ব্যবহার নিয়ে উক্তিঃ মানুষ সামাজিক প্রাণী। তাই জীবন চলার পথে একে অপরের শরণাপন্ন হতে হয়। সামাজিক ভাবে মানুষের সাথে চলাফেরা করার জন্য উত্তম ব্যবহার অপরিহার্য।
আমরা সকলেই অন্যের থেকে ভালো ব্যবহার আশা করি। কিন্তু কখনও কি ভেবে দেখেছি আমি নিজে অন্যের সাথে কিরূপ আচরণে লিপ্ত? আমি -আপনি আমরা অনেকেই এটা চিন্তা করি না।
অথচ, সুন্দর ও ভালো ব্যবহার নিয়ে উক্তিগুলো আমাদের কাছে কতইনা ভালো লাগে। উত্তম ব্যবহারের উপমা হলো ফুলের মতো, যার জীবদ্দশায় সুমিষ্ট ঘ্রাণ বিলাতে থাকে।
আর দুর্ব্যবহারের উপরের উপমা পচা বস্তুর মতো, যা থেকে শুধু দুর্গন্ধই বের হয়। সুতরাং, জীবনকে সুখময় করে তুলতে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এ-বিষয়ে মনীষীদের উক্তি।
ব্যবহার নিয়ে উক্তি
০১. সুন্দর নির্মল ব্যবহার মৃত্যুর পরও মানুষকে স্মৃতিতে স্থায়ী করে রাখে। – জর্জ মুর
০২. চমৎকার ব্যবহার আতিথেয়তার একটি গুরুত্বপূর্ণ অংশ। – এ, বি, অলকট
০৩. যে ব্যবহার জানে না, তার গর্ব করার মতো কিছুই নেই। – ডেমো ন্যাক্স
আরও পড়ুনঃ অতীত নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাণী।
০৪. নির্দয় ব্যবহার সহনশীল লোকেরও ধৈর্যচ্যুতি ঘটায়। – জেমস হুইট কন্ব
০৫. পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আচার ব্যবহার তার ক্ষমতাধীন। – বেঞ্জামিন ডিজরেইলি
০৬. ভালো ব্যবহার করতে গেলে ছোট ছোট স্বার্থ ত্যাগ করতেই হয়। – ইমারসন
০৭. মধুর ব্যবহার লাভ করতে হলে মাধুর্যময় ব্যক্তিদের সংস্পর্শে আসতে হয়। – উইলিয়াম উইন্টার
০৮. শত্রুর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করলে সে একদিন বন্ধুতে পরিণত হবে। – এডমন্ড বার্ক
০৯. উত্তম ব্যবহার সৌভাগ্য বয়ে আনে, আর মন্দ ব্যবহার দুর্ভাগ্য বয়ে আনে। আল হাদীস, আবু দাউদ ৫১৬৩
১০. অন্যের যেরূপ ব্যবহারে তুমি নিজে বিরক্ত হও, অন্যের প্রতি তুমি ভুলেও সেরূপ ব্যবহার করিও না। – কনফুসিয়াস
১১. আল্লাহর সৃষ্ট জীবের সাথে সৎ ব্যবহার করায় যে পরিমাণ খোদার সন্তুষ্টি লাভ করা যায়, তা আর অন্য কোনো পন্থায় পাওয়া যায় না। – আল হাদীস
১২. সূর্য যেমন প্রতিদিন উঠবে, বাতাস যেমন প্রতিদিন বইবে, তেমনি মৃত্যুর পরও সুন্দর নির্মল ব্যবহারের জন্য মানুষ মানুষের অন্তরে চির জাগরুক থাকবে। – ক্রোচে
আরও পড়ুনঃ জীবনের অভিজ্ঞতা নিয়ে উক্তি ও স্ট্যাটাস।
১৩. ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার, এটাকে ভালো ব্যবহার বলে না। মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহারই হলো ‘ভালো ব্যবহার ‘। – আল হাদিস
১৪. মৃত্যুর পরে যার জন্য মানুষ মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকে সে হচ্ছে তার ব্যবহার। – এডওয়ার্ড জন
১৫. মানুষের পরিচয় ব্যবহারে। মানুষ আত্মীয় হয়ে ওঠে ঘনিষ্ঠতায়। – প্রবোধকুমার সান্যাল
১৬. ব্যবহারটা এমন একটা আরশি যাতে প্রতিবিম্বের প্রতিফলন হয়ে থাকে। – গোথে
১৭. বন্ধুর সাথে এমন ব্যবহার কর যাতে বিচারের শরণাপন্ন হতে নাহয়; আর শত্রুর সাথে এরূপ ব্যবহার কর যাতে বিচারের দারস্থ হলে তুমি জয়ী হও। -প্লেটো
১৮. ভদ্রতা উন্নত চরিত্রের লক্ষণ। আর শিষ্টতা উৎকৃষ্ট ইবাদতের লক্ষণ। -হযরত আলী (রা.)
১৯. ভদ্রলোক সেই, বড় সেই, যে সত্যের উপাসক। যে মানুষকে সমাদর করে চরিত্র ও মহত্ব তার গৌরব। -শেখ সাদী
২০. সমাজে সবাই ভদ্র থাকতে চায়, কিন্তু ভদ্র আচরণ সকলের দ্বারা সম্ভব নয়। – সৌরভ মাহমুদ
আরও পড়ুনঃ নিজেকে নিয়ে উক্তি বা নিজেকে নিয়ে স্ট্যাটাস।
প্রিয় পাঠক, মানুষের সাথে ভালো ব্যবহার করা সবচেয়ে বড় মানবিক গুণ; যা অর্থ দিয়ে কেনা যায় না। ব্যবহারই আমাদের চারিত্রিক সনদ।
চারিত্রিক সনদে যার ব্যবহার উত্তম সে কতইনা ভালো মানুষ। তাকে সবাই ভালোবাসে। আর যার ব্যবহার মন্দ তার চারিত্রিক সনদ বলতে কিছুই নেই এবং সে সৃষ্টি ও স্রষ্টার কাছে খুবই জঘন্যতম অপরাধী।
চরিত্রকে সুন্দর ও নির্মল করতে রাসূল স. -এর আদর্শকে গ্রহণ করা বাঞ্ছনীয়। কারণ, তাঁর উত্তম চরিত্রের সনদ স্বয়ং স্রষ্টাই দিয়েছেন। সকলের জীবন সুখময় হোক উত্তম ব্যবহারের মধ্যদিয়ে।
Add comment