বাংলাদেশের মানচিত্র pdf ও HD ছবি | (থানা, জেলা, বিভাগ সহ)

বাংলাদেশের মানচিত্র pdf ও HD ছবি

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কম-বেশি সকলেরই জানা। বাংলাদেশের মানচিত্র অংকন করতে বাংলা দামাল ছেলেরা সুদীর্ঘ নয় মাস যুদ্ধ করেছে পাকিস্তানি বাহিনীর সাথে। এই মানচিত্র অর্জনের পেছনে রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস, যা পৃথিবীর ইতিহাসে বিরল।

এই গৌরবোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ আমার -আপনার প্রিয় জন্মভূমি বাংলাদেশের ম্যাপ বা মানচিত্র আমাদের সকলেরই সংগ্রহে রাখা জরুরি। বিশেষ করে ৬৪ জেলার নাম সহ বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র উপজেলাসহ pdf এবং বাংলাদেশের মানচিত্র গ্রাম সহ pdf প্রয়োজন হতে পারে।

এই ব্লগ থেকে আমরা বাংলাদেশের মানচিত্র পরিচিতির পাশাপাশি HD কোয়ালিটির JPG এবং png ফরম্যাটের ছবি ও pdf Download লিংক প্রদান করবো। যা আপনার কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইল ফোনে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ মৌজা কি? মৌজা ও গ্রামের পার্থক্য

তাছাড়া, বাংলাদেশ সম্পর্কিত কুইজ, সাধারণ জ্ঞান ও বিভিন্ন প্রশ্নের উত্তর এই ব্লগে পেয়ে যাবেন। এছাড়াও, এই ব্লগ থেকে আপনারা যা যা পারবেনঃ –

  • বাংলাদেশের মানচিত্র HD ছবি
  • বাংলাদেশের মানচিত্র pdf file
  • বাংলাদেশের মানচিত্র png ছবি ইত্যাদি।

প্রদত্ত ফাইল ও ছবিগুলোর বৈশিষ্ট্য হলো – বাংলাদেশ ম্যাপ এর বিভিন্ন ভার্সনের ফাইল ও ছবি প্রদান করা হবে। যেমন –

  • বাংলাদেশের মানচিত্র বিভাগ সহ pdf ও HD Quality ছবি
  • বাংলাদেশের মানচিত্র জেলাসহ বাংলা pdf ও HD Quality ছবি
  • বাংলাদেশের মানচিত্র উপজেলাসহ pdf ও HD Quality ছবি
  • বাংলাদেশের মানচিত্র গ্রাম সহ pdf HD Quality ছবি ইত্যাদি।

বাংলাদেশের মানচিত্র পরিচিতি

বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র, যা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

আরও পড়ুনঃ অনলাইনে জমির মালিকানা যাচাই ও জমির মালিকানা বের করার উপায়

ভৌগোলিকভাবে বাংলাদেশের ম্যাপ:

বাংলাদেশের পশ্চিম সীমান্তে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর সীমান্তে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত।

বাংলাদেশের মানচিত্র pdf, HD ও PNG ছবি

লাল-সবুজ পতাকার রঙে বাংলাদেশ ম্যাপ এর একটি চিত্র। এই চিত্রটিকে আপনি pdf ও HD কোয়ালিটির ছবি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।

বাংলাদেশের মানচিত্র hd photo
বাংলাদেশের মানচিত্র hd photo

ডাউনলোডঃ (1) বাংলাদেশের মানচিত্র ছবি HD Quality | (2) বাংলাদেশের মানচিত্র png | (3) বাংলাদেশের মানচিত্র pdf

বাংলাদেশের মানচিত্র উপজেলাসহ pdf

বাংলাদেশের থানা বা উপজেলা অনুযায়ী একটি কোয়ালিটিফুল মানচিত্র। এই মানচিত্র থেকে আপনি বাংলাদেশের যে কোনো উপজেলার ম্যাপ দেখতে পাবেন। বাংলাদেশের মানচিত্র উপজেলাসহ ছবি ও পিডিএফ লিংক নিচে প্রদান করা হয়েছে।

বাংলাদেশের মানচিত্র উপজেলাসহ pdf
বাংলাদেশের মানচিত্র উপজেলাসহ ছবি

ডাউনলোডঃ বাংলাদেশের মানচিত্র থানা সহ pdf | বাংলাদেশের মানচিত্র উপজেলাসহ ছবি HD Quality

বাংলাদেশের মানচিত্র জেলাসহ বাংলা pdf

বাংলাদেশে ৬৪ টি জেলা রয়েছে। উক্ত ৬৪ জেলার নাম সহ বাংলাদেশের মানচিত্র যদি আপনার সংগ্রহে থাকে তবে আপনি উক্ত মানচিত্র দেখে বিভিন্ন জেলার অবস্থান নির্ণয় করতে পারবেন।

বাংলাদেশের ৬৪ জেলার মানচিত্র pdf এবং hd কোয়ালিটির ছবি ফরম্যাটে ডাউনলোড লিংক নিচে প্রদান করা হলো –

বাংলাদেশের মানচিত্র জেলাসহ pdf
বাংলাদেশের মানচিত্র জেলাসহ pdf

ডাউনলোডঃ (1) বাংলাদেশের মানচিত্র জেলাসহ বাংলা pdf | (2) বাংলাদেশের মানচিত্র জেলাসহ ছবি HD Quality Picture

বাংলাদেশের মানচিত্র গ্রাম সহ pdf

উইকিপিডিয়ার তথ্যমতে ১৯৯১ সালের আদমশুমারি অনুসারে, বাংলাদেশে ৬৮,০৩৮টি গ্রাম আছে। অন্য সোর্স থেকে জানা যায়, বাংলাদেশের মোট গ্রামের সংখ্যা ৮৭,৩১৯ টি।

আরও পড়ুনঃ অনলাইনে মৌজা বের করার নিয়ম

সাধারণত একটি মানচিত্রে এতগুলো গ্রামের ম্যাপ তৈরি করা অনেক কঠিনতর একটি কাজ। যা প্রায় অসম্ভব। সম্ভব হলেও ৬৮,০৩৮ বা ৮৭,৩১৯ টি গ্রামের মানচিত্র একটি ছবি বা একটি pdf ফাইল থেকে নির্ণয় করা অনেক কঠিন।

আমরা ইন্টারনেটের বিভিন্ন সোর্স ঘাটাঘাটি করেও একটিমাত্র বাংলাদেশের মানচিত্র গ্রাম সহ pdf খুঁজে পাইনি। যে কারণে উক্ত গ্রাম সহ pdf টি দেওয়া সম্ভব হয়নি। তবে কখনও যদি আমাদের সংগ্রহে আসে তবে অবশ্যই আমরা গ্রাম সহ বাংলাদেশের মানচিত্র pdf লিংক আপডেট করবো ইনশাআল্লাহ।

ডাউনলোডঃ বাংলাদেশের মানচিত্র গ্রাম সহ pdf | বাংলাদেশের মানচিত্র গ্রাম সহ ছবি HD Quality

সচারাচর সাধারণ প্রশ্নঃ

(ক) বাংলাদেশের মানচিত্রের ডিজাইনার কে?

উত্তরঃ মেজর জেমস রেনেল।

(খ) বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?

উত্তরঃ মেজর জেমস রেনেল।

(গ) বাংলাদেশের মানচিত্রের আয়তন কত?

উত্তরঃ ১ লক্ষ ৪৮ হাজার ৪৬০ বর্গ কিলোমিটার। -উইকিপিডিয়া

শেষ কথা

প্রিয় পাঠক, গৌরবোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ বাংলাদেশ সম্পর্কে জানা আমাদের অত্যন্ত জরুরি। উপরোক্ত বাংলাদেশের ম্যাপ pdf গুলো থেকে আশাকরি আপনারা নিশ্চই বাংলাদেশের বিভিন্ন অবস্থান নির্ণয় করতে পারবেন। এটাও সাধারণ জ্ঞানেরই একটি অংশ।

এই ব্লগে প্রদত্ত বাংলাদেশের মানচিত্র pdf ও HD Quality ছবি গুলো আশাকরি আপনাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে কাজে লাগবে। তাই অবশ্যই বাংলাদেশের ৬৪ জেলার মানচিত্র pdf সহ উপজেলা ও বিভাগীয় মানচিত্র আপনার সংগ্রহে রাখুন।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.