ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়? (Receive & Withdraw)

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়

ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে অর্থ উপার্জনের স্বপ্ন কম-বেশি সকলেরই আছে। কিন্তু ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে রিসিভ করতে হয় এবং ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয় এ নিয়ে নতুনদের মধ্যে রয়েছে যথেষ্ট কৌতুহল।

সকলেই জানি, ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে অত্যন্ত সম্ভাবনাময় একটি অনলাইন চাকরিক্ষেত্র। বিদেশি বায়ারের কাজ বা নিজের স্কিলকে অনলাইনে বিভিন্ন উপায়ে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ তরুণ-তরুণী ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ডলার আয় করছে।

এই উপার্জিত ডলার পরবর্তীতে আবার রেমিট্যান্স আকারে বিভিন্ন উপায়ে দেশে নিয়ে আসছে। ফ্রিল্যান্সাররা কোন কোন উপায়ে ডলার দেশে নিয়ে আসে তা নতুন হিসেবে আপনাকে জানা প্রয়োজন।

অনেকে প্রশ্নও করে ফ্রিল্যান্সিং এর টাকা পাওয়ার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কোনটি এবং ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়? এর বিস্তারিত থাকছে এই ব্লগে।

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে রিসিভ করতে হয়?

ফ্রিল্যান্সিং এর উপার্জিত অর্থ রিসিভ করার জন্য বিভিন্ন উপায় রয়েছে। বাংলাদেশ থেকেও একাধিক উপায়ে ফ্রিল্যান্সিং এর টাকা রিসিভ করা যায়।

আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করেন অথবা লোকাল মার্কেটে কাজ করেন, ফ্রিল্যান্সিং এর টাকা রিসিভ করার জন্য ব্যাংক ও বিভিন্ন পেমেন্ট গেটওয়ে রয়েছে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলোঃ –

১. ব্যাংক (Bank Transfer):

ব্যাংকিং পদ্ধতিতে ক্লায়েন্টদের কাছ থেকে আপনি অর্থ রিসিভ করতে পারবেন। এজন্য আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণী ক্লায়েন্টকে প্রদান করতে হবে।

বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং এর টাকা রিসিভ করার জন্যে ইসলামি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও সোনালি ব্যাংক সহ আরও বিভিন্ন ব্যাংক অনেক সুবিধা প্রদান করে।

আরও পড়ুনঃ ক্রেডিট কার্ড কি এবং কত প্রকার?

বর্তমানে ব্যাংক থেকে মাস্টার কার্ড বা ভিসা কার্ডও পাওয়া যায়। ফ্রিল্যান্সিং এর টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমেও নিয়ে আসতে পারবেন আবার মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমেও নিয়ে আসতে পারবেন।

২. পেপাল (PayPal):

পেপাল একটি অনলাইন অর্থ লেনদেন প্রদানকারী প্ল্যাটফর্ম। এটি বিশ্বব্যাপী ব্যবহৃত হয় এবং অনেক দেশে সমর্থিত। যদিও বাংলাদেশে এখনও অফিসিয়ালি পেপাল সেবা নেই। তবে আপনার কাছে পেপাল থাকলে ফ্রিল্যান্সিং এর অর্থ রিসিভ করার জন্য এটি ব্যবহার করতে পারেন।

বেশিরভাগ ফ্রিল্যান্সাররা পেপাল ব্যবহার করে ক্লায়েন্টদের কাছ থেকে অর্থ গ্রহণ করে। ইন্টারন্যাশানাল ক্লায়েন্টরা পেপালের মাধ্যমে অর্থ লেনদেনে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

৩. পাইনিয়ার (Payoneer):

Payoneer যদিও পেপালের মতো জনপ্রিয় না, তবে পেপালের পরের Payoneer এর অবস্থান। সারাবিশ্বেই Payoneer এর সেবা রয়েছে। বাংলাদেশেও এর অফিসিয়ালি সেবা পাওয়া যায়।

আরও পড়ুনঃ ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়?

ফ্রিল্যান্সিং এর টাকা রিসিভ করার জন্য Payoneer কম-বেশি সকলেই ব্যবহার করে। এটি যথেষ্ট সুবিধা প্রদান করে।

৪. অন্যান্য পেমেন্ট গেটওয়ে:

আরও কিছু পেমেন্ট গেটওয়ে রয়েছে, যেগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং এর টাকা রিসিভ করা যায়। যেমন –

  • Skrill
  • Neteller

আপনি এই পেমেন্ট গেটওয়ে গুলো ব্যবহার করেও ক্লায়েন্টদের কাছ থেকে টাকা গ্রহণ করতে পারেন।

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়?

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপর্জিত অর্থ মূলত বিদেশী মুদ্রায় রিসিভ করতে হয়। তারপর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তা কনভার্ট হয়ে টাকা হিসেবে আমাদের হাতে আসে।

আরও পড়ুনঃ ইউটিউব থেকে আয় করার নিয়ম

আপনি ব্যাংক বা যে কোন গেটওয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ে আয় করা অর্থ রিসিভ করেন না কেন, তা পরবর্তীতে আপনি বিভিন্ন উপায়ে টাকায় রূপান্তর করে হাতে আনতে পারবেন। যেমন –

১. ব্যাংক উত্তোলন (Bank Withdrawal):

আপনি যদি ফ্রিল্যান্সিং এর টাকা সরাসরি ব্যাংকে নিয়ে আসেন তাহলে ব্যাংক থেকে সাধারণ নিয়মেই টাকা উঠিয়ে নিতে পারবেন। অর্থাৎ, ব্যাংক চেক, ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে।

আবার ব্যাংক একাউন্ট থেকে আরও বিভিন্ন মোবাইল ব্যাংকিং চ্যানেলে টাকা হাতে নিয়ে আসা যায়। তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বিকাশ।

২. বিকাশ (Bkash)

PayPal, Payoneer, Skrill এবং Neteller ইত্যাদি গেটওয়ের মাধ্যমে যদি ফ্রিল্যান্সিং এর অর্থ রিসিভ করেন তাহলে সেই অর্থ খুব সহজেই বিকাশের মাধ্যমে নিয়ে আসতে পারবেন।

আরও পড়ুনঃ ফ্রি ব্লগ থেকে আয় করা যায় কিভাবে?

তারপর সরাসরি বিকাশ থেকে টাকা তুলে নেবেন। বিকাশ থেকে টাকা তোলার নিয়ম তো কম-বেশি সকলেই জানেন।

বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং এর টাকা তোলার নিয়ম মূলত এগুলোই। আপনি যদি ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা নিরাপদে রেমিট্যান্স আকারে দেশে নিয়েেআসতে চান, তবে অবশ্যই উপরোক্ত মাধ্যম গুলো ফলো করতে পারেন।

শেষ কথাঃ

প্রিয় পাঠক, ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয় এই ব্লগে তার খুঁটিনাটি সকল বিষয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তাছাড়া, ফ্রিল্যান্সিংয়ের টাকা রিসিভ করার নিয়মও বলেছি।

আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান অথবা যদি ইতোমধ্যেই শুরু করে থাকেন, তবে উপরোক্ত নিয়ম গুলো ফলো করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জিত অর্থ খুব সহজেই দেশে নিয়ে আসতে পারবেন।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.