প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, উক্তি ও কবিতা

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, উক্তি ও কবিতা

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাসঃ –  প্রবাসীরা হলো রেমিট্যান্স যোদ্ধা। তাদের কষ্ট ও শ্রমের বিনিময়ে দেশের জিডিপি সমৃদ্ধ হয়। প্রবাসীরা যদিও নিজ পরিবারের জন্য রেমিট্যান্স পাঠায়। –

তবে প্রকৃতপক্ষে এই রেমিট্যান্স দেশের সকল মানুষই উপভোগ করে। দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে তারা নিজ দেশের মানুষের কল্যাণে নির্দ্বীধায় কাজ করে যাচ্ছে। তবুও তারা বিভিন্ন ভাবে আমাদের মাঝে অবহেলিত।

প্রবাসীদের কষ্টের কথা কেউ বুঝতে চায় না, শুনতে চায় না প্রবাসীদের কষ্টের গান। এই অবহেলিত যোদ্ধারাই যে আমাদের জীবিকা নির্বাহের বড় যোগানদাতা, তা আমরা অনায়াসেই ভুলে যাই।

আরো পড়ুনঃ পরিবার নিয়ে উক্তি, বাণী ও স্ট্যাটাস

কত অকৃতজ্ঞ আমরা! প্রবাসীদের কষ্টের কথাগুলোই আজ আপনাদের সামনে তুলে ধরেছি। যেই কথাগুলো সকলের হৃদয়েই আঁচড় করবে বলে মনে করি।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

০১. বিদেশের মাটি যত সচ্ছলতাই দান করুক বিশ্বাস ও তৃপ্তি দিতে পারে না। – ওয়াল্টার লিন্ডসে

০২. বিদেশে সুখ পাওয়া যায়, শান্তি ও স্বস্তি পাওয়া যায় না। – হাসান জামিল

০৩. প্রবাস যেনো একটি ভিন্ন গ্রহ, যেখানে মা-বাবা, ভাই-বোন বলে কেউ থাকে না।

০৪. প্রবাসীদের কাছে ’ঈদ’ নামক শব্দটি কালের আবর্তনে অপরিচিত হয়ে যায়, অন্যরা যখন ঈদ আনন্দে মেতে উঠে তখনও প্রবাসীদের কাছে ‘ঈদ আনন্দ’ যেনো একটি অপরিচিত বাক্য।

০৫. জীবন নামক যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রবাস কর্মীরা লড়ে যায়। যে যুদ্ধে নিজেকে একাই লড়তে হয়, আর বাকি সবাই দর্শক ও প্রতিদ্বন্ধীর ভূমিকা পালন করে।

আরো পড়ুনঃ বিশ্বাস নিয়ে উক্তি, বাণী এবং স্ট্যাটাস

০৬. পৃথিবীটা যদি একটি খেলার মাঠ হয়, তবে সেই মাঠের খেলোয়াড় হলো প্রবাসীরা। রক্ত-ঘাম তাদেরই ঝরে; দর্শক হিসেবে পরিবার উপভোগ করে আর বাকি সবাই ক্রেডিট নেয়।

০৭. প্রবাসীরা মোমবাতির মতো। যে নিজে জ্বলে জ্বলে নিঃশেষ হয় কিন্তু পরিবারকে আলোকিত করে যায়।

০৮. প্রবাসীসের রক্ত-ঘামে অর্জিত টাকা দেশের জিডিপিতে যুক্ত হয়, দেশের মানুষ তা স্বাচ্ছন্দ্যে উপভোগ করে। অথচ, প্রবাসীদের প্রতি মানুষের দুঃব্যবহার আজও থামেনি।

প্রবাসীদের কষ্টের কবিতা

প্রবাসী মানে এক কষ্টের নদী
যে নদীতে বাটা থাকে চলে নিরবধি,
সুখ নেই সে নদীর থাকে লোনা পানি
রাত দিন হতে হয় কত হয়রানি।

সে নদীর সুখ আর জোয়ার মানে-
পারিশ্রমিক পায় ব্যাথার দানে,
সেই সুখ উপভোগ করে পরিবার
প্রবাসী জীবনটা যেনো হাহাকার।

রাত কাটে চিন্তায় কাজে কাজে দিনটা
দেশের জন্য তারা ধরে দেয় জানটা,
তবুও তাদের প্রতি কত অবহেলা
এ যেনো অবিরাম মরণ জ্বালা।

কোটি টাকা রেমিট্যান্স আসে জিডিপিতে
তবে অবিচার হবে কেন তাদের সাথে
দেশের জন্যে যদি প্রেম থাকে কারো
সেই প্রেমে প্রবাসীরাই আসল হিরু।

আরো পড়ুনঃ জীবনের অভিজ্ঞতা নিয়ে উক্তি ও স্ট্যাটাস

প্রিয় পাঠক, আশাকরি প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস গুলো সকলের হৃদয়ে একটু হলেও নাড়া দিয়েছে। প্রবাসীরা আমাদেরই কেউ। কারো বাবা, কারো ভাই, কারো বন্ধু বা আত্মার আপনজন।

আমাদের উচিত, প্রবাসীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার। তাদের দুর্দিনে এগিয়ে যাওয়ার। রাস্ট্রীয়ভাবে তাদের জন্য সকল সেবা নিশ্চিত করা সময়ের দাবী। এটা সকল প্রবাসী বন্ধুদের হৃদয়ের কথা।

আপনিও যদি প্রবাসীদের একজন হয়ে থাকেন, তবে আপনার প্রতি সালাম। আপনার মনের কথা গুলো এই ওয়েবসাইটে প্রকাশ করতে আমাদের ফেসবুক পেজে নক দিন। ধন্যবাদ

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.