ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স ডিজাইন (ক্যারিয়ার সম্ভাবনা ২০২৩)

অনলাইন বাণিজ্যের প্রসার ঘটার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপক চাহিদা বেড়েছে। অন্যদিকে কালের আবর্তনে গ্রাফিক্স ডিজাইনেও চলে এসেছে নতুন সম্ভবনা। বর্তমানে এই দুটি পেশা মুখোমুখি অবস্থানেই খ্যাতি ছড়াচ্ছে। এজন্য নতুনদের মাঝে কৌতুহলও বেড়েছে, বর্তমানে ক্যারিয়ার হিসেবে সবচেয়ে উপযোগী কোনটা – ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স ডিজাইন?
সকলেই জানি, ডিজিটাল মার্কেটিং একক কোনো বিষয় নয়। এর মধ্যে রয়েছে কন্টেন্ট রাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, সিপিএ এবং পিপিসি মার্কেটিং ইত্যাদি।
ঠিক তেমনী ভাবে গ্রাফিক্স ডিজাইনেরও প্রকারভেদ রয়েছে। যেমন – স্টিল ইমেজ গ্রাফিক্স, মোশান গ্রাফিক্স ইত্যাদি। আবার এগুলোরও আরো সাব ক্যাটাগরি রয়েছে। তবে আমরা সাধারণত স্টিল ইমেজ গ্রাফিক্সকেই গ্রাফিক্স ডিজাইন বলে চিনি এবং জানি। যাইহোক, গ্রাফিক্স ডিজাইন কি এবং কত প্রকার বিস্তারিত জেনে নিন।
ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স ডিজাইন
সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা গগণচুম্বী। গ্রাফিক্স ডিজাইনের চাহিদাও কোনো অংশে কম নয়। অনেকের মতে গ্রাফিক্স ডিজাইনও ডিজিটাল মার্কেটিং এরই অংশ। সে যাইহোক, গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং এর সুবিধা -অসুবিধা নির্ণয় করতে পারলে সহজেই বুঝতে পারবেন আপনার জন্য কোন স্কিলটি সবচেয়ে বেশি উপযোগী হবে।
ডিজিটাল মার্কেটিং এর সুবিধা ও অসুবিধা
প্রত্যেক জিনিসেরই সুবিধা-অসুবিধা থাকে। ডিজিটাল মার্কেটিং এরও অনেক সুবিধা আছে। কোন প্রতিষ্ঠান যদি ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি ব্যবহার করে তাহলে তার সামনে একটি অসীম সম্ভাবনা থাকবে। ডিজিটাল মার্কেটিং ব্যবসা বা ক্যারিয়ারে আপনি যে সুবিধা-অসুবিধা গুলো দেখতে পারেন। –
- ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে আপনি নিজ ঘরে বসেই ইন্টারনেট থেকে টাকা উপার্জন করতে পারবেন।
- ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং এর চাহিদা ও সম্ভাবনা প্রচুর। বিশ্বের বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং এর উপর সার্ভিস প্রদান করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন।
- ডিজিটাল মার্কেটিং এর উপর দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি লোক নিয়োগ করে। আপনার যদি ডিজিটাল মার্কেটিং স্কিল থাকে, তবে আপনিও সেই কোম্পানি গুলোতে চাকরি করতে পারবেন।
- একজন ডিজিটাল মার্কেটারের বেতন প্রায় ২০ হাজার টাকার উপরে থাকে।
- আপনি নিজেও চাইলে ডিজিটাল মার্কেটিং এর উপর এজন্সি খুলে সার্ভিস দিতে পারবেন।
- ডিজিটাল মার্কেটিং থেকে উপার্জিত বৈদেশিক অর্থ গুলো থেকে রেমিট্যান্স প্রণোদনা পাওয়া যায়।
- ডিজিটাল মার্কেটিং এর অসুবিধা খুবই সূক্ষ্ম। আপনার কাছে যদি ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকে এবং একটি মোটামুটি বাজেটের কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে তবে আপনি অনায়াসেই ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন।
- ডিজিটাল মার্কেটিং একটি গতিশীল সেক্টর। এই সেক্টরে সর্বদায় নতুন নতুন শর্ত যোগ হয়, ফলে সর্বদা নিজেকে আপডেট রাখতে হয়।
গ্রাফিক্স ডিজাইনের এর সুবিধা ও অসুবিধা
গ্রাফিক্স ডিজাইন এমন একটি বিষয়, যা অনলাইন ও অফলাইন উভয় জায়গাতেই কাজে লাগে। মজার বিষয় হলো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেও গ্রাফিক্স ডিজাইন প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। আপনি ডিজিটাল মার্কেটিং এর যে কোনো সেক্টরেই কাজ করেন না কেন, গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হবেই।
- গ্রাফিক্স ডিজাইন একটি ক্রিয়েটিভ কাজ। আপনি নিজের মতো করে গ্রাফিক্স ডিজাইনের কাজ গুলোকে সম্পাদন করতে পারবেন। অন্যদিকে ডিজিটাল মার্কেটিং তার নিজস্ব গতিতেই চলে।
- অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের উপর বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে, যেগুলোতে আপনি নিজের ক্রিয়েটেবিটি প্রদর্শন করে বিদেশী বায়ারদের থেকে কাজ পেতে পারেন।
- গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি অনলাইন ও অফলাইন উভয় জায়গায় জব করতে পারবেন।
- গ্রাফিক্স ডিজাইনের উপর নিজের একটি এজেন্সি খুলতে পারবেন।
- অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের উপর বিভিন্ন ধরণের স্টক ওয়েবসাইট আছে। যেগুলোতে গ্রাফিক্স ডিজাইন সেল করে একটি প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। যেমন – Freepik, Envato ইত্যাদি।
- গ্রাফিক্স ডিজাইন সেক্টরে অভিজ্ঞতার মূল্যায়ন থাকলেও একটি কোম্পানিতে স্থায়ীভাবে জব করার সম্ভাবনা খুবই কম।
- গ্রাফিক্স ডিজাইনের উপর অনলাইনে অনেক বেশি কম্পিটিশন, যা নতুন গ্রাফিক্স ডিজাইনারদেরকে হতাশ করে।
- গ্রাফিক্স ডিজাইনের কাজে অনেক বেশি সৃজনশীলতা দেখাতে হয়, নাহয় বায়ারকে খুশি করা কঠিন হয়ে পড়ে।
শেষ কথাঃ
ডিজিটাল মার্কেটিং বলেন অথবা গ্রাফিক্স ডিজাইন বলেন, এই দুটো সেক্টরই অনেক সমৃদ্ধ। আপনি যেটাই শিখেন, উক্ত কাজ স্কিল গুলোতে কাজের অভাব নেই। সুতরাং ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স ডিজাইন শিখবেন, সেটা আপনাকেই ভাবতে হবে।
তবে আমরা পরামর্শ দিই, একটু কষ্ট করে হলেও এই দুটো কাজই শিখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। অন্যদিকে ডিজিটাল মার্কেটিংও তাই। তবে গ্রাফিক্স ডিজাইন হলো ক্রিয়েটিভ কাজ এবং ডিজিটাল মার্কেটিং হলো বুদ্ধি ও কৌশলের কাজ।