গার্মেন্টসে চাকরিরত অবস্থায় বিভিন্ন কারণে অনেক সময় উক্ত চাকরিটি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র বা গার্মেন্টস চাকরি রিজাইন লেটার কিভাবে লিখতে হয় তা অনেকেই জানে না।
আমাদের অনেকেই আছি, অবসর সময়টাকে কাজে লাগাতে বা ভালো জব না পাওয়ার কারণে গার্মেন্টসে চাকরি করি। কিন্তু গার্মেন্টস চাকরি বেতন ভালো না থাকায় এক পর্যায়ে চাকরিটি ছেড়ে দিতে হয়।
আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে, গার্মেন্টসে চাকরিরত অবস্থাতেই অন্য কোনো ভালো কোম্পানি থেকে চাকরির অফার আসে, যা বর্তমান চাকরি থেকে আরও ভালো সুযোগ সুবিধা প্রদান করছে। এমতবস্থাতেও চাকরি থেকে অব্যাহতি নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।
আরও পড়ুনঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র (বাংলা -ইংরেজি)
যে কারণেই হোক না কেন, উক্ত পরিস্থিতিতে কিভাবে আপনি গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত লিখবেন তার একটি নমুনা কপি নিচে তোলে ধরা হলো।
গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র নমুনা
তারিখঃ ১২-০৩-২০২৩ ইং
বরাবর,
ম্যানাজার / পরিচালক
হা-মীম গ্রুপ লিমিটেড, তেজগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা।
বিষয়ঃ চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন প্রসঙ্গে।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি হাসান জামিল আপনার প্রতিষ্ঠানে গত ০৫-০৭-২০২৩ ইং থেকে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। সম্প্রতি আমি ইবনে সিনা ওষুধ কোম্পানিতে সিনিয়র হিসাবরক্ষক হিসেবে কাজ করার প্রস্তাব পেয়েছি। আমি মনে করি এটা আমার জন্য একটি ভালো সুযোগ। এজন্য আমি আগামী ৩০-০৭-২০২৩ ইং তারিখে আপনার কোম্পানির পদ থেকে অব্যাহতি নিতে চাই।
অতএব, জনাব আপনার সমীপে আমার আকুল আবেদন এই যে, আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করে চাকরি থেকে অব্যাহতি প্রদান করে আমাকে বাধিত করবেন।
আরও পড়ুনঃ চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
নিবেদক –
নামঃ হাসান জামিল
কাজ /পদবিঃ কম্পিউটার অপারেটর
হা-মীম গ্রুপ লিমিটেড, তেজগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা
মোবাইল : +৮৮০ ১৪৮*****৬৫
যারা গার্মেন্টস চাকরি হতে অব্যাহতি নিতে চান, তারা উপরোক্ত নিয়মে গার্মেন্টস চাকরি রিজাইন লেটার বা দরখাস্ত লিখতে পারেন। এভাবেই মূলত লিখতে হয় গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র।
আবেদন পত্রের ভাষা অবশ্যই সহজ ও সাবলীল হওয়া উচিত। এবং অবশ্যই আপনার অভিযোগ বা অনুরোধের বিষয়টি সুস্পষ্টভাবে আবেদন পত্রে উপস্থাপন করতে হবে। তাহলে আপনার আবেদন পত্রটি শতভাগ কার্যকর হবে।
Add comment