আরবিতে সপ্তাহের নামঃ কুরআন – হাদিসের ভাষা হলো আরবি। জান্নাতের ভাষাও হবে আরবি। এজন্য আরবি ভাষার প্রতি মানুষের চিরন্তন আকর্ষণ রয়েছে। কৌতুহল বশতঃ বা শেখার উদ্দেশ্যে অনেকেই চাই আরবি সাত দিনের নাম বাংলায় শেখার জন্য।
আরবি ভাষা অত্যন্ত প্রাচীন একটি ভাষা। আরবি ভাষাকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়। যথা – ধ্রুপদী আরবি, আধুনিক লেখ্য আরবি এবং আধুনিক কথ্য বা চলতি আরবি ইত্যাদি।
তবে আরবি ৭ দিনের নামে তেমন কোন ব্যবধান বা ভিন্নতা নেই। আরবি ভাষা শিখতে হলে প্রাথমিক পর্যায়েই আপনাকে অবশ্যই আরবিতে সাত দিনের নামও শিখতে হবে।
আরও পড়ুনঃ ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম
প্রত্যেক ভাষাতেই সাপ্তাহের নাম সেই ভাষার খুবই গুরুত্বপূর্ণ অংশ। আরবি ভাষার তার ব্যতিক্রম নয়। বাংলা বা ইংরেজি সাপ্তাহের মতই আরবি সাপ্তাহিক নাম রয়েছে।
আরবি সাত দিনের নাম বাংলায় উচ্চারণ সহ
মুসলিম উম্মাহর কাছে আরবি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকলেরই উচিত আরবিতে সাত দিনের নাম (arabic 7 days name) মুখস্ত করে রাখা।
আপনাদের সুবিধার্থে আমরা আরবি সাত দিনের নাম বাংলায় উচ্চারণ সহ উপস্থাপন করেছি। আরবি সাত বারের নাম শিখতে নিচের চকটি ফলো করুন। –
আরও পড়ুনঃ আরবি ১২ মাসের নাম বাংলায়
আরবি ৭ দিনের নাম | উচ্চারণ | আরবি সাত দিনের নাম বাংলায় |
السبت | আস্ সাবত | শনিবার |
الأحد | আল্ আহাদ | রবিবার |
الأثنين | আল ইছনাইন | সোমবার |
الثلاثاء | আছ ছালাছা | মঙ্গলবার |
الأربعاء | আল আর’বা | বুধবার |
الخميس | আল খামিস | বৃহস্প্রতিবার |
الجمعه | আল জুমআহ | শুক্রবার |
অনেকেই আরবি সাত দিনের নামে يوم ইয়াওমু শব্দটি যুক্ত করে। يوم অর্থ হলো দিন। অর্থাৎ আপনি যদি আরবি 7 দিনের নামে يوم যুক্ত করে বলেন, তবে এভাবে বলতে হবে-
আরও পড়ুনঃ বাংলা ও ইংরেজিতে ইমেইল লেখার নিয়ম
আরবি ৭ দিনের নাম | উচ্চারণ | আরবি সাত দিনের নাম বাংলায় |
يوم السبت | ইয়ামুছ ছাবত | শনিবার |
يوم الأحد | ইয়ামুল আহাদ | রবিবার |
يوم الأثنين | ইয়ামুল ইছনাইন | সোমবার |
يوم الثلاثاء | ইয়ামুল ছালাছা | মঙ্গলবার |
يوم الأربعاء | ইয়ামুল আর’বা | বুধবার |
يوم الخميس | ইয়ামুল খামিছ | বৃহস্প্রতিবার |
يوم الجمعه | ইয়ামুল জু’মা | শুক্রবার |
আমাদের বাংলা ভাষায় সপ্তাহের দিনগুলো শনিবার দিয়ে শুরু হয়। কিন্তু আরবি সপ্তাহের নাম রবিবার দিয়ে শুরু হয়। যেমন –
আরও পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে (সহজ ও অর্থপূর্ণ)
- الأحد ( Al ‘ahad) তথা রবিবার ইংরেজি Sunday,
- الأثنين (A lith nayn) তথা সোমবার ইংরেজি Monday,
- الثلاثاء (Ath thu la tha’) তথা মঙ্গলবার, ইংরেজি Tuesday,
- الأربعاء (Al ar ba a’) তথা বুধবার, ইংরেজি Wednesday,
- الخميس (Al kha mis) তথা বৃহস্প্রতিবার, ইংরেজি Thursday,
- الجمعه (Al jum ah) তথা শুক্রবার, ইংরেজি Friday,
- السبت (As sabt) তথা শনিবার, ইংরেজি Saturday,
আরবি সাত দিনের নাম আরবিতে বাংলা উচ্চারণ সহ উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি আরবি ৭ দিনের নাম বাংলা উচ্চারণ সহ জানতে পেরে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ।
সারাবিশ্বে ২৮ রাষ্ট্রের সরকারি ভাষা হলো আরবি। আরবি ভাষাভাষী মানুষের সংখ্যা (আনুমানিক) প্রায় ২৯ কোটি ৫০ লক্ষ। আপনিও যদি আরবি ভাষা শিখতে চান তবে আপনাকে প্রাথমিক পর্যায়ে আরবি সাত বারের নাম (arabic 7 days name) মুখস্ত করতে হবে।
Add comment