শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, সমাজে এমন লোক খুঁজে পাওয়া বিরল। আমরা পারিবারিক, আর্থিক, সামাজিক এবং অন্যান্য চিন্তায় নিজেকেই ভুলে যাই। যদি প্রশ্ন করা হয় নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে বলুন। অনেকেই পারবে না।
সত্যিকার অর্থে এটা কারো ব্যর্থতা না। মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের কারণে আমাদের চিন্তা চেতনায় সবসময় একটি চাপ থাকে, যে কারণে আমরা নিজেকেই ভুলতে বসেছি।
ইংরেজি যদিও আমাদের মাতৃভাষা নয়। তবে এটি ইন্টারন্যাশানাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে একটু হলেও ইংরেজি চর্চা আমাদের করতেই হয়।
তাছাড়া, সমাজের যে কোনো মহলে নিজের সম্পর্কে কিছু কথা ইংরেজিতে বলতে পারলে নিজের আত্মবিশ্বাসে সাহসের জায়গা তৈরি হয়। তাই আমাদের উচিত নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বাক্য মুখস্থ করা।
আরও পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়।
আমি আপনাদের জন্য নিজের সম্পর্কে ইংরেজীতে কিছু কথা নিচে উপস্থাপন করেছি। এই বাক্যগুলো মুখস্থ করে আপনিও নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলার চেষ্টা করতে পারেন।
নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে
আমি শুধুমাত্র ১০ বাক্যেই সীমাবদ্ধ রাখিনি। আপনাদের সুবিধার্থে দশের অধিক বাক্য উল্লেখ করেছি। যদি কোনো বাক্য কঠিন মনে হয়, তবে যেনো এর বিকল্প খুঁজে পান।
০১. My name is Fakhrul Islam – আমার নাম ফখরুল ইসলাম।
০২. I am from Kolkata today = আমি আজ কলকাতা থেকে এসেছি।
০৩. I live in Kishoregonj – আমি কিশোরগঞ্জে বসবাস করি।
০৪. My birth city is Chittagong – আমার জন্ম শহর চট্টগ্রাম।
০৫. Totally 4 members in my family – আমার পরিবারে মোট ৪ জন সদস্য।
০৬. My father is a farmer and my mother is a housewife – আমার বাবা একজন কৃষক এবং আমার মা একজন গৃহিনী।
০৭. We are two brothers and I am younger – আমরা দুই ভাই এবং আমি ছোট।
০৮. I am studying in National University – আমি জাতীয় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি।
আরও পড়ুনঃ জীবনের অভিজ্ঞতা নিয়ে উক্তি ও স্ট্যাটাস।
০৯. Mother is my first teacher – মা আমার প্রথম শিক্ষক।
১০. My favorite food is bread and meat – আমার প্রিয় খাবার রুটি এবং মাংস।
১১. My favorite hobby is fishing – আমার প্রিয় শখ মাছ ধরা।
১২. My favorite sport is badminton – আমার প্রিয় খেলা ব্যাডমিন্টন।
১৩. My favorite bird is Tia – আমার পছন্দের পাখি হলো টিয়া।
১৪. I want to grow up to be a successful entrepreneur – আমি বড় হয়ে একজন দক্ষ উদ্যোক্তা হতে চাই।
১৫. I read books regularly to prove myself confident – আমি নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে প্রমাণ করতে নিয়মিত বই পড়ি।
শেষ কথাঃ
প্রিয় পাঠক, যথাসম্ভব চেষ্টা করুন উপরোক্ত বাক্যগুলো বাংলা অর্থসহ মুখস্ত করার জন্যে। তারপর চর্চা করতে আপনার বন্ধু -বান্ধব বা সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথে এই বাক্যগুলো ব্যবহার করে কথোপকোথন করুন।
এতে করে ইংরেজিতে আপনার একটি ভিত্তি স্থাপন করে নিতে পারবেন। প্রথমত কঠিন মনে হলেও চেষ্টা অব্যাহত রাখুন। নিজের সম্পর্কে এই ধরণের বাক্যগুলো জীবদ্দশায় অনেক কাজে লাগতে পারে।
আরও পড়ুনঃ অতীত নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাণী।
বিশেষ করে চাকরির ভাইভা পরীক্ষায় এই ধরণের প্রশ্ন প্রায়ই আসে। তাই অবহেলা না করে নিজের সম্পর্কে এমন কিছু বাক্য আগে থেকেই রেডি বা মুখস্থ করে রাখুন। এতে আপনার উপকার হতে পারে।
যাইহোক, আশাকরি আপনারা এখন নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে অনায়াসেই বলতে পারবেন। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্ট করুন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ
Add comment