আবেদন পত্র

চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার নিয়ম (নমুনা কপি সহ)

প্রয়োজনের তাকিদে চেয়ারম্যানের কাছে আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়। স্ট্যান্ডার্ড পদ্ধতিতে চেয়ারম্যানের নিকট দরখাস্ত লেখার নিয়ম কি তা জেনে নিন

বিভিন্ন প্রয়োজনে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার প্রয়োজন হয়। বিশেষ করে সামাজিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যার সমাধানে চেয়ারম্যানের সাহায্য নিতে দরখাস্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আপনি যদি প্রোপারলি চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার নিয়ম না জানেন, তবে আপনার দরখাস্ত মঞ্জুর নাও হতে পারে।

চেয়ারম্যান হলো উপজেলা বা ইউনিয়নের একজন দায়িত্বশীল ও সম্মানী ব্যক্তি। তাদের কাছে দরখাস্ত বা আবেদন পত্র লেখার ক্ষেত্রে অবশ্যই যথাযথ ভাবে দরখাস্ত লেখার নিয়ম ফলো করা উচিত।

একটা স্ট্যান্ডার্ড দরখাস্তকে মূলত চারটা সেকশনে ভাগ করা যায়। দরখাস্তের শুরুটা হবে তারিখ, বরাবর, পদবি ও বিষয় দিয়ে। দরখাস্তের দ্বিতীয় ধাপে থাকবে মূল বিষয়ের বিস্তরিত। তৃতীয় ধাপে ব্যক্তির নিকট সহযোগিতা বিষয়ক কিছু কথা এবং চতুর্থ ধাপে নিবেদকের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার ইত্যাদি।

চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার নিয়ম

তারিখ : ৯ জানুয়ারি ২০২৪ ইং
বরাবর,
চেয়ারম্যান
আজমিরীগঞ্জ উপজেলা, হবিগঞ্জ, সিলেট।

বিয়ষ : নদীতে বাঁধ নির্মানের আবেদন।

মহোদয়,
যথাবিহীত সম্মানপ্রদর্শণ পূর্বক নিবেদন এই যে, আমরা আপনার আজমিরিগঞ্জ উপজেলার শান্তিপুর ইউনিয়নের অন্তর্গত মহিশখালী গ্রামের বাসিন্দা। আপনি নিশ্চই অবগত আছেন বর্ষা মৌসুমে নদীর পানিতে আমাদের গ্রামের অধিকাংশ ফলসের জমি পানির নিচে তলিয়ে যায়। এতে কৃষকদের চাষাবাদ গুরুতরভাবে ব্যহত হয়। আমাদের কৃষকেরা ইতোমধ্যেই জমিতে ফসল রোপন করেছে। সামনে বর্ষা মৌসুমও চলে এসেছে। এজন্য কৃষকদের মাঝেও হতাশা বিরাজ করছে।

অতএব, মহোদয় আপনার সমীপে মহিশখালী গ্রামের বাসিন্দাদের জুড়ালো আবেদন এই যে, আপনি মহিশখালী গ্রামের কৃষকদের ফসলী জমিগুলোকে নদীর পানি থেকে রক্ষা করতে একটি বাঁধ নির্মানের ব্যবস্থা করে কৃষকদের বাধিত করবেন।

গ্রামবাসীর পক্ষে নিবেদনকারী
নাম: মো. আরিফ বিল্লাহ (গ্রাম পুলিশ, মহিশখালী)
পিতা: মো. নাজিমুদ্দিন হাওলাদার
গ্রাম: মহিশখালী
মোবাইল: +৮৮০১৭৪৮৬*****

প্রিয় পাঠক, চেয়ারম্যানের কাছে আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম মূলত এটাই। আপনি যদি উপরোক্ত চেয়ারম্যানের নিকট দরখাস্ত লেখার নিয়মটি ভালো করে ফলো করেন, তবে যে কোনো ধরণের বাংলা দরখাস্ত বা আবেদন পত্র নিজেই লিখতে পারবেন।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
× How can I help you?

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker!