেক সাহায্য পাবো।
ধন্যবাদ প্রিয়জন! পাশে থাকুন। নিয়মিত আপডেট পান..
অসাধারন লেখা! এগিয়ে যান ভাই।
আপন মন্তব্য প্রদানে আপনাকে অনেক ধন্যবাদ।
ভাই যদি সম্ভব হয় niyoti .com সাইটটি এড করুন
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের টিম আপনার ওয়েবসাইটি এনালাইসস করবে ইনশাআল্লাহ।