বাইসানের খেজুর বাগানের বর্তমান অবস্থা ও অবস্থান (ছবিসহ)
বাইসানের খেজুর বাগান কোথায় অবস্থিত এবং এর বর্তমান অবস্থা কি? এই ব্লগে বাইসানের খেজুর গাছ ও বাগান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে

আজ আমরা আমাদের ক্ষুদ্র গবেষণার আলোকে আপনাদের সামনে বাইসানের সেই খেজুর বাগানের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যায়ক্রমে ধারণা দিয়ে অবগত করার চেষ্টা করবো।
আরও পড়ুনঃ আল্লাহর ৯৯ নামের ছবি বাংলা অর্থসহ
বাইসানের খেজুর বাগান কোথায় অবস্থিত?
বাইসানের ইংরেজি নাম হলো Beit She’an যা জর্ডান এবং ইজরাঈলের সীমানা ঘেষা একটি স্থানের নাম।
এখানে একটি বড় খেজুর বাগান রয়েছে, এই বাগানটিই মূলত বায়সানের খেজুর বাগান নামে পরিচিত।
বাইসানের খেজুর বাগানের বর্তমান অবস্থা
বাইসানের খেজুর গাছ গুলো অনেক পুরোনো হওয়ায় গাছগুলো দেখতে অনেক বিশাল বিশাল।
তবে সেই খেজুর গাছগুলোতে বর্তমানে খেজুর ধরে কিনা এই সুষ্পষ্ট জানা যায়নি।
আরও পড়ুনঃ আলহামদুলিল্লাহ অর্থ কি? (ছবি ও অর্থ সহ)
তবে বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি, তা হলো পুরানো সেই খেজুর গাছগুলোতে এখন আর খেজুর ধরে না। তবে গাছগুলো এখনো জীবিত অবস্থায় রয়েছে।
বাইসানের খেজুর বাগানের ছবি


বাইসানের খেজুর বাগানের ছবি দেখে এতটুকু অনুমান করা যায় যে, বিগত দিনে বাইসানের খেজুর গাছে প্রচুর ফল ধরতো, এখন আর ধরেনা।
তবে বায়সানে আরও নতুন নতুন অনেক খেজুর বাগান নির্মাণ করা হয়েছে, বলা হয় সেগুলোতে নাকি প্রচুর পরিমাণে খেজুর ধরে।