আম দিয়ে বাক্য গঠন
- আমার একটি আম গাছের বাগান আছে।
- আমগাছে মকুল এসেছে।
- আম বাগানে পাখিরা কিচিরমিচির করছে।
- আম খেতে বেশ মজা।
- বাতাসে আম গুলো ঝড়ে গেছে।
আরও পড়ুনঃ যুগান্তর, কৃষক, গ্রাম, চরণ ও পতাকা দিয়ে বাক্য গঠন
জাম দিয়ে বাক্য গঠন
- জাম দেখতে কালো।
- পাকা জামের ভর্তা বেশ মজা।
- জামফল দেখতে কালো আঙুরের মত।
- জাম গাছের ডালে পাখি বাসা বেধেছে।
- ঝড়ের দিনে পাকা জাম কুড়াতে বেশ ভালো লাগে।
কাঁঠাল দিয়ে বাক্য গঠন
- কাঁঠাল দেখতে বেশ সুন্দর।
- গাছের কাঁঠাল গুলো এখনো ছোট।
- বাজার থেকে পাকা কাঁঠাল নিয়ে এসো।
- কাঁঠাল দিয়ে মাংস রান্না করেছে।
- কাঁঠাল খেতে বেশ সুস্বাদু।
আরও পড়ুনঃ তরী, মাঠ, নদী, গগন ও নবান্ন দিয়ে বাক্য গঠন
কলা দিয়ে বাক্য গঠন
- ক্লান্ত শরীরে কলা খেলে ক্লান্তি কেটে যায়।
- ঝড়ে কলাগাছ গুলো হেলে গেছে।
- কলায় অনেক পুষ্টিগুণ রয়েছে।
- নিয়মিত একটি কলা খাওয়া উচিত।
- কলা একটি সুস্বাদু ফল।
লিচু দিয়ে বাক্য গঠন
- আমাদের একটি লিচুগাছ আছে।
- লিচুগাছে পাখিরা গান করছে।
- লিচু ফুলের মধু বেশ ভালো।
- কাজী নজরুলের লিচুচোর কবিতাটি খুবই সুন্দর।
- লিচু দেখতে বেশ চমৎকার।
আরও পড়ুনঃ সততা, অগ্রদূত, স্বাধীন, রাজত্ব ও সসীম দিয়ে বাক্য গঠন
Add comment