স্রষ্টা প্রেমের ইসলামিক কবিতা গুলো কাজ ভালো না লাগে! আমরা তো মহা-প্রজ্ঞাময় সেই প্রভুরই গান গাই, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তাঁর সৃষ্টিতে কোনো ভুল নেই। তিনি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং দান করেছেন জ্ঞান।
সেই পরম করুণাময় রাজ্যাধিপতির ভজনে সৃষ্টি জগতের সবকিছুই মেতে আছে। সৃষ্টির সেরাজীব হয়ে তবে আমরা কেন নয়! এক অবিনশ্বর খোদা তা’আলার গুণগান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মানে হলো নিজের অস্তিত্বকেও অস্বীকার করা।
তাই স্রষ্টা প্রেমের কবিতার মাধ্যমে আমরা মহান প্রভুর গুণগান করতে চাই। সকল গানের সেরা গান কেবলই স্রষ্টার গান। সেই গানে স্রষ্টার গুণ-কীর্তন নেই, সেই গানের প্রাণ নেই। এই ব্লগে সেরা ১০ টি নতুন ইসলামিক কবিতা উপস্থাপন করা হলো। আশাকরি ইসলামি কবিতা গুলো সকলের কাছেই ভালো লাগবে।
(১) ইসলামিক কবিতা | অগ্রপ্রাণে চলবো আমি
আল্লাহ যদি হয় গো আমার
চাইনা তো আর কিছু,
এই দুনিয়া থাক পড়ে থাক
সব রয়ে যাক পিছু।
অগ্রপ্রাণে চলবো আমি
আল্লাহকে পেয়ে,
পিছুলোকে করুক গীবত
যাবো সব যাতনা সয়ে।
এই দুনিয়া চাই না আমি
চাই যে আখের ফসল,
বিলাসীতা সবই ধোকা
পরকালই আসল।
সব বুঝেছি, তাই খুঁজেছি
পরকালের অন্ন,
এই জীবন-মরণ সবকিছুই
প্রভু তোমার জন্য।
আরও পড়ুনঃ ইসলামিক মোটিভেশনাল উক্তি
(২) ইসলামিক কবিতা | ক্ষমা কর প্রভু
বসুধায় যত পাপ আছে প্রভু
কোনোটাই নহে বাদ,
সবই করেছি প্রকাশে-গোপনে
নিয়েছি পাপের স্বাদ।
আজ বুঝেছি প্রভু করেছি ভুল
তাই চোখের জলে অনুশোচনায়
গুমরে কেঁদে উঠি বারাবার
কত পাপ করেছি যে হায়!
নিজের পাপের কারণেই তো
ধ্বংসের মুখে আজ
ক্ষমা চাই প্রভু হাশরের দিন
দিও না আমায় লাজ!
আমায় যদি ক্ষমা না কর
তবে যাব কার দ্বারে?
এইটুখানি করুণা কর হে-
এই অভাবির তরে।
তুমি জগতের প্রভু, বিধানদাতা
তোমার হাতেই তো সব ক্ষমতা
বিবিধ পাপের বোঝা নিয়ে আজ
হৃদয় কাঁদে নেক শূন্যতা।
আরও পড়ুনঃ অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী
(৩) ইসলামিক কবিতা | সর্বনাশা
জিহবা আমার সকল গোনাহ –
সর্বনাশের মূল,
এই জিহবা দিয়েই বলেছি মিথ্যে,
করেছি কত ভুল।
অন্তরে যা ভাবনা এসেছে,
জিহবা দিয়েই করেছি তার স্বাদ পূরণ।
চলা-ফেরায় বলেছি মিথ্যে-
সবকিছুই ধরার স্বার্থে,
কখনও হয়নি আমার মুখে মিথ্যার মরণ!
দুনিয়ার যত অপকর্ম,
হেঁকেছি আমার জবানে।
অন্তরে তাই কালিমার দাগ,
অসৎ স্বপ্ন নয়নে।
ভুলে ভুলেই কেটেছে জীবন,
কোরান করেছি হেলা,
হায়ত শেষে সন্ধ্যা নামবে,
আহ্! ফুরিয়ে যাচ্ছে বেলা।
তবুও আমি মত্ত-বেহুশ –
ক্ষণ দুনিয়ার আশে,
ভাবিনি কখনও হাশরে আমি-
কি জবাব দেবো স্রষ্টার সকাশে।
বেলা শেষে অবেলায় এসে
অনুশোচনার আগুনে,
পরিতাপে মরছি আজি
কত ভুল করেছি এই জীবনে!
আমার মতো হতভাগা নেই
এই অবনির বুকে,
ক্ষমা কর প্রভু মম অপরাধ,
তারপর দিও মৃত্যুর স্বাদ
মহা-প্রলয়ে করো না আমায়
লজ্জিত লোক সম্মুখে!
আরও পড়ুনঃ নিজেকে নিয়ে উক্তি বা নিজেকে নিয়ে স্ট্যাটাস
(৪) ইসলামিক কবিতা | ভজনে মেতেছে সবে
তোমার সৃষ্টিতে নেই কোনো ভুল
সৃজন তোমার সব যেনো অপ্রতুল,
সৃষ্টরা গায় তাই সৃজনের গান
তুমিই স্রষ্টা প্রভু মালিক মহান।
পাহাড়কে দিলে তুমি নির্ঝরিণী
সাগরের বুকে দিলে অথই পানি,
চাঁদকে দিলে তুমি আলো মনোরম,
বিলিয়ন তারা ফের বিবিধ রকম।
সূর্যের মাঝে দিন করেছো আলো
রাতকে দিয়েছো তুমি নিকশ কালো,
প্রশান্তি যোগাতে দিয়েছো পবন
গ্রীষ্মে ঘামে তনু -শীতে কনকন।
তোমার সৃজনের মহা-উৎসবে
ভজনে মেতেছে সবে নানা কলরবে,
জীবন ব্যবস্থায় দিয়েছো কুরআন
এ যেনো প্রভু তোমার এক মহা-দান।
কি আর গাইবো আমি নতুন করে
সব সৃজনই তো তোমাকে সরে,
আমার এই গানগুলো করিও কবুল
ক্ষমা করে দিও এই জীবনের ভুল।
আরও পড়ুনঃ ৫ টি সেরা ইসলামিক অ্যাপস
(৫) ইসলামিক কবিতা | তোমার সৃষ্টি
হে অসীম! তোমার বিচিত্র সৃষ্টিতে
কি আছে এমন আকর্ষণ,
যার প্রেমে হায় মন ছুটে যায়
হৃদয়ে হৃদয়ে করে আলিঙ্গন।
সৃষ্টির মাঝে দৃষ্টিনান্দন এক মায়াজাল
মনের ঘরে তার প্রেম আছে বহাল,
কি যে সুন্দর অপরূপ তব দান
যেদিকেই ফিরি সেদিকেই হেরি উদ্যান।
তোমার সৃষ্টির মাঝ কত বিচিত্র সাজ
অনুভূতিতে প্রেম এঁকে দেয়,
যদি তাকাই ভবে কিবা দূর নভে –
প্রতি পলকেই হৃদ কেড়ে নেয়।
সৃষ্টির কাছে তাই প্রশ্ন রাখি
পাইনি এখনো আমি তার উত্তর
যিনি সৃজন করেছে এই মহা-বিশ্ব
সেই স্রষ্টা না জানি তবে কত সুন্দর!
(বি.দ্র. : এই লিস্টে আরো ইসলামী কবিতা যুক্ত করা হবে ইনশাআল্লাহ)
আরও পড়ুনঃ অনুপ্রেরণামূলক জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি
প্রিয় পাঠক, স্রষ্টার গান সবই সুন্দর। কারণ, যেই গানে স্রষ্টার গুণ-কীর্তন আছে, সেই গান জীবন্ত। উপরোক্ত স্রষ্টা প্রেমের ইসলামিক কবিতাগুলো আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে। হয়ত ছন্দমিল বা মনের ভাব প্রকাশে অনেক দুর্বলতা আছে। তবুও যে এই গানগুলো এক মহিমাময় রাজ্যাধিপতির জন্য।
Add comment