অত্যন্ত দ্রুতগতির ওয়্যারলেস নেওয়ার্কিং প্রযুক্তির নাম Wi-Fi. এই আর্টিকেল থেকে আজ আমরা জানবো ওয়াইফাই কি এবং কিভাবে কাজ করে?
প্রযুক্তির এই যুগে আমরা প্রায় সকলেই ইন্টারনেটের সাথে যুক্ত।
ইন্টারনেটের সাহায্যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ করে থাকি।
ইন্টারনেট মূলত একটি নেটওয়ার্কিং সিস্টেম।
যেটা ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করেও করা হয়।
যেই সিস্টেমটি ব্যবহার করে আমরা এক স্থান থেকে অন্য স্থানে একাধিক ডিজিটাল ডিভাইসের সংযোগ স্থাপন করে ডেটা আদান-প্রদান করতে পারি।
Table of Contents
ওয়াইফাই কি?
Wi-Fi বৈদ্যুতিক ডিজিটাল যন্ত্রপাতিকে তারবিহীন উপায়ে সংযোগ করার একটি কৌশল।
আবার এভাবেও বলা যায়, Wi-Fi হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেওয়ার্কিং প্রযুক্তি, যার দ্বারা তারবিহীন উচ্চ গতির ইন্টারনেট সংযোগ স্থাপন করা যায়।
পড়ার সাজেশনঃ
► কম্পিউটার কি? আধুনিক কম্পিউটারের জনক কে?
► কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য কিছু টিপস
ওয়াইফাই যোগাযোগ ব্যবস্থায় উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েব ব্যবহার করা হয়।
Wi-Fi এর সাহায্যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে এক ডিভাইসের ডেটা অন্য ডিভাইসে খুব সহজেই আদান-প্রদান করা যায়।
এটাকেই মূলত ওয়াইফাই (Wi-Fi) বলে।
ওয়াইফাই এর পূর্ণরূপ কি
WiFi এর পূর্ণরূপ হলো ’ওয়্যারলেস ফিডালিটি (Wireless Fidelity)
Wi-Fi বিভিন্ন ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা যায়। তারমধ্যে জনপ্রিয় ওয়াইফাই এনাবল্ড ডিভাইস গুলো হলোঃ
- কম্পিউটার
- ল্যাপটপ
- স্মার্টফোন
- ডিজিটাল টিভি ইত্যাদি।
চলুন এবার জেনে নিই ওয়াইফাই কিভাবে কাজ করে তার বিস্তারিত।
WiFi কিভাবে কাজ করে?
ওয়াইফাই মূলত একটি ওয়ারলেস নেটওয়ার্ক সংযোগের প্রক্রিয়া।
অর্থাৎ, Wi-Fi সমর্থিত এমন ডিজিটাল ডিভাইস যেটা রেডিও তরঙ্গ প্রেরণ এবং গ্রহণের মাধ্যমে একে অপরের সাথে ডেটা আদান-প্রদান করে।
ভিডিও গেম কনসোল কিংবা ডিজিটাল অডিও প্লেয়ার প্রভৃতি ওয়্যারলেস নেওয়ার্ক অ্যাকসেস করার মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা যায়।
ডিজিটাল ডিভাইসে ওয়াইফাই ব্যবহার করার জন্য কাঙ্খিত ডিভাইসে ওয়্যারলেস অ্যাডাপ্টার ( Wireless Adapter) এবং রাউটারের সংযোগ প্রয়োজন হয়।
পড়ার সাজেশনঃ
► ঘরে বসে মোবাইলে আয় করার সেরা উপায়
► কম্পিউটার কিবোর্ড শর্টকাট
আপনি যদি ল্যাপটপ বা স্মার্টফোনে ওয়াইফাই সংযোগ দিতে চান, তবে আলাদা ভাবে ’ওয়্যারলেস অ্যাডাপ্টার’ এর প্রয়োজন হবে না।
ল্যাপটপ এবং স্মার্টফোনের মাদারবোর্ডে আগে থেকেই ওয়্যারলেস অ্যাডাপ্টার লাগানো থাকে।
তবে কম্পিউটার ভেদে একটু ভিন্নতা দেখা যায়।
কম্পিউটারে ওয়াইফাই সংযোগের জন্য আলাদা ওয়্যারলেস অ্যাডাপ্টার এর প্রয়োজন হয় বা রাউটার থেকে সরাসরি কেবলের মাধ্যমে কম্পিউটারে Wi-Fi যুক্ত করতে হয়।
তবে কম্পিউটারের নতুন ডেনারেশনের মাদারবোর্ড গুলোতে আগে থেকেই ওয়্যারলেস অ্যাডাপ্টার লাগিয়ে দেওয়া হচ্ছে।
ওয়াইফাই কত প্রকার?
ওয়াইফাই সাধারণত ৩ প্রকার।
(১) ওয়াইফাই হটস্পট ( Wi-Fi Hotspot)
(২) আইইইই ৮০২.১১ (IEEE 802.11)
(৩) লাইফাই (Li-Fi)
(১) ওয়াইফাই হটস্পট ( Wi-Fi Hotspot)
“ওয়াইফাই কি” আপনি যদি এই বিষয়টা বুঝে থাকেন, তবে Wi-Fi Hotspot বিষয়টি সহজেই বুঝবেন।
Wi-Fi হটস্পট ( Wi-Fi Hotspot) মূলত কোনো নির্দিষ্ট এলাকার এমন একটি নির্ধারিত জায়গা যেখানে ওয়ারলেস লোকাল এরিয়ার মাধ্যমে তারবিহীন ইন্টারনেটে প্রবেশ করা যায়।
একটি হটস্পট তৈরী করা হয় ওয়াইফাই রাউটারের এর সাহায্যে। যার মূল সার্ভার কম্পিউটারের সাথে সংযুক্ত থেকে ক্লান্তিহীনভাবে ডেটা সরবরাহ করতে থাকে।
১৯৯৩ সালের আগস্ট মাসে মসকোন সেন্টারে (Moscone Center) অনুষ্ঠিত একটি সম্মেলনে হটস্পট বা লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে সর্বপ্রথম প্রস্তাবিত করেছিলেন হ্যানরিক সজুডিন। যা সান ফ্রান্সিসকোতে অবস্থিত।
(২) আইইইই ৮০২.১১ (IEEE 802.11)
আইইইই ৮০২.১১ (IEEE 802.11) মূলত মিডিয়া অ্যাকসেস নিয়ন্ত্রের সমষ্টি।
এটিও একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি।
এই প্রযুক্তিটিকে কিছুদিন পর পর সংশোধনী এবং নতুন ভাবে সংস্করণ করা হয়।
যার প্রতিটি প্রস্তাবিত সংশোধনীকে প্রাতিষ্ঠানিকভাবে বাতিল করা হয় যখন তার নতুন সংস্করনের মান চলে আসে।
আইইইই ৮০২.১১ এই প্রযুক্তিটির ৫ টি সংস্করন নিচে তুলে ধরা হলো।
(১) IEEE 802.11a – এটি একটি তারবিহীন ওয়ারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যা সর্বোচ্চ ৫৪ এমবিপিএস পর্যন্ত গতিতে ডেটা আদান-প্রদান করতে সক্ষম এবং ১১৫ ফুট দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে।
(২) IEEE 802.11b – এটিও একটি তারবিহীন ওয়ারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যা সর্বোচ্চ ১১ এমবিপিএস পর্যন্ত গতিতে ডেটা আদান-প্রদান করতে পারে এবং ১১৫ ফুট দূরত্ব পর্যন্ত কাজ করে।
(৩) IEEE 802.11g – এটি IEEE 802.11a এবং IEEE 802.11b এই দুটি প্রযুক্তিকে একসাথে করে IEEE 802.11g তৈরি করা হয়। যার সর্বোচ্চ গতি ৫৪ এমবিপিএস এবং এটা ১২৫ ফুট দূরত্ব পর্যন্ত কাজ করে।
(৪) IEEE 802.11n – এটি dual band router গুলোতে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। এটি সর্বোচ্চ ৫৪ এমবিপিএস গতিতে ডেটা আদান-প্রদান করে এবং ২৩০ ফুট দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে।
(৫) IEEE 802.11ac – তারবিহীন ওয়ারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যার সর্বোচ্চ গতি ১.৩ জিবিপিএস এবং ১১৫ ফুট দূরত্ব পর্যন্ত সংযোগ স্থাপন করতে পারে।
ইতোমধ্যেই বলেছি ওয়াইফাই কি বা WiFi কাকে বলে। এখন নতুন আরেকটি বিষয় জানবো, যেটার নাম Li-Fi.
(২) লাইফাই (Li-Fi) কি
লাইফাই (Li-Fi) এর পূর্ণরূপ হলো লাইট ফাইডালিটি (Light Fidelity)।
এটি উচ্চ গতিসম্পূর্ণ এবং ওয়াইফাই এর মতই সংযুক্ত বেতার যোগাযোগ প্রযুক্তি।
পড়ার সাজেশনঃ
► যেভাবে কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য দেখবেন
► ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম?
যা ওয়াইফাই এর পরিপূরক হিসেবে তৈরি করা হয়েছে। তবে এটি Wi-Fi থেকেও অধিক গতিসম্পূর্ণ নেটওয়ার্কিং প্রযুক্তি।
লাইফাই (Li-Fi) এখনো পুরোপুরি ভাবে সব জায়গায় চালুন করা হয়নি। তবে উন্নত বিশ্বের বিভিন্ন জায়গায় এটি চালু রয়েছে।
ওয়াইফাই এর সুবিধাসমূহ
(১) Wi-Fi হলো একটি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ।
যেটা একজন ইউজার সাধারণ ভাবে কখনই শেষ করতে পারবেনা। তাই ইন্টারনেট চাহিদা মেটাতে Wi-Fi সবচেয়ে কার্যকরী।
(২) রাউটারের সিগনাল অনুযায়ী যে কোন স্থান থেকে কাঙ্খিত ডিভাইসে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করা যায়।
(৩) একটি ওয়াইফাই রাউটার থেকে একাধিক ডিভাইসে একত্রেই Wi-Fi ইন্টারনেট সংযোগ দেওয়া যায়।
(৪) Wi-Fi ইন্টারনেট স্পিড নিজের প্রয়োজন মতো কন্ট্রোল করা যায়। (যদিও এটা বাজেটের উপর ভিত্তি করবে)
(৫) দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াইফাই ইন্টারনেট ফ্রিতেই এক্সেস নেওয়া যায়। তারমধ্যে যেমনঃ বিশ্ববিদ্যালয়, রেল স্টেশন, সুপারমার্কেট ইত্যাদি।
এগুলো ছাড়াও ওয়াইফাই ইন্টারনেটের আরো নানাবিধ সুবিধা রয়েছে।
আমাদের শেষ কথাঃ
প্রিয় পাঠক, আমি চেষ্টা করেছি ওয়াইফাই কি এবং কিভাবে কাজ করে তার উপর সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে আমরা প্রায় সকলেই ইন্টারনেটের সম্পৃক্ত রয়েছি।
প্রায় অনেকেই Wi-Fi ব্যবহার করে ইন্টারনেট চালাই।
নিত্যদিনই ইন্টারনেটের সাথে আমাদের যুক্ত থাকতেই হয়।
তাই সবসময় ইন্টারেনেটে যুক্ত থাকার জন্য ওয়াইফাই ইন্টারনেট আমাদের সবার জন্যই খুব প্রয়োজন।
বিশেষ করে যারা অনলাইন ভিত্তিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেন এবং পাঠক বা ক্রেতা-বিক্রেতা হিসেবে কাজ করেন, তাদের জন্য Wi-Fi ইন্টারনেট খুবই প্রয়োজন মনে করি।
”ওয়াইফাই কি” এই বিষয়ে যদি আপনার আরো কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ
Add comment