জীবনের গল্পলাইফস্টাইল

বিশ্বাস নিয়ে উক্তি, বাণী এবং স্ট্যাটাস

বিশ্বাস নিয়ে উক্তি: বিশ্বাস এমন একটি অমূল্য সম্পদ, যা কখনই কিনতে পাওয়া যায় না। বিশ্বাস হলো মনের ভিত। মানুষকে বিশ্বাস করতে কোনো কৌশলের প্রয়োজন হয় না।

মানুষ এমনই একটি প্রাণী, যে বিশ্বাস নিয়ে সবচেয়ে বেশি খেলা করে। অথচ, বিশ্বাসই হলো বিশ্বস্ততার প্রতীক। বিশ্বাসের অপর আরেকটি নাম হলো ঈমান।

জীবন চলার পথে মানুষের মধ্যে বিভিন্ন ভাবে বিশ্বাস -অবিশ্বাসের জায়গা তৈরি হয়। এটাই সমাজের নিয়ম এবং এখানেই শত্রু -মিত্রুর পরিচয় ঘটে।

আরো পড়ুনঃ অতীত নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাণী

কোনো মানুষ যদি তার সততাকে প্রধান্য দিয়ে চলাফেরা করে, তবে সে অন্যের মনে বিশ্বাসের জায়গা তৈরি করে নিতে পারে। আর যারা সততাকে জলাঞ্জলি দেয়, তারা কখনই কারো বিশ্বস্ত হতে পারে না।

বিশ্বাস নিয়ে উক্তি, বাণী এবং স্ট্যাটাস

০১. খোদার উপর বিশ্বাস এমনি একটি আলো, যার আলোতে ভালো মন্দের স্বরূপ সুস্পষ্টরূপে চোখে পড়ে। – আবুল কাসেম যারকামি

০২. বিশ্বাসই হচ্ছে জীবনের শক্তি। – টলস্টয়

০৩. পাখি যখন উড়ে তখন তার ডানার উপর বিশ্বাস রেখেই উড়ে। – ডরথি বেরি

০৪. বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। – প্রবাদ

০৫. যে নিজের প্রতি বিশ্বস্ত নয়, অন্যের বিশ্বাস সে সহজেই ভাঙতে পারে। -রোজটেরি কুক

০৬. তোমার বিশ্বাস পরিপূর্ণভাবে কারো কাছে গচ্ছিত রেখো না। -স্যার মিচেল ফষ্টার

০৭. প্রত্যেক লোকের তার কর্মক্ষমতার উপর বিশ্বাস রাখা উচিত। -উইলিয়াম ব্ল্যাক

০৮. বিশ্বাস হচ্ছে ভালোবাসার শক্তি। -টলস্টয়

আরো পড়ুনঃ জীবনের অভিজ্ঞতা নিয়ে উক্তি ও স্ট্যাটাস

০৯. যে নিজের উপর বিশ্বাস রেখে প্রার্থনা করে না, সে নিজেই দ্বিধাগ্রস্ত, তার প্রার্থনা আদৌ পূরণ হবে কিনা তা-ও সে জানে না। -ফিলিপস ব্রুক

১০. সন্দেহ করার চেয়ে বিশ্বাস করাটাই সহজ যদিও আমরা তার উল্টোটাই করে থাকি। – ই, ডি, মার্টিন

১১. যার উপর বিশ্বাস নেই তার সম্মানও নেই, সে আমার কাছে মৃত। হুইটিয়ার

১২. বিশ্বাস কী? যা আমরা দেখতে পাই না। আশা কি? একটি বৃহৎ  জিনিস যা মানুষকে দুঃখ কষ্টের মধ্যের বাঁচার অনুপ্রেরণা দেয়। – ইরাস মুস

১৩. একবার যে বিশ্বাস ভঙ্গ করে তার চারিদিকে বিশ্বাস আর সহজে দানা বেঁধে উঠতে পারে না। – ক্রিস্টিনা রসেটি

১৪. বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। -মিলটন

১৫. সুন্দর বিশ্বাসগুলো কখনো কখনো সুন্দর সময় উপহার দেয়। – আর ডব্লিউ গিল্ডার

১৬. বিশ্বাসের প্রধান অংশ হচ্ছে ধৈর্য। – ক্রিস্টিনা রসেটি

১৭. পাখি যখন প্রথমে উড়তে শিখে বিশ্বাসই তখন তার একমাত্র অবলম্বন থাকে। – পি, জে, বেইলি

১৮. বিশ্বাস যেখানে আছে সেখানে কোনো কৌশল কাটানো উচিত নয়। – হুইটার

১৯. মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত বিশ্বাসের অমর্যাদা করো না। – থিওডোর রুজভেল্ট

আরো পড়ুনঃ নিজেকে নিয়ে উক্তি বা নিজেকে নিয়ে স্ট্যাটাস

২০. শত্রুকে বিশ্বাস করার মতো বোকামি আর নেই। – জন গিলবাট

২১. বিশ্বাস মানে ভালোবাসা এবং বিশ্বাস হলো কোনো কিছুকে মেনে নেওয়া। – নাজিরুল ইসলাম নকীব

২২. ধ্বংসের মধ্যেও মহৎ বিশ্বাস অমলিন থাকে। – টমাস কোম্পস

২৩. বিশ্বাস যাকে করা যায় না, তার সাথে গড়ে ওঠা হৃদ্যতার ভিত কখনো মজবুত হয় না। – প্লাউটাস

২৪. প্রত্যেক মানুষের বিশ্বাস তার নিজের নিকট সঠিক। – কুপার

২৫. কেউ যদি তার সততাকে প্রধান্য দিয়ে চলাফেরা করে, তবে সে অন্যের বিশ্বাসে বিশ্বস্ত। আর যারা সততাকে জলাঞ্জলি দেয়, তারা কখনই কারো বিশ্বস্ত হতে পারে না। – নাজিরুল ইসলাম নকীব

২৬. মানুষের মন কাচের মতন, ভেঙে গেলে হয়না গঠন, আর হলেও হয়না সেই আগের মতন। – প্রবাদ

শেষ কথাঃ

প্রিয় পাঠক, সততাই বিশ্বাসের মূল ভিত্তি। মানুষকে বিশ্বাস করতে হলে প্রথমেই তার সততা দেখতে হবে। যে যতবেশি সততার অধিকারী সে তত বেশিই বিশ্বস্ত। এটাই বাস্তব অভিজ্ঞতা।

আরো পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

প্রায় মানুষের জীবনে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আর এই অভিজ্ঞতা গুলো নিঃসন্দেহে আত্মনির্ভরতা এবং আত্মবিশ্বাসী হতে সহযোগিতা করে।

তাই জীবনে যদি কারো থেকে কষ্ট পেয়ে থাকেন, তবে মনে করবেন এটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য স্রষ্টা প্রদত্ত এক অসীম নিয়ামত! এটাই আপনার সফলতার জন্য বড় এডভান্টেজ। তবে তারা ব্যতীত –

যারা কারো থেকে কষ্ট পেয়ে আরও ভয়ঙ্কররূপে কষ্টকে তার কাছে ফিরিয়ে দিতে চায়। প্রতিশোধের আগুনে জ্বলে, এমন লোকদের জন্য  কষ্ট পাওয়ার মানে হলো নিজেকে আরও ভেঙে ফেলা, পিছিয়ে পড়া।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
× How can I help you?

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker!