Islamic Life | ইসলামিক জীবন

দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ

দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ
Written by IT Nirman

দোয়া কুনুত কখন পড়তে হয় তা জানতে এবং দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও এর অর্থসহ শিখতে সাধারণ মুসলমানদের প্রায় সকলেই আগ্রহী। কেননা, নামাজে পড়া দোয়াগুলোর মধ্যে দোয়া কুনুত অন্যতম।

রাসূল (স.) বিতরের নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতেহার সঙ্গে সূরা মিলানোর পর দোয়া কুনুত পাঠ করতেন। আল্লাহর সাহায্য প্রার্থনায় নামাজের বাহিরেও তিনি দুয়ায়ে কুনুত পাঠ করতেন।

দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ

দোয়া কুনূত একটি ইসলামিক দোয়া যা সালাতের সাথে পাঠ করা হয়। এটি আরবি এবং বাংলা দুটি ভাষায় দেওয়া হল:

দোয়া কুনুত আরবি:

اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق

দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ওয়া-নাস্তাগফিরুকা, ওয়া-নূ’মিনুবিকা, ওয়া- নাতা ওয়াক্কালু আলাইকা, ওয়া-নুসনী আলাইকাল খাইর, ওয়া-নাশকুরুকা, ওয়ালা নাক ফুরুকা, ওয়া নাখলাঊ, ওয়া নাত রুকু, মাই ইয়াফজুরুকা।

আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়ালাকানুসাল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু, রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা, ইন্না আজাবাকা বিল-কুফ্ফারি মুলহিক্ক।

দোয়া কুনুত বাংলা অনুবাদ:

হে আল্লাহ! আমরা তোমার সাহায্য চাই। তোমার মাগফিরাত চাই। তোমার প্রতি বিশ্বাস করি। তোমার ওপর ভরসা করি এবং মঙ্গল তোমার দিকেই ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, এবং অকৃতজ্ঞ হই না।

হে আল্লাহ, আমরা তোমার পূজা করি। তোমারই জন্য সালাত আদায় করি এবং তোমাকেই সিজদা করি। আমরা তোমারই দিকে দৌঁড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি। আর তোমার আজাব কাফেরদের জন্য নির্ধারিত।

দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি

বিতর নামাজে দোয়া কুনুত পাঠ করতে হয়। কিন্তু আমাদের অনেকেই দুআ কুনুত পাড়ি না। এজন্য দোয়া কুনুত এর বিকল্প খুঁজতে শুরু করি। অথচ, দোয়ায়ে কুনুত শেখা খুব বেশি কঠিন নয়। কয়েকটি ধাপ অনুসরণ করলেই শেখা সম্ভব।

  • আরবি না পারলেও দুআ কুনুত বাংলা উচ্চারণ কয়েকবার মনোযোগ দিয়ে পড়ুন।
  • বাংলা উচ্চারণেই শেখার চেষ্টা করুন। (যদিও বাংলা উচ্চারণে শেখার ক্ষেত্রে উচ্চারণগত কিছু ভুল হবে, তবে প্রাথমিক পর্যায়ে শেখার জন্য এতে সমস্যা নেই।)
  • দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণে শেখা হয়ে গেলে তারপর আরবি উচ্চারণের প্রতি ফোকাস করুন। অর্থাৎ, উচ্চারণ শুদ্ধ করতে চেষ্টা করুন।
  • ইউটিউব প্লাটফর্মে দোয়া কুনুত আরবি – বাংলা উচ্চারণ সহ ভিডিও পাওয়া যায়। সেই ভিডিও গুলো দেখে সঠিক ও শুদ্ধ উচ্চারণ শিখে নিন।

আমরা আপনাকে দোয়া কুনূত সঠিকভাবে উচ্চারণ সহ শেখার জন্য একজন ইসলামি জ্ঞানী ব্যক্তির কাছে যাওয়ার পরামর্শ দিই বা একজন আলিম বা মাওলানার সাথে যোগাযোগ করার আহব্বান জানাই।

এই ধাপ গুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই দোয়া কুনুত শিখতে পারবেন। এই দোয়াটি শেখা আপনার জন্য অপরিহার্য কর্তব্য।

সচারাচর প্রশ্নঃ

(ক) দোয়া কুনুত কখন পড়তে হয়?

উত্তরঃ দোয়া কুনুত বিতরের নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলানোর পর পড়তে হয়।

(খ) বিতর নামাজে দোয়া কুনুত পড়া কি ওয়াজিব?

উত্তরঃ আলেমগণের মধ্যে এই ব্যাপারে মতানৈক্য রয়েছে। বেশিরভাগ আলেমগণ ওয়াজিব বলেছেন, আবার কেউ কেউ সুন্নত বলেছেন।

(গ) দোয়া কুনুত কোন সূরার অংশ?

উত্তরঃ এটি কুরআনের কোন সূরার অংশ নয়। এটি একটি স্বতন্ত্র দোয়া।

(ঘ) বিতর নামাজে দোয়া কুনুত না পারলে কি পড়তে হবে?

উত্তরঃ দোয়া কুনুত বিতরের নামাজেরই একটি অংশ। এটি অবশ্যই পড়া উচিত। এটি বিতরের নামাজে পড়া ওয়াজিব বা সুন্নত। সুতরাং, গুরুত্বের সাথেই পড়া কর্তব্য।

যদি কেউ দোয়া কুনুত না পারেন, তবে শেখার চেষ্টা করতে হবে। উপরে দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ দেওয়া হয়েছে। নওমুসলিম বা নতুন নামাজিরা অবশ্যই শেখার চেষ্টা করবেন।

আলেমগণদের কেউ কেউ বলেন, নওমুসলিম বা নতুন নামাজিরা যদি দোয়া কুনুত না পারে, তবে এর পরিবর্তে যে কোন দোয়া পড়তে পারবে, তবে অবশ্যই তাকে দোয়া কুনুত শেখার চেষ্টা অব্যাহত রাখতে হবে।

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment