সাধারণ জ্ঞান

বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে

বিভিন্ন চাকরি ইন্টারভিউ বা ভাইভা পরীক্ষায় প্রায় ক্ষেতেই প্রশ্ন করা হয় বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বল। বেশিরভাগ সময় বাংলা ল্যাঙ্গুয়েজেই প্রশ্নটি করা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি ল্যাঙ্গুয়েজেও এই প্রশ্নের উত্তর দিতে বলা হয়।

আবার সবসময় যে ১০ টি বাক্যের কথা বলা হয় তাও কিন্তু নয়, তবে সাধারণত ৫টি / ১০টি / ১৫টি ও ২০টি বাক্যের কথায় প্রশ্নে উল্লেখ করা হয়।

আজ আমরা এই ব্লগ থেকে সহজ ও সাবলীল ভাষায় সবগুলো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। আপনার চাকরি ইন্টারভিউ বা ভাইভা পরীক্ষায় বাংলাদেশ সম্পর্কিত যে কোনো প্রশ্নই আসোক না কেন, আপনি যেন তার যথাযথ উত্তর দিতে পারেন।

আরও পড়ুনঃ রেমিট্যান্স কাকে বলে? বাংলাদেশের রেমিটেন্স খাত

  • বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে
  • বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে
  • বাংলাদেশ সম্পর্কে ১৫ টি বাক্য বাংলায়
  • বাংলাদেশ সম্পর্কে ২০ টি বাক্য বাংলায়

উপরোল্লেখিত প্রশ্নগুলোই মূলত চাকরি ইন্টারভিউ বা ভাইভা পরীক্ষায় করা হয়। আর এগুলোর উত্তরই নিচে প্রদান করা হলো।

বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

১. ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক ভূখন্ডটি স্বাধীনতা লাভ করে।

২. বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

৩. বাংলাদেশের জাতীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজ প্রঙ্গনে অবস্থিত।

৪. বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররক।

৫. বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।

৬. বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল -সুবজ।

৭. বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ।

৮. বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম পদ্মা।

৯. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিংঢং।

আরও পড়ুনঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

১০. বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত।

১১. বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

১২. বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু।

১৩. বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার।

১৪. বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন।

১৫. বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল।

১৬. বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল।

১৭. বাংলাদেশের জাতীয় স্মৃতি সৌধের নকশা তৈরি করেন স্থপতি মঈনুল হোসেন।

আরও পড়ুনঃ অনলাইনে ইনকাম বাংলাদেশী ওয়েবসাইট তালিকা ২০২৩

১৮. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হল ১০ : ৬

১৯. বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি ধরনের।

২০. বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা।

বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

1. The national flower of Bangladesh is Shapla. – বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।

2. Hilsa is the national fish of Bangladesh. – বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ।

3. Padma is the largest river in Bangladesh. – বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম পদ্মা।

4. Sundarbans is the national forest of Bangladesh. – বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন।

5. Doel is the national bird of Bangladesh. – বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল।

6. Jackfruit is the national fruit of Bangladesh. – বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল।

7. Dhaka is the capital of Bangladesh. – বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা।

8. The colors of the national flag of Bangladesh are red and green. – বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল -সুবজ।

9. The constitutional name of Bangladesh is ‘People’s Republic of Bangladesh’. – বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

10. Tajingdhang is the highest mountain in Bangladesh. – বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিংঢং।

প্রিয় পাঠক, আপনারা যারা চাকরি ইন্টারভিউ বা ভাইভা পরীক্ষা দিতে আগ্রহী, তারা অবশ্যই মনোযোগ সহকারে বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় এবং ইংরেজিতে মুখস্থ করে নিন। কেননা, চাকরি ইন্টারভিউ বা ভাইভা পরীক্ষায় বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন প্রায়শই করা হয়।

চাকরি ইন্টারভিউ বা ভাইভা পরীক্ষার আরেকটি কমন প্রশ্ন হলো নিজের সম্পর্কে ১০ টি বাক্য বল। এই প্রশ্নের উত্তরও আপনাকে জেনে নেওয়া উচিত। এই ধরণের প্রশ্ন গুলোকে যদিও সহজ মনে হয়, তবে প্রাক্টিক্যালি উত্তর দিতে গিয়ে বেশিরভাগ লোকই ভুল করে। এজন্য আগে থেকেই এর সঠিক উত্তর জেনে নিতে পারেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
× How can I help you?

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker!