১০ টি হালাল ব্যবসার আইডিয়া ২০২৪

১০ টি হালাল ব্যবসার আইডিয়া

একজন মুসলিম হওয়ার কারণে অবশ্যই আমাকে-আপনাকে ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্পর্কে সতর্ক থাকতে হবে, ব্যবসাটি হালাল নাকি হারাম। কারণ এমন অনেক ব্যবসা আছে যা ইসলাম অনুমোদন করে না। অনেকের কাছে হালাল ব্যবসার আইডিয়া না থাকায় ব্যবসায় হালাল-হারামের বাচবিচার করতে চায় না। যদিও তা করার অপরিহার্য কর্তব্য ছিল।

হালাল মানে ইসলামি শরিয়তে যা অনুমোদিত, আর হারাম মানে অনুমোদিত নয়। যারা ইসলামি শরীয়তকে মনেপ্রাণে ধারণ করে তাদের প্রায় সকলেই হালাল ব্যবসার তালিকা খুঁজে পেতে চায়। হালাল ব্যবসা বলতে ইসলামিক নিয়মানুযায়ী বাণিজ্যিক লেনদেনকে বুঝায়।

মুসলিমদের জন্য সকল পণ্যের একটি ‘হালাল’ ট্যাগ রয়েছে, যার অর্থ খাদ্য, প্রসাধনী, ফার্মাসিউটিক্যাল পণ্য সহ দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত আইটেম হালাল হওয়া চাই। উদাহরণস্বরূপ, শুকরের মাংস ইসলামে হারাম, তাই সমস্ত মুসলমানদের জন্য শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ।

আসুন সরাসরি হালাল বিজনেস আইডিয়াতে প্রবেশ করি। আপনার কাছে পছন্দ হতে পারে এমন ১০ টি হালাল ও ইসলাম সম্মত ব্যবসার আইডিয়া প্রদান করা হলো।

১০ টি হালাল ব্যবসার আইডিয়া ২০২৩

আপনি কোন ধরণের ব্যবসা করতে চান, তা মূলত আপনার চাহিদা ও সামর্থের উপর নির্ভর করবে। তবে এই ব্লগে যেই ১০ টি হালাল ব্যবসা সমূহের নাম উল্লেখ করা হয়েছে, তা বাংলাদেশ ও ইন্ডিয়ার মুসলমানদের জন্য সম্ভবনা তৈরি করতে পারে। এমনকি আপনারও এই ১০ টি ব্যবসার যে কোনোটি পছন্দও হয়ে যেতে পারে।

১. একটি হালাল কাপড়ের দোকান

একটি হালাল পোশাকের দোকান সকল মুসলমানদের জন্যই সেরা ব্যবসার ধারণা। আপনার দোকানে সব ধরনের মুসলিম পোশাক থাকতে পারে। পোশাক গুলো একচেটিয়াভাবে মহিলাদের জন্য বা পুরুষের জন্য; অথবা উভয়ের জন্যই হতে পারে।

মহিলাদের জন্য আপনার দোকানে বোরকা, হিজাব, শালোয়ার কামিজ, দুপাট্টা, স্কার্ফ এবং সব ধরনের লেডিস পোশাক রাখতে পারেন। অন্যদিকে পুরুষদের জন্য পাঞ্জাবি, পাজামা, টুপি, হজের পোশাক ও জায়নামাজ ইত্যাদি রাখতে পারেন।

আবার আপনি চাইলে বাচ্চাদেরকে টার্গেট করেও একটি পোশাকের দোকান দিতে পারেন। বাচ্চাদের পোশাকের দোকানও বাংলাদেশ ও ইন্ডিয়াতে বেশ ভালোই চলে। আবার এই ব্যবসাটি ক্রমাগত ভাবে সব স্থানেই জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি একটি লাভজনক ব্যবসাও বটে।

তবে মনে রাখবেন, আপনার কাপড়ের দোকানের জন্য একটি ভালো অবস্থান প্রয়োজন। এতে সফলতার হার অনেক বেশি। যদিও ভালো অবস্থানে দোকান দিতে তুলনামূলক বেশি ইনভেস্টেমেন্ট এর প্রয়োজন হবে। তবে আপনার যদি ইনভেস্টেমেন্ট করার মতো সুযোগ না থাকে, তবে ব্যবসাটি শুরু করার জন্য আপনি অনলাইনে একটি ভার্চুয়াল পোশাকের দোকান শুরু করতে পারেন, বর্তমানে তা অনেকেই করছে।

২. নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার সরবরাহ ব্যবসা

হালাল ব্যবসা গুলোর মধ্যে খাদ্যসামগ্রী একটি জনপ্রিয় ব্যবসার রূপ নিয়েছে। মানসম্পন্ন খাদ্যের গুরুত্ব অপরসীম। মুসলিম -অমুসলিম সকলের কাছেই হালাল খাবার পছন্দের। কারণ, হালাল খাবার নিরাপদ ও স্বাস্থ্যকর। তাই আপনি হালাল ও স্বাস্থ্যকর খাবার সরবরাহ করে নিরাপদ ব্যবসা করতে পারেন।

হতে পারে সেটা ফাস্ট ফুড এর দোকান, ফলের দোকান, মিষ্টির দোকান বা মনোহারি দোকান ইত্যাদি। খাবারের দোকান যে কোনো স্থানেই কম-বেশি চলে। খাবারের ব্যবসা একটি নিত্যপ্রয়োজনীয় চলমান ব্যবসা যা অত্যন্ত লাভজনকও বটে।

৩. একটি বইয়ের দোকান ব্যবসা

বইয়ের দোকান একটি চমৎকার হালাল ব্যবসার আইডিয়া হতে পারে। এই ব্যবসাটি অত্যন্ত সম্মানজনক ও লাভজনকও বটে। বই পাঠক ও বই ক্রেতাদের কাছে একটি পরিপাটি দোকান খুবই আকর্ষণের জায়গা।

যদিও একটি পরিপাটি বইয়ের দোকান বিনিয়োগের উপর নির্ভর করে। তবে আপনি চাইলে আপনার দোকানের পাশাপাশি অনলাইনেও বই বিক্রি করতে পারেন। প্রযুক্তির এই যুগে অনেক বই বিক্রেতা আছে এমন, যাদের কোনো দোকান নেই, শুধুমাত্র অনলাইনে বই বিক্রি করে ভালো প্রফিট জেনারেট করছে।

আপনার বইয়ের দোকানে গল্প, উপন্যাস, কবিতা, স্কিল ডেভেলপমেন্ট ও বিভিন্ন কোর্সের বই ইত্যাদির মতো সব ধরণের বই বিক্রি করতে পারেন এবং সেগুলি থেকে আপনার গ্রাহক তৈরি করতে পারেন৷

আবার আপনি চাইলে শুধুমাত্র ইসলামিক বই বিক্রি করতে পারেন। যেখানে কুরআন, হাদিস, তাফসীর, জীবনী, ইসলামিক উপন্যাস, ইসলামের ইতিহাস ও বিভিন্ন ধরণের শিক্ষনীয় বই রাখতে পারেন। এই ব্যবসাটিও আপনার আয়ের একটি বড় উৎস হতে পারে এবং এটি একটি হালাল বিজনেস আইডিয়া।

৪. একটি ট্রাভেল এজেন্সি ব্যবসা

আপনি যদি ভ্রমণ পছন্দ করেন, তাহলে একটি ট্রাভেল এজেন্সি শুরু করতে পারেন। হালাল ব্যবসা সমূহের মধ্যে একটি ট্রাভেল এজেন্সি অন্যতম। আপনাকে যা করতে হবে তা হলো, ভ্রমণপ্রেমী ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা এবং ইসলামের নীতির মধ্যে থেকে তাদের সফরের ব্যবস্থা করা।

আপনি আপনার ক্লায়েন্টের জন্য হোটেল, যানবাহন এবং ফ্লাইটের ব্যবস্থা করবেন। এই ব্যবসাটি অত্যন্ত লাভজনক ও সম্ভাবনাময়। ট্রাভেল এজেন্সির জন্য একটি নিজস্ব ওয়েবসাইট খুলতে পারেন। যেখানে গ্রাহকদের জন্য ভ্রমণ গাইড ও আপনাদের সকল কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে পারেন।

তাছাড়া, আপনাদের এজেন্সির মাধ্যমে ভ্রমণপ্রেমীরা কি কি ধরণের সুযোগ সুবিধা পেতে পারে তার বিস্তারিত ওয়েবসাইটে উল্লেখ করতে পারেন। আবার যোগাযোগের জন্য বিভিন্ন তথ্য দিয়ে রাখতে পারেন। মনে রাখবেন, ট্রাভেল এজেন্সিতে আপনার ক্লায়েন্টের সুবিধার জন্য একটি ওয়েবসাইট খুবই প্রয়োজন।

৫. মৎস চাষ ব্যবসা

একটি লাভজনক ও হালাল ব্যবসার আইডিয়া হলো মৎস চাষ। মৎস চাষ এমন একটি ব্যবসা, এর চাহিদা ক্রমাগত ভাবে বেড়েই চলছে। বাংলাদেশে একটি প্রচলিত প্রবাদ আছে, ”মাছে-ভাতে বাঙালি।” বাঙালিদের খাবার তালিকায় অবশ্যই মাছকে রাখতেই হয়।

মাষ চাষের জন্য আপনাকে একটি পুকুর খনন করতে হবে। অথবা বায়োফ্লক পদ্ধতিতেও মাছ চাষ করতে পারেন। মাষ চাষের জন্য অবশ্যই আপনাকে এমন প্রজাতির মাছ বেছে নিতে হবে, যা থেকে বেশি প্রফিট আসে।

মাছ চাষের ব্যবসা শুরু করার আগে আপনি এর উপর প্রশিক্ষণ নিতে পারেন। বাংলাদেশ মৎস অধিদপ্তর থেকে মৎস চাষের উপর বিভিন্ন ধরণের প্রশিক্ষণের সুযোগ রয়েছে। তাদের বইও রয়েছে। আপনি সেগুলো পড়তে পারেন।

৬. গ্রাফিক্স ডিজাইন ব্যবসা

আধুনিক ও সৃজনশীল ব্যবসা গুলোর মধ্যে গ্রাফিক্স ডিজাইন অনেক জনপ্রিয়। আমাদের দৈনন্দিন জীবনের সাথে গ্রাফিক্স ডিজাইন ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। চাহিদাগত ভাবেও এই ব্যবসাটি অত্যন্ত জনপ্রিয়।

তবে গ্রাফিক্স ডিজাইনে হালাল -হারামের মিশ্রণ আছে। আপনি মুসলিম হিসেবে অবশ্যই হারাম কাজগুলোকে এড়িয়ে চলবেন। গ্রাফিক্স ডিজাইন ব্যবসাটির একটি বড় সুবিধা হলো এই ব্যবসাটি শুরু করার জন্য আপনাকে খুব বেশি ইনভেস্ট করতে হবে না।

একটি কম্পিউটার হলেই এই ব্যবসাটি শুরু করা যায়। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের দোকান দেন, তবে গ্রাহকদের থেকে কাজ নেওয়ার পর কাঙ্খিত ডিজাইনটি আপনি নিজে করে আপনার নিকটস্ত কোনো প্রেসের সাথে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে ডিজাইনের ছাপার কাজ সুলভমূল্যে সম্পন্ন করতে পারেন।

আবার গ্রাফিক্স ডিজাইনের উপর অনলাইনেও সার্ভিস অফার করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা প্রচুর। আবার আপনি চাইলে নিজেই গ্রাফিক্স ডিজাইনের উপর একটি এজেন্সি খুলে দেশি-বিদেশি ক্লাইন্টের সাথে কাজ করতে পারেন।

৭. ব্রয়লার মুরগির খামার ব্যবসা

ব্রয়লার মুরগির খামার বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়, লাভজনক ও হালাল ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে একটি। ব্রয়লার মুরগি খামার বলতে ঐ প্রকৃতির মুরগি যা খাবারে বিশেষ ভাবে প্রভাবিত হয়, এবং এটি মাংস ও ডিম উৎপাদনের জন্য উপযুক্ত।

বাংলাদেশে লক্ষ লক্ষ ব্রয়লার মুরগির খামার রয়েছে। এটি একটি হালাল ব্যবসাও বটে। ব্রয়লার মুরগির খামার শুরু করতে আপনাকে সোনালি মুরগির বাচ্চা দিয়ে শুরু করতে হবে।

তবে ব্রয়লার মুরগির খামারের বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে, যা আপনাকে অবশ্যই জানতে হবে। ব্রয়লার মুরগির পালনের উপর বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে এবং এর উপর বিভিন্ন বইও পাওয়া যায়। ব্রয়লার মুরগির খামার শুরু করার আগে এর উপর প্রশিক্ষণ নেওয়া অনেক গুরুত্বপূর্ণ।

৮. কন্টেন্ট রাইটিং ব্যবসা

অনলাইনে লেখালেখির ব্যবসাটি আজকাল খুবই জনপ্রিয়। আপনি যদি লিখতে ভালোবাসেন, তবে আপনি এটিকে একটি ব্যবসায় রূপান্তর করতে পারেন। UpWork, Fiverr ইত্যাদি মার্কেটপ্লেস গুলোতে কন্টেন্ট রাইটিং বা লেখালেখির ব্যবসাটি খুবই জনপ্রিয়।

ফ্রিল্যান্সিং একটি হালাল ব্যবসা। কারণ আপনি অর্থের জন্য আপনার নিজের দক্ষতা প্রদান করেন। ফ্রিল্যান্সিংয়ের সুবিধা হলো নিজ ঘরে বসেই আপনি অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ক্লাইন্টের সাথে কাজ করতে পারবেন।

অথবা আপনি নিজের জন্য একটি ব্লগ ওয়েবসাইট শুরু করতে পারেন। ব্লগিং করেও বিভিন্ন পদ্ধতিতে হালাল উপার্জন করা যায়। কিভাবে ব্লগিং শুরু করতে হয় তার উপর ইন্টারনেটে বিভিন্ন গাইড রয়েছে, তা ফলো করতে পারেন।

৯. অনলাইন টিউটরিং ব্যবসা

বর্তমানে অনলাইন টিউটরিং একটি খুব সম্ভাবনাময় হালাল ব্যবসার ধারণা। আপনি পাঠ্যক্রম ভিত্তিক বিষয়গুলি থেকে শুরু করে আরবি ভাষা এমনকি কুরআনের মূলনীতি পর্যন্ত বিভিন্ন বিষয় শেখাতে পারেন।

সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইসলামি জনসংখ্যা বিবেচনায় এর খুব ভালো চাহিদা রয়েছে। আপনি যে বিষয়ে পড়ান সেই বিষয়ে আপনার দক্ষতা এই ব্যবসার প্রাথমিক শর্ত। আপনার এই ব্যবসাটি বৃদ্ধির জন্য ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ।

অনলাইন টিউটরিং এর সুবিধা হলো আপনি নিজ ঘরে বসেই ইন্টারনেটের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন জ্ঞান পিপাসু শিক্ষার্থীদেরকে পড়াতে পারবেন। এর জন্য আপনি প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে টিউটরিং ফি নিতে পারেন।

১০. ওয়েব ডিজাইনিং ব্যবসা

ওয়েব ডিজাইনিং খুবই লাভজনক হালাল ব্যবসার আইডিয়া গুলোর একটি। আপনার ওয়েব ডিজাইনিং এর উপর অভিজ্ঞতা থাকলে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। ওয়েব ডিজাইন ক্যারিয়ার অত্যন্ত উচ্চ মানেরও বটে।

ওয়েব ডিজাইন বলতে ওয়েবসাইট তৈরির কাজ। বর্তমানে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই ওয়েবসাইট প্রয়োজন হচ্ছে। তাই সারা বিশ্বেই ক্রমাগত ভাবে ওয়েব ডিজাইনিং এর চাহিদা বেড়েই চলছে।

ওয়েব ডিজাইনিং ব্যবসা শুরু করার আগে আপনার একটি নিজস্ব ওয়েবসাইটের প্রয়োজন হবে যাতে আপনি অনলাইনে অর্ডার এবং পেমেন্ট পেতে পারেন। অথবা কোনো মার্কেটপ্লেসের সাহায্যেও ওয়েব ডিজাইনিং ব্যবসাটি শুরু করতে পারেন।

একজন দক্ষ ওয়েব ডিজাইনার হওয়ার জন্য ওয়েব কন্টেন্ট, নেভিগেশন এবং এসইও সম্পর্কে ভালো ধারণা রাখা অপরিহার্য।

শেষ কথাঃ

প্রিয় পাঠক, প্রত্যেক মুসলমানের জন্যই একটি হালাল ব্যবসা বেছে নেওয়া খুবই প্রয়োজন। এজন্য অবশ্য হালাল ব্যবসার আইডিয়া থাকা অপরিহার্য। এই ব্লগে আমরা চেষ্টা করেছি ১০ টি হালাল বিজনেস আইডিয়া দেওয়ার জন্য। এই ব্যবসাগুলো হালাল হওয়ার পাশাপাশি লাভজনকও বটে।

হালাল ব্যবসার ফজিলত সম্পর্কে সকলেই কম-বেশি জানেন। ইসলামি শরিয়তে হালাল ব্যবসার প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং হালাল ব্যবসা হোক জীবিকা অর্জনের পাথেয়। আর হ্যাঁ, উপরোক্ত হালাল ব্যবসার তালিকা থেকে আপনার জন্য যে কোনটা বেছে নিতে পারেন।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.