প্রকৃতি নিয়ে উক্তি: হৃদয়ে প্রকৃতির ভালোবাসা নেই এমন সৃষ্টিই হয়ত স্রষ্টা সৃষ্টি করেননি। প্রকৃতি আমাদের পরম বন্ধু। যে বন্ধু তার স্নেহের চাদরে সকল সদস্যদের ঢেকে রাখে। এজন্যই প্রকৃতির ভালোবাসা সকল প্রাণে বিদ্যমান।
আমাদের চারপাশে দৃশ্যমান এবং অদৃশ্যমান যা কিছু আছে, সবকিছুই প্রকৃতির পরিবারের সদস্য। প্রকৃতিকে নিয়ে কবিরা লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস, শিল্পীরা এঁকেছেন আলপনা আর গীতিকার লিখেছেন গান।
প্রকৃতি সবারই ভালো বন্ধু। কিন্তু আমরা সবাই প্রকৃতির ভালো বন্ধু হতে পারিনি। যারা প্রকৃতিকে গভীর ভাবে উপলব্ধি করতে পেয়েছে তারাই প্রকৃতির প্রেমে সিক্ত এবং তারাই প্রকৃতির আসল প্রেমীক।
প্রকৃতি নিয়ে উক্তি
০১. প্রকৃতি একটা বিরাট গ্রন্থ, যার লেখক খোদা নিজে। – হারভে
০২. প্রকৃতি হচ্ছে প্রতিভাবানদের শিক্ষক। – জে, জি, হল্যান্ড
০৩. যন্ত্রণাকাতর মানুষেকে প্রকৃতি আনন্দ দান করে। – হুড
আরও পড়ুনঃ অতীত নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাণী।
০৪. প্রকৃতির ভালোবাসাই একমাত্র ভালোবাসা যা মানসিক আশা -আখাঙ্ক্ষাকে প্রতারিত করে না। – হনর ডি ব্যালজাক
০৫. প্রকৃতি সম্পর্কে জানার জন্যে প্রকৃতি নিজেই শিক্ষকের দায়িত্ব পালন করে। – নাজিরুল ইসলাম নকীব
০৬. প্রকৃতি নিয়ম মানতেও জানে আবার ভাঙতেও জানে। – সিসেরা
০৭. কখনও প্রকৃতি যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবুও মানুষ অগ্রগতির দিকে ধাবিত হয়। – রনার্ট ব্রাউনিং
০৮. প্রকৃতি যে দরজা খুলে দিয়েছে, এ ছাড়া আর কোনো দরজা নেই জ্ঞান রাজ্যে পৌঁছবার। – লুথার বারব্যাঙ্ক
০৯. মা -বাবাকে ভালোবাসা শ্রদ্ধা করা প্রকৃতির প্রথম আইন। – ভ্যালিরিয়াস ম্যাক্সিমিয়াম
১০. প্রকৃতির এমন কিছু শাসন আছে যা আমাদের প্রত্যেককে মানতে হবে। – বেকন
১১. মানুষ তর্ক করে আর প্রকৃতি কাজ করে । – ভোল্টায়ার
১২. শহরের প্রকৃতি যেখানে ময়লা, আবর্জনা ও শব্দদূষণে অপ্রসন্ন, নিশ্বাসে ধুলাবলির আক্রমণাত্বক আচরণ, গ্রামের সবুজ প্রকৃতিতে তখন আমি এক দীর্ঘ নিশ্বাস নেই। – নাজিরুল ইসলাম নকীব
১৩. প্রকৃতি বিধাতার অমূল্য দান। -টমাস
১৪. প্রকৃতি তার গোপন কথা একদিন প্রকাশ করবেই। – এলিমি ডিকেন্স
আরও পড়ুনঃ জীবনের অভিজ্ঞতা নিয়ে উক্তি ও স্ট্যাটাস।
১৫. পাহাড়ের সেই সবুজ প্রকৃতিতে হয়ত ডেটা আদান-প্রদানে নেটওয়ার্ক পাবেন না, কিন্তু সেই প্রকৃতি থেকে আপনার মেমোরিতে যে পরিমাণ ডেটা কালেক্ট করতে পারবেন, তার বিকল্প কোনো নেটওয়ার্কিং পদ্ধতি নেই। – নাজিরুল ইসলাম নকীব
১৬. প্রকৃতি কখনই তাড়াহুড়া করে না, তবুও তার সবকিছুই একসময় পূর্ণতা পায় । – লাও তজু
১৭. প্রকৃতি পশুকে বন্ধু চিনে নিতে শেখায়। – শেক্সপিয়ার
১৮. প্রকৃতির আইন সর্বক্ষেত্রেই মানব কল্যাণের জন্য নিবেদিত। – ফ্রান্সিস বেকন
২০. প্রকৃতি এমন এক পুস্কক খণ্ড যার সম্পাদক এবং প্রকাশক স্বয়ং বিধাতা। – ডাব্লিউ হেনলি
২১. প্রকৃতির ভাষা সর্বজনীন। – রিচার্ড জেফারিজ
২২. প্রকৃতি এমন এক বন্ধু, যাকে হাজার কষ্ট দিলেও পর করে দেয় না। অথচ, সেও আমার নিষ্ঠুর আচরণে কষ্ট অনুভব করে, নিরবে কাঁদে। – নাজিরুল ইসলাম নকীব
২৩. আত্মরক্ষা করা প্রকৃতির প্রথম আইন। – বাটলার
২৪. আহারের খুঁজে একিদ-ওদিক ছুটাছুটি, গোধূলির শেষ লগনে মেঘে ঢাকা সন্ধ্যার আকাশে পশু-পাখিকে পথ চেনাতে হয় না, স্রষ্টার প্রকৃতির নিয়মেই তারা পথ চিনে নেয়। – নাজিরুল ইসলাম নকীব
২৫. বিনষ্ট করো না এবং অতিরিক্ত চেয়ো না, এটা প্রকৃতির আইন। – জন গ্রান্ট
আরও পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়।
শেষ কথাঃ
প্রিয় পাঠক, আমরা সকলেই প্রকৃতির সদস্য। প্রকৃতি আমাদেরকে তার স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছে এবং দিচ্ছে অফুরন্ত ভালোবাসা।
প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদেরও কিছু কর্তব্য রয়েছে। অথচ, আমরা এই বিষয়ে সবসময় আনমনা হয়ে থাকি।
গাছপালা-পশুপাখি প্রকৃতির এক গুরুত্বপূর্ণ সদস্য। আমরা যাদের সাথে সর্বদায় নিষ্ঠুর আচরণ করি। বিনা কারণে গাছ কেটে ফেলি, পশু হত্যা করি।
অথচ, তারাও আমাদের মতো প্রকৃতির সদস্য। প্রকৃতিতে তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। সত্যিকার অর্থে আমি-আপনি, আমরা সকল সৃষ্টজীব মিলেই প্রকৃতি।
আশা করি আপনারা উপরোক্ত প্রকৃতি নিয়ে উক্তিগুলোর মাধ্যমে তা অনুধাবণ করতে পেরেছেন। স্রষ্টার প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতিকে নিজের ভাবুন। ধন্যবাদ
Add comment