পড়াশোনা সাধারণ জ্ঞান

১০ টি ফুলের নাম বাংলা ও ইংরেজিতে

১০ টি ফুলের নাম বাংলা ও ইংরেজিতে
Written by IT Nirman

ফুলের উপমা ফুল নিজেই। ফুল আমাদের সবারই পছন্দ। ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফুলের ভালোবাসা পেতেই তো আমরা বিভিন্ন ফুলের নাম জানতে চাই। এখানে ১০ টি ফুলের নাম রয়েছে।

এই ফুলগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ফুটে। তাই এগুলোকে বিদেশী ফুল বা দেশীয় ফুল হিসেবে মনে করা যেতেই পারে।

আজ আমরা কোন অজানা ফুলের নাম এই তালিকায় উপস্থাপন করিনি। আমার-আপনার বাড়ির পাশেই ফুটে এমন কিছু প্রিয় ফুলের নাম, যেগুলো দেখতে অনেক সুন্দর, এমন কিছু ফুলের নামের তালিকাই এই ব্লগে উপস্থাপন করা হয়েছে।

১০ টি ফুলের নাম বাংলা ও ইংরেজি

১. শাপলা – Water lily (বাংলাদেশের জাতীয় ফুল)

২. সূর্যমুখী – Sun flower

৩. কৃষ্ণচুড়া – Gulmohor

৪. রজনি গন্ধা – Tube-rose

৫. হাসনাহেনা – Night Queen

৬. শিউলী – Night-iasmine

৭. মাধবী লতা – Madhobi lata

৮. কামিনী – China-box

৯. গোলাপ – Rose

১০. ডালিয়া – Dahlia

১১. গন্ধরাজ – Gardenia

১২. পদ্ম – Lotus

১৩. কাঠ গোলাপ – Wood champa

১৪. জিনিয়া – Zinnia

১৫. কদম – Kadamba

ফুলের সুন্দর্যের উপমা নেই। ফুল দেখতে যেমন সুন্দর, তার চরিত্র ও ঘ্রাণও তেমনী সুন্দর। ফুল সদা-সর্বদা সৃষ্টিকূলের প্রতি ভালোবাসা বিলায়। তার ভালোবাসা পেতে প্রজাপতি, মৌমাছি ও বোলতার দল সর্বদা মেতে থাকে।

তবে মানুষ কেন নয়; মানুষ তো সুন্দর্যের পূজারী, ফুলের সুন্দর্য প্রতিটি মানুষের হৃদয়ে ধোলা দিয়ে যায়। প্রেম আকর্ষণ করে।

সুন্দর্যের পূজারী সেই মানুষগুলোর জন্য ৫ টি নয়, ১০ টি নয়, ১৫ টি ফুলের নাম বাংলা ও ইংরেজিসহ উপস্থাপন করেছি। আশাকরি সকলের ভালোই লাগবে।

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment