জীবনের গল্পলাইফস্টাইল

জীবনের অভিজ্ঞতা নিয়ে উক্তি ও স্ট্যাটাস

জীবনের প্রতিটি মূহুর্তই নতুন নতুন অভিজ্ঞতার জন্ম দেয়। কখনও সুখ, কখনও কষ্ট আর কখনও হতাশা বা সফলতার মধ্য দিয়ে তৈরি হয় অভিজ্ঞতার ভিত্তি।

মনীষীগণ অভিজ্ঞতা নিয়ে উক্তি করতে গিয়ে জীবনের প্রতিটি মূহুর্তকেই স্বরণীয় করে রেখেছেন। যা আমরা বাণী হিসেবে জানি। আর এই ধরণের বাণীতে রয়েছে আমাদের জন্য শিক্ষা।

আজ আমি বিশ্ব বিখ্যাত বিভিন্ন মনীষীদের অভিজ্ঞতা নিয়ে কিছু কথা বা উক্তি আপনাদের সামনে উপস্থাপন করবো। যেগুলো আমাদের নিজস্ব অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

অভিজ্ঞতা নিয়ে উক্তি

০১. শান্তি এবং যুদ্ধ উভয় ক্ষেত্রেই অভিজ্ঞতা শিক্ষকের মতো কাজ করে। – জন লিলি

০২. আমার জ্ঞান আর কিছুই নয়, কবেল অতীতের সঞ্চিত অভিজ্ঞতা। -অ্যারিস্টটল

০৩. বাস্তব অভিজ্ঞতা দ্বারা যে জ্ঞান অর্জন সম্ভব, পুস্তকের সীমাবদ্ধ গণ্ডীতে তা সম্ভব নয়। – লুসি লারকাম

০৪. যত বেশি বাঁচবে তত বেশিই হৃদয় বিদারক অভিজ্ঞতা ঘটবে। -এডমন্ড বার্ক

আরও পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

০৫. একজন লোকের জ্ঞানের পরিধি তার অভিজ্ঞতা দ্বারা খণ্ডায়িত করা যায় না। -জন লক

০৬. অভিজ্ঞতা হচ্ছে সুন্দর মজবুত দালান তৈরির উপকরণের মতো। – ম্যানিলিয়াস

০৭. অভিজ্ঞতা হলো দুঃখ কষ্টের নির্যাস। – আর্থার হেল্পস

০৮. বৎসর হিসেবে অভিজ্ঞতার হিসেবে করা অর্থহীন। – ইরাসমুস

০৯. অনেক সময় বিদ্যার চেয়ে অভিজ্ঞতাই বেশি কাজে লাগে। – জে, আর লাওয়েল

১০. অভিজ্ঞতা জ্ঞানকে ছাপিয়ে প্রকাশ পায়। – ম্যানিলিয়াস

১১. অভিজ্ঞতা কাজকে উৎসাহিত করে। – ডাবলিউ এস ল্যান্ডার

১২. অভিজ্ঞাকে সঞ্চয় করে অনেক মহৎ কাজ করা যায়। – জোসেফ রউক্স

১৩. বৃদ্ধদের প্রতি অবজ্ঞা পোষণ করো না, কারণ অভিজ্ঞতার মূল্য অনেক। – ডাব্লিউ বি র‌্যান্ডস

১৪. অভিজ্ঞতা দ্বারা লব্ধ জ্ঞান অত্যন্ত মূল্যবান। – রজার এ্যাসথাম

১৫. অভিজাত আনন্দ লাভের জন্য অভিজ্ঞতার প্রয়োজন। – জর্জ সানতানিয়ান

১৬. বয়সের সঙ্গে অভিজ্ঞতা বাড়ে। অভিজ্ঞতার দামও কোনো অংশে কম নয়। – গোল্ড স্মিথ

১৭. অভিজ্ঞতা ব্যতীত আকাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না। – জর্জ সানতাসিয়ান

আরও পড়ুনঃ বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র (নমুনা কপি)

১৮. অভিজ্ঞতা একটি উত্তম বিদ্যালয়। – হাইনে

১৯. অভিজ্ঞতা হলো নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে প্রমাণ করার একটি স্তম্ভ। -নাজিরুল ইসলাম নকীব

২০. অভিজ্ঞতা যেন একটি উজ্জ্বল লণ্ঠনের দীপ্তির মতো যা ছিলই, হয়ত বা একটু আবছা, তাকে অকস্মাৎ মনের মধ্যে স্পষ্ট করে তোলে। – ওয়ালটার দ্য লা মেয়ার

প্রিয় পাঠক, ‘অভিজ্ঞতা নিয়ে উক্তি’ এর মানে হলো বাস্তবতার একটি ভয়ঙ্কর রূপ প্রদর্শন। মানুষের বেশির ভাগ অভিজ্ঞতা দুঃখ-কষ্ট ও হতাশাকে ঘীরে। সুখের অভিজ্ঞতা খুবই কম।

যারা জীবনে দুঃখ -কষ্টকে জয় করতে পেরেছে, তাদের হতাশা বলতে কিছু নেই। সুখ -দুখ এবং পাওয়া -না পাওয়ার নামই হলো জীবন। এরই মধ্যে যারা নিজ স্রষ্টার উপর ভরসা রাখে, তারাই সফলকাম।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
× How can I help you?

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker!