Islamic Life | ইসলামিক জীবন

আলহামদুলিল্লাহ অর্থ কি? কখন বলতে হয়? (ছবি সহ)

বিভিন্ন ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বাক্যটির ব্যবহার করে থাকি। কিন্তু আলহামদুলিল্লাহ এর অর্থ কি এবং আলহামদুলিল্লাহ বাক্যটি কখন বলতে হয় তা অনেকেই জানি না। তারা জেনে নিতে পারেন

”আলহামদুলিল্লাহ” বাক্যটি একটি প্রশংসাসূচক বাক্য। যা স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে মুখে উচ্চারণ করা হয়। এই বাক্যটি মুসলমানগণ দৈনন্দিন জীবনে প্রায়শই ব্যবহার করে। কিন্তু আলহামদুলিল্লাহ অর্থ কি এবং আলহামদুলিল্লাহ কখন বলতে হয় তা অনেকেই জানে না।

”আলহামদুলিল্লাহ” বাক্যটি একটি দোয়া ও জিকিরও বটে। মুসলমানদের পাশাপাশি আরবি ভাষাভাষী অ-মুসলিমরাও এই বাক্যটি পাঠ করে। আলহামদুলিল্লাহ এর ফজিলতের বর্ণনা বিভিন্ন হাসিদগ্রন্থে উল্লেখ রয়েছে। আজ আমরা আলহামদুলিল্লাহ বাক্যটি সম্পর্কে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ অর্থ কি?

আলহামদুলিল্লাহ বাক্যটি মূলত আরবি ভাষা থেকে গৃহীত। আরবিতে ٱلْحَمْدُ لِلَّٰهِ‎‎, যার বাংলা অর্থ হলো- “সমস্ত প্রশংসা মহান আল্লাহর”। আবার কখনও কখনও ”আল্লাহকে ধন্যবাদ” এই অর্থে অনুবাদ করা হয়।

আরও পড়ুনঃ রমজানের ৩০ রোজার ফজিলত

ٱلْحَمْدُ لِلَّٰهِ‎‎ বাক্যটির তিনটি মূল অংশ রয়েছে। যেমন –

  • ٱلْ – নির্দিষ্ট কোন কিছুকে বোঝাতে, ইংরেজি “The” এর মত।
  • حَمْدُ – (উ ), এর আক্ষরিক অর্থ “প্রশংসা”, “ধন্যবাদ”।
  • لِلَّٰهِ‎‎ – পদান্বয়ী অব্যয় + বিশেষ্য আল্লাহ। লি- একটি সম্প্রদানকারী অব্যয়।

ٱلْحَمْدُ لِلَّٰهِ‎‎ বাক্যটি মহাগ্রন্থ আল কুরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ রয়েছে। আলহামদুলিল্লাহ এর অর্থ -“সমস্ত প্রশংসা মহান আল্লাহ তা’আলার জন্য”।

আলহামদুলিল্লাহ কখন বলতে হয়?

সাধারণ ভাবে “আলহামদুলিল্লাহ” বাক্যটি আল্লাহর প্রশংসা বা কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে বলা হয়। আবার এই বাক্যটি ”হাঁচির দোয়া” হিসেবেও ব্যবহৃত হয়।

”আলহামদুলিল্লাহ” বাক্যটি ব্যবহারের ২টি সহজ উদাহরণঃ –

সংলাপ –

(ক) ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

(খ) ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।

(ক) কেমন আছেন ’খ’ ভাই?

(খ) ভালো আছি, ”আলহামদুলিল্লাহ”! আপনি কেমন আছেন?

(ক) আমিও ভালো আছি, ”আলহামদুলিল্লাহ”!

আরও পড়ুনঃ ১০ টি হালাল ব্যবসার আইডিয়া।

হাঁচির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এর ব্যবহার –

হাঁচির দোয়া হলো ”আলহামদুলিল্লাহ”। অর্থাৎ আপনি যখন হাঁচি দেবেন তখন ”আলহামদুলিল্লাহ” বলবেন।

আলহামদুলিল্লাহ আরবি লেখা ছবি

আলহামদুলিল্লাহ আরবি – ٱلْحَمْدُ لِلَّٰهِ‎‎

আলহামদুলিল্লাহ আরবি লেখা ছবি
আলহামদুলিল্লাহ আরবি লেখা ছবি

আলহামদুলিল্লাহ ইংরেজি বানান

ٱلْحَمْدُ لِلَّٰهِ‎‎ বাক্যটিতে অনেকেই ইংরেজিতে লিখতে ও বলতে চায়। তারা যেভাবে এই বাক্যটি ইংরেজিতে লিখবেন – Al-Hamdu Lillah অথবা Alhamdulillah.

আলহামদুলিল্লাহ বাক্যটির ইংরেজি অনুবাদঃ All praise is due to Allah alone.

আলহামদুলিল্লাহ পিকচার

আলহামদুলিল্লাহ পিকচার বাংলা
আলহামদুলিল্লাহ পিকচার বাংলা
আলহামদুলিল্লাহ ছবি বাংলা
আলহামদুলিল্লাহ ছবি বাংলা

শেষ কথাঃ

এক হাদিসে এসেছে সর্বোত্তম প্রার্থনা হলো ”আলহামদুলিল্লাহ”। অন্য হাদিসে আল্লাহ তাঁর বান্দার প্রতি সন্তুষ্ট হন, যে বান্দা ”আলহামদুলিল্লাহ” বলে। -আবু দাউদ

প্রিয় পাঠক, আলহামদুলিল্লাহ এর বহু ফজিলত রয়েছে। বিভিন্ন হাদিস দ্বারা তা প্রমাণিত। সবসময় স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশে ”আলহামদুলিল্লাহ” পাঠ করুন।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
× How can I help you?

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker!