ভর্তি ও মাদ্রাসার ব্যানার ডিজাইন ছবি আইডিয়া

ভর্তি ও মাদ্রাসার ব্যানার ডিজাইন ছবি আইডিয়া

প্রয়োজনের তাকিদে দৈনন্দিন জীবনে ব্যানার ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও উৎসবের অংশীদার। ধর্ম-বর্ণ নির্বশেষে সবাই নিজ নিজ উৎসব, অনুষ্ঠান ও বিভিন্ন কাজে ব্যানার তৈরি করে।

সাধারণ মানুষ হিসেবে আপনার উৎসব বা অনুষ্ঠানের জন্য কী ধরণের ডিজাইনে ব্যানার তৈরি করতে চান তার একটি নমুনা আগে থেকে সিলেক্ট করতে পারলে উক্ত ডিজাইনটিকে গ্রাফিক্স ডিজাইনারের মাধ্যমে ফুটিয়ে তোলা সহজ হবে।

আবার আপনি নিজেই যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তবে ব্যানার রিলেটেড ডিজাইনকে সুন্দর ভাবে ফুটিতে তুলতে আপনি আমাদের ডিজাইনকৃত ব্যানার গুলোকে ফলো করতে পারেন।

ব্যানার ডিজাইন সাইজ কত?

ব্যানার এর নির্দিষ্ট কোনো সাইজ নেই। গ্রাহকের রুচি ও চাহিদার উপর ভিত্তি করে ব্যানার এর সাইজ নির্ধারিত হয়। এজন্য দেখবেন যে, ব্যানারের সাইজে ছোট-বড় লক্ষ্য করা যায়।

ব্যানার ডিজাইন ছবি আইডিয়া

আমরা বিভিন্ন ধরণের ব্যানার ডিজাইন ছবি ও নমুনা তুলে ধরেছি, যা ফলো করলে নিশ্চই আপনার ব্যানারের ডিজাইনকে আমাদের ডিজাইনের মতো দৃষ্টিনান্দন করে ফুটিয়ে তুলতে পারবেন।

ইসলামিক ব্যানার ডিজাইন
ইসলামিক ব্যানার ডিজাইন

”কল্যাণকামী ছাত্র সংগঠন ও পাঠাগার এর উদ্যোগে” ডিজাইনকৃত ব্যানারটি খুবই সিম্পল, তবে দেখতে খুবই দৃষ্টিনান্দন। এই ধরণের ডিজাইন বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানের জন্য খুবই চমৎকার বটে।

দোয়া অনুষ্ঠান ব্যানার ডিজাইন আইডিয়া
দোয়া অনুষ্ঠান ব্যানার ডিজাইন আইডিয়া

পাঁচলগোটা সিনিয়র আলিম মাদ্রাসার ২০২৩ সালের দাখিল শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া মাহফিলের জন্য ডিজাইনকৃত ব্যানারটি যে কোনো উৎসব বা অনুষ্ঠানের জন্য খুবই চমৎকার ভাবে মানাবে।

রমজানের ইফতার মাহফিলের ব্যানার ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারের জন্যও এই ডিজাইনটি খুবই উপযোগী।

ভর্তি চলছে ব্যানার ডিজাইন আইডিয়া
ভর্তি চলছে ব্যানার ডিজাইন আইডিয়া

জামিয়া হালিমাতুল সা’দিয়া কওমি মহিলা মাদ্রাসার জন্য তৈরি ব্যানার ডিজাইনটি অত্যন্ত আধুনিক ও সৃজনশীল একটি নতুন ব্যানার ডিজাইনের আইডিয়া হতে পারে।

স্কুল, মাদ্রাসা বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি চলছে এই ধরণের ব্যানারের জন্য উপরোক্ত ডিজাইনটি সত্যিই অসাধারণ।

মাদ্রাসার ব্যানার ডিজাইন আইডিয়া
মাদ্রাসার ব্যানার ডিজাইন আইডিয়া

মাদ্রাসায়ে তাহফিজুল কোরআন মাদ্রাসার জন্য ডিজাইন করা উপরের ব্যানারটি ফেস্টুন রুপেও ব্যবহার করা যেতে পারে। এই ডিজাইনটি সোশ্যাল মিডিয়াতেও প্রচারের কাছে ব্যবহার করতে পারেন।

এই ধরণের একটি ব্যানার ডিজাইন সহজেই মানুষের দৃষ্টি কাড়বে এবং উক্ত ডিজাইনটি অতি সিম্পল হওয়ায় আপনি খুব সহজেই ডিজাইনটি করে নিতে পারবেন।

মাদ্রাসার ব্যানার ডিজাইন ছবি আইডিয়া
মাদ্রাসার ব্যানার ডিজাইন ছবি আইডিয়া

ফাতিমাতুয যাহরা কওমি মহিলা মাদ্রাসার জন্য ডিজাইনকৃত ব্যানার ডিজাইনটি সিম্পলের মধ্যে অসাধারণ। দেখতেও বেশ চমৎকার এবং দৃষ্টি কেড়ে নেওয়ার মতো।

এই ধরণের ডিজাইন ভর্তি বিজ্ঞপ্তির জন্য বেশ উপযোগীও বটে। আবার ওয়াজ মাহফিলের ব্যানার ডিজাইনের জন্যও উপরোক্ত ডিজাইনটি বেশ মানাবে।

শেষ কথাঃ

ব্যানার ডিজাইন মূলত গ্রাফিক্স ডিজাইন -এর একটি গুরুত্বপূর্ণ কাজের অংশ। ডিজাইনের জগতে ব্যানারের কাজ অনেক বেশি হয়ে থাকে।

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান, তবে আপানাকে ব্যনার ডিজাইনের উপর অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। এজন্য আপনি চাইলে উপরোক্ত ডিজাইন গুলোকে ফলো করতে পারেন, তাহলে নিশ্চই আপনার ডিজাইনেও বেশ সমৃদ্ধি দেখতে পাবেন।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.