আবেদন পত্র

বিভাগ পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

বিভাগ পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
Written by IT Nirman

মনে কর, তুমি নবম শ্রেণিতে পড়াশোনা করছো। বড় হয়ে তুমি মেডিকেলে পড়াশোনা করতে চাও এবং আদর্শ ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও।

কিন্তু তুমি জানো না যে, ডাক্তার হতে গেলে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হয়। না জানার দরুণ তুমি নবম শ্রেণিতে মানবিক শাখায় ভর্তি হয়েছো। হঠাৎ জানতে পারলে যে, ডাক্তার হওয়ার জন্য বিজ্ঞান বিভাগে পড়তে হবে।

এক্ষেত্রে তুমি কিভাবে বিভাগ পরিবর্তন করার জন্য আবেদন পত্র লিখবে তার একটি নমুনা এই ব্লগে আমরা উপস্থাপন করেছি।

বিভাগ পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ: ০২/০৩/২০২৩ ইং
বরাবর,
প্রধান শিক্ষক,
আশিকুর রহমান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কটিয়াদি, কিশোরগঞ্জ।

বিয়ষ: বিভাগ পরিবর্তনের জন্য আবেদন পত্র

মহোদয়,
যথাবিহীত সম্মানের সাথে নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার একজন নিয়মিত ছাত্রী। আমার স্বপ্ন পড়াশোনা করে ডাক্তার হবো। কিন্তু আমি ভুলক্রমে মানবিক শাখায় ভর্তি হয়েছি।

অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে আপনার বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে ট্রান্সফার করে স্বপ্নপূরণ ও পড়শোনার সুযোগদানে আমাকে বাধিত করবেন।

নিবেদক –
নাম: মোছা. আনিশা আক্তার
পিতা: মো. হারিছুর রহমান
গ্রাম: কটিয়াদি
থানা: কটিয়াদি
জেলা: কিশোরগঞ্জ
মোবাইল: +৮৮ ০১*******

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment