সকল মোবাইলের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ভাষা দেওয়া থাকে। আমাদের দেশে যেই মোবাইল ফোন গুলো ব্যবহার করা হয়, তার অধিকাংশই বাহিরের দেশ থেকে ইনপুর্ট করা। এজন্য মোবাইল গুলোতে বাংলা লেখার জন্য কোনো কিবোর্ড থাকে না। তাই আমাদেরকে আলাদা ভাবে মোবাইলে বাংলা কিবোর্ড ডাউনলোড করে ব্যবহার করতে হয়।
মোবাইলে বাংলা লেখার জন্য শতশত কিবোর্ড রয়েছে। তবে সকল কিবোর্ডই ইউজার ফ্রেন্ডলি না। আবার কিবোর্ড ডাউনলোড করেই যে আপনার মোবাইলে বাংলা লিখতে পারবেন, বিষয়টা এমন না!
একটি কিবোর্ড ডাউনলোড করার পর কিবোর্ডটিকে মোবাইলের সেটিং থেকে সিলেক্ট করে নিতে হয়। যেটা অধিকাংশ মানুষই পারে না। তাই আজ আমি আপনাদেরকে বলব, কিভাবে একটি সহজ বাংলা কিবোর্ড ডাউনলোড করবেন এবং কিবোর্ডটির ব্যবহার প্রক্রিয়াও উপস্থাপন করবো।
প্রথমেই বলে নিই, মোবাইলের কিবোর্ড গুলোতে বাংলা লেখার নিয়ম এক নয়। কিবোর্ডের ধরণ অনুযায়ী লেখার নিয়মে ভিন্নতা রয়েছে। তবে আমি কোনো জটিল কিবোর্ডের দিকে যাব না।
আরও পড়ুনঃ কম্পিউটার কিবোর্ড শর্টকাট
আমি নিজে যেই কিবোর্ডটি ব্যবহার করি এবং ফিচারের দিক দিয়েও আমার কাছে যেই কিবোর্ডটি অত্যন্ত ব্যবহারের উপযোগী মনে হয়েছে, সেই কিবোর্ডটিই আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি।
মোবাইলে বাংলা কিবোর্ড ডাউনলোড
যে কোনো ভাষায় টাইপিং করার আমরা সবসময় চাই সেরা কিবোর্ডটাই বেছে নিতে। বাংলা আমাদের মাতুভাষা। তাই বাংলা ভাষার বর্ণগুলো লেখার জন্য পছন্দের সেরা বাংলা কিবোর্ডটাই প্রয়োজন।
আমি যেই কিবোর্ডের কথা বলছি, সেটার নাম মায়াবী কিবোর্ড (Mayabi keyboard)। অনেকেই হয়ত ইতিমধ্যেই এই কিবোর্ডের নাম শুনে থাকবেন। হয়ত কখনও ব্যবহারও করেছেন।
তবে যারা রিদমিক বাংলা কিবোর্ডে লিখে অভ্যস্ত, তারা হয়ত মায়াবী কিবোর্ডকে একটু ভিন্ন চোখে দেখবেন। কারণ, এই দু’টি কিবোর্ড -এ বাংলা লেখার স্টাইল একটি ভিন্ন।
তবে একথা সত্য যে, Ridmik Keyboard থেকে Mayabi keyboard -এ বাংলা লেখা বেশ সহজ। আবার গুগল প্লে-স্টোরে এই দু’টি কিবোর্ডের ইউজার রেটিংয়ে Mayabi keyboard এগিয়ে আছে।
যাইহোক, আমাদের আজকের সিকেক্টেড কিবোর্ড হলো মায়াবী। মোবাইলে বাংলা লেখার জন্য গুগল প্লেস্টোর থেকে কিবোর্ডটি ডাউনলোড করুন, অথবা নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করুনঃ Mayabi keyboard
আপনার মোবাইলে মায়াবী কিবোর্ড ডাউনলোড হয়ে গেলে সাধারণ প্রক্রিয়ায় ইনিস্টল করে নিন। আর যদি সরাসরি গুগল প্লেস্টোর থেকে ইনিস্টল করেন, তবে আপনাকে কিবোর্ডটি শুধুমাত্র সেটিং করলেই হবে।
বাংলা কিবোর্ড কিভাবে ব্যবহার করব?
মোবাইলে বাংলা কিবোর্ড ব্যবহার করার জন্য প্রথমেই আপনাকে কিবোর্ডটিকে মোবাইলের সেটিং এর সাথে সংযোগ দিতে হবে।
আমি স্টেপ বাই স্টেপ ছবি সহকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে বিষয়টি ফলো করুন।
স্টেপ -০১
প্রথমেই আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে যান। তারপর সেখান থেকে Additional Settings অপশনে যান।
মোবাইলের ব্র্যান্ড অথবা মডেলের প্রার্থক্যের কারণে এই ”Additional Settings” নামের অপশনটি আপনার মোবাইলে নাও থাকতে পারে।
এক্ষত্রে আপনি নিচের স্টেপ ফলো করুন।
স্টেপ -০২
আপনার মোবাইলে থাকা বাংলা কিবোর্ডটি কার্যকর করতে সেটিং থেকে Languages & input অপশনে যান।
যে কোনো ব্র্যান্ডের মোবাইলেই Languages & input নামের অপশনটি অবশ্যই রয়েছে।
স্টেপ -০৩
Languages & input অপশনে যাওয়ার পর আপনাকে Manage Keyboard অপশন খুঁজে বের করতে হবে।
তারপর আপনাকে Manage Keyboard অপশনে যেতে হবে।
স্টেপ -০৪
Manage Keyboard অপশনে আসার পর আপনার মোবাইলে ব্যবহৃত সকল কিবোর্ড এর তালিকা দেখতে পাবেন।
এখানে আপনি নিশ্চই Mayabi keyboard এর নামটিও দেখবেন।
মায়াবী কিবোর্ডের নামের পাশে একটি বাটন দেখতে পাচ্ছেন। এই বাটনটি চেপে ON করে দিন।
মোবাইলের ডিফল্ট সেটিং এর কাজ শেষ।
স্টেপ -০৫
সেটিং এর কাজ শেষ হয়ে গেলে আপনাকে যে কোনো একটি নোটপ্যাড বা লেখালেখির জন্য যে কোনো ধরণের একটি পেজ ওপেন করতে হবে।
সেই পেজে টাইপ করার জন্য ক্লিক করুন।
তারপর আপনার মোবাইলের উপরের পর্দাকে টেনে নিচে নামিয়ে দিন। তাহলে কিবোর্ড সিলেকশনের জন্য একটি অপশন দেখতে পাবেন।
উপরের ছবিটি ভালো করে ফলো করুন। অতঃপর সেই অপশেনে ক্লিক দিন।
স্টেপ -০৬
তারপর উপরের ছবিটির মতো কিবোর্ড সিলেকশনের জন্য একটি অপশন দেখতে পাবেন।
এখানে আপনার মোবাইলে ইনিস্টল থাকা সবগুলো কিবোর্ডের নাম দেখাবে।
এখান থেকে আপনি Mayabi keyboard টি সিলেক্ট করুন।
তাহলেই আপনার মোবাইলটি মায়াবী কিবোর্ডের মাধ্যমে বাংলা লেখার জন্য প্রস্তুত হয়ে যাবে।
স্টেপ -০৭
আপনি এখন যে কোনো নোটপ্যাড বা টাইপিং করার যে কোনো অ্যাপসে মায়াবী কিবোর্ড দিয়ে বাংলা লিখতে পারবেন।
Mayabi keyboard এর মাধ্যমে আপনি যে শুধু বাংলা টাইপিং করতে পারবেন, বিষয়টা এমন নয়।
এই কিবোর্ডে বাংলা এবং ইংরেজি উভয় ভাষা সাপোর্ট করে। তাই আপনার মোবাইলের ডিফল্ট কিবোর্ড হিসেবেও কিবোর্ডটিকে রাখতে পারবেন।
মায়াবী কিবোর্ড এর চৎকার একটি বৈশিষ্ট্য হলো আপনি যখন কোনো বাংলা শব্দ টাইপিং করবেন, কখন অটোমেটিক শব্দের শুদ্ধ বানান গুলো আপনার সামনে চলে আসবে।
এই ফিচারের কারণে আপনার বাংলা বানানে ভুল হওয়ার প্রবণতা অনেক কমে আসবে। তাছাড়া, যে কোনো বাংলা টাইপিং খুব দ্রুতই করতে পারবেন।
আমরা প্রায় সময় লেখালেখিতে Emoji ব্যবহার করি। বিশেষ করে যারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি, তাদের জন্য Emoji অনেক গুরুত্বপূর্ণ।
আপনি যদি মায়াবী কীবোর্ড ব্যবহার করেন, তবে Emoji -এর জন্য আলাদা ভাবে অন্য কোনো কিবোর্ড ব্যবহারের প্রয়োজন নেই।
তাছাড়া, মায়াবি কিবোর্ড এর মাধ্যমে প্রায় সকল গুরুত্বপূর্ণ সিম্বল বয়েছে। যা আপনার লেখালেখিতে অনেকটা এডভান্টেজ দেবে।
আবার এই অ্যাপসটি খুবই সিম্পল এবং সাইজে ছোট হওয়ার দরুণ আপনার মোবাইলের উপর খুব বেশী চাপ পড়বে না। এতে ইউজার এক্সপেরিয়েন্সও বেশ ভালো হবে।
গুরুত্বপূর্ণ কিছু কথাঃ
সারাবিশ্বে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৭.২৬ বিলিয়ন। যা বিশ্বের মোট জনসংখ্যার ৯১.৫৪%। পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশেই ১৮ কোটির বেশী মোবাইল গ্রাহক রয়েছে। এর মধ্যে প্রায় সকলেই বাংলা ভাষাবাসী।
তবে বাংলা ভাষাভাষীর সংখ্যা ১৮ কোটিতেই সীমাবদ্ধ নেই। বর্তমানে সারা পৃথিবীতে প্রায় ৩০ কোটির মতো বাংলা ভাষাভাষী রয়েছে। তাদের জন্য এই Mayabi keyboard টি বেশ উপভোগ্য হবে বলে মনে করি।
তবে আপনি চাইলে এর পরিবর্তে রিদমিক বাংলা কিবোর্ডটিও ব্যবহার করতে পারেন, ওটাও ভালো আছে। তবে Ridmik Keyboard থেকে Mayabi keyboard এর বাংলা লেখার সহজলভ্যতা ইউজারকে অনেক বেশী আকর্ষণ করে।
এইদিক বিবেচনায় মোবাইলে বাংলা কিবোর্ড ব্যবহারের জন্য আমার কাছে মায়াবী কিবোর্ডটি বেশ ভালো লেগেছে। আমি হয়ত এই কিবোর্ডটি ২০১৫ সাল থেকেই ব্যবহার করছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ
শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ প্রিয়! আপনার জন্যও অশেষ শুভ কামনা
Veгy soon this website wiⅼl be famous among alll blogging
annd site-building visitors, ԁue to it’s good posts
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয়
Its not my first time to visit this web site, its me
Browsing this web site dailⅼy and get fast and true information from here
আপনাকে অনেক ধন্যবাদ