আল্লাহর ৯৯ নামের ছবি আরবি -বাংলা অর্থসহ (ফজিলত ও আমল)
মহান আল্লাহর নিরানব্বই নামের ফজিলত কি এবং আল্লাহর ৯৯ নামের তালিকা বাংলা অর্থ সহ এই ব্লগে উপস্থাপন করা হয়েছে

মহান পরাক্রমশালি আল্লাহ তায়ালার ৯৯ টি নাম কত যে বরকতময় তা বলার অপেক্ষা রাখে না। এই প্রত্যেকটি নামের আলাদা আলাদা অর্থ এবং বরকত রয়েছে। এজন্যই তো স্রষ্টা বিশ্বাসী মানুষেরা আল্লাহর ৯৯ নামের তালিকা পেতে গভীর মনোযোগী।
মুসলমানগণ আল্লাহর 99 টি নাম এমনিতেই শিখতে চায় না, বরং আল্লাহর ৯৯ নামের ফজিলত মুসলমানদেরকে আকৃষ্ট করে ওই নাম গুলো শেখার ব্যাপারে। এই নামগুলো প্রতিটি মুমিনকে প্রাণবন্ত করে তোলে।
কেনইবা নয়, স্রষ্টা তো তিনিই, যিনি আমাকে এবং আমাদের সবাইকে সৃষ্টি করেছেন উত্তম আকৃতিতে এবং আমাদেরকে তাঁর নিয়ামতের মধ্যে সারাক্ষণ ডুবিয়ে রেখেছেন।
আরও পড়ুনঃ আলহামদুলিল্লাহ অর্থ কি? কখন বলতে হয়? (ছবি সহ)
সেই স্রষ্টার পূণ্যময় নামগুলোতে রয়েছে অকৃত্রিম এক আকর্ষণ, যা ব্যথিত হৃদয়ে প্রশান্তির ছোঁয়া দেয়। সেই পরাক্রমশালি, প্রজ্ঞাময়, চিরঞ্জীব ও অদ্বিতীয় স্রষ্টার গুণকীর্তনে তাঁর পূণ্যময় নামগুলো নিচে তোলে ধরা হলো।
আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত
আমরা বাংলা ভাষাভাষী মুসলমানগণদের বেশিরভাগ আরবি ভাষায় তেমন পারদর্শী নই, এটা এজন্য যে আরবি আমাদের মাতৃভাষা নয়। তবে আজ আমরা আল্লাহর ৯৯ নাম বাংলায় অর্থসহ উপস্থাপন করেছি, যা বাঙালীদেরকে বুঝতে সহজ করে তুলবে।
আল্লাহ তায়ালার ৯৯ টি নামের অনেক ফজিলত রয়েছে। তারমধ্য হতে সহিহ সনদে একটি ফজিলতের কথা নিচে বর্ণনা করা হলো। –
হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ স. বলেছেন, আল্লাহর নিরানব্বই অর্থাৎ এক কম একশটি নাম রয়েছে, যে ব্যক্তি তা স্মরণে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। – সহিহ বুখারী, হাদিস নং – ২৫৪৯
আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায়
আল্লাহর নিরানব্বই নামের ফজিলতের বর্ণনা শুনে অনেকেই চান আল্লাহর এই নামগুলো মুখস্থ করা জন্য। কিন্তু সত্যি বলতে এই নামগুলো একজন সাধারণ মুসলমানের কাছে মুখস্ত করা খুব বেশি সহজ মনে হয় না।
আরও পড়ুনঃ ১০ টি হালাল ব্যবসার আইডিয়া ২০২৩
তবুও আমরা সকলেই চাই আল্লাহর নিরানব্বই নামের অর্থ সহ তা মুখস্ত করার জন্যে। কারণ, এই নামগুলো মুখস্ত করা এবং তা স্মরণে রাখার বিনিময় যদি জান্নাত পাই, তবে কেন নয়!
আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায় হলো দুটি। যথা-
- বই বা ব্লগ পড়ে
- অডিও / ভিডিও দেখে
বই বা ব্লগ পড়ে আল্লাহর ৯৯ নাম অর্থসহ মুখস্থ করার জন্য হেফজ স্টাইলে অধ্যয়ন করতে পারেন। অর্থাৎ, হাফেজগণ যেভাবে কুরআন মুখস্ত করার জন্য অধ্যয়ন করে, ঠিক সেই নিয়মটি ফলো করতে পারেন।
অডিও / ভিডিও দেখে আল্লাহর নিরানব্বই নাম মুখস্ত করা খুবই সহজ ও জনপ্রিয় পদ্ধতি গুলোর একটি। আল্লাহ তায়ালার নিরানব্বই নামের উপর অনলাইনে বিভিন্ন অডিও এবং ভিডিও রয়েছে। যা শুনে এবং দেখে দেখে মুখস্থ করতে পারেন।
আল্লাহর ৯৯ নামের ছবি আরবি -বাংলা অর্থসহ
এখানে যথাক্রমে পরাক্রমশালি মহান আল্লাহর ৯৯ নামের তালিকা দেওয়া হলো ছবি ও অর্থ সহকারে। আপনি চাইলে এই ছবিগুলো আপনার কম্পিউটার অথবা মোবাইলে ডাউনলোড করে সংগ্রহ করতে পারেন।
প্রিয় পাঠক, এই ব্লগে মহান পরাক্রমশালি আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত বর্ণনা করার চেষ্টা করেছি। পাশাপাশি চমৎকার আল্লাহর নিরানব্বই নামের ছবি আরবি উচ্চারণ ও বাংলা অর্থসহ উপস্থাপন করেছি।
আমরা বিশ্বাস করি যে, আপনারা এই ব্লগটির মাধ্যমে মহান আল্লাহর গুণবাচক নামগুলো মুখস্ত করার পাশাপাশি এই নাম গুলোর সঠিক অর্থ সম্পর্কে জানতে পারবেন।
আল্লাহর নিরানব্বই নামের ফজিলত বলে শেষ করা যাবে না। তিনি যেহেতু স্রষ্টা এবং প্রতিপালক, সেহেতু তাঁর নামের গুণাবলী আমাদের জানা ও ভাবনার চেয়েও বেশি।