আবেদন পত্র

ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র (নমুনা কপি)

মনে কর, তুমি অসুস্থ বা যে কোনো কারণে তোমার কলেজের ইনকোর্স পরীক্ষা দিতে পারোনি। এখন তোমাকে কলেজের ক্লাস রুমে বসার অনুমতি নিতে হবে বা তোমাকে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি নিতে হবে। আর এজন্য তোমাকে কলেজ অধ্যক্ষের কাছে ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র লিখতে হবে।

এ পরিস্থিতিতে তুমি হয়ত বুঝতে পারছো না যে, ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় কিভাবে আবেদন পত্রটি লিখবা, তোমাকে সহযোগিতা করার জন্যই আজ আমি ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র লেখার নিয়ম -এর একটি নমুনা কপি উপস্থাপন করেছি।

আরও পড়ুনঃ হলে সিটের জন্য আবেদন পত্র লেখার নিয়ম (কলেজ -বিশ্ববিদ্যালয়)

ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র

তারিখঃ ২৭ মার্চ ২০২৩ ইং
বরারর,
অধ্যক্ষ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।

বিষয়ঃ ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন।

জনাব,
আমি আপনার কলেজের অনার্স ১ম বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমি ২৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিলাম। বিছানা থেকেই উঠতে পারছিলাম না। আমার এ অসুস্থতার কারণে আপনার কলেজের অনার্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে উক্ত অনার্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন।

নিবেদক,
আপনার অনুগত ছাত্র
নাম: মো. হাসিবুর রহমান
শ্রেণি: অনার্স, (১ম বর্ষ)
বিভাগ: মানবিক
রোলঃ ২৩৫২

আরও পড়ুনঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র (বাংলা -ইংরেজি)

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
× How can I help you?

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker!