পড়াশোনা সাধারণ জ্ঞান

বাংলা ও ইংরেজি বারো মাসের নাম (উচ্চারণ ও অর্থসহ)

বাংলা ও ইংরেজি বারো মাসের নাম
Written by IT Nirman

ইংরেজি হলো ইন্টারন্যাশানাল ল্যঙ্গুয়েজ এবং ১১০ কোটি মানুষ ইংরেজিতে কথা বলে। তবে তাদেরকে ছাড়াও অন্য ভাষার লোকেরা বিভিন্ন ভাবে ইংরেজি ব্যবহার করে। তারমধ্যে ইংরেজি বারো মাসের নাম অন্যতম।

সৌর পঞ্জিকার হিসেবে বছরে ১২ টি মাস থাকে। পৃথিবীর সকল সমৃদ্ধ ভাষাগুলোই নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করে এবং তাদের ১২ মাসের নিজস্ব নাম রয়েছে।

আমরা বাংলা ভাষায় যেমন বাংলা বারো মাসের নাম ব্যবহার করি, ঠিক তেমনিভাবে ইংরেজি ভাষাতেও ইংরেজি ১২ মাসের নাম (12 maser name english) রয়েছে।

কিন্তু আমাদের অনেকেই আছে শুধুমাত্র বাংলা অথবা ইংরেজি মাসের নাম গুলো বলতে পারি। তবে একত্রে উভয় ভাষার ১২ মাসের নাম বলতে পারি না।

এই ব্লগ থেকে আজ আমরা বাংলা বারো মাসের নাম ইংরেজীতে এবং ইংরেজি বারো মাসের নাম বাংলা উচ্চারণ সহ শিখতে চেষ্টা করবো।

বাংলা বারো মাসের নাম ইংরেজীতে

বাংলা ১২ মাসের নাম ইংরেজিতে অর্থাৎ ইংরেজি ভাষার অক্ষরে যেভাবে লিখতে হয় তা নিচে উপস্থাপন করা হলো –

  1. Boishakh – বৈশাখ
  2. Joishtho – জ্যৈষ্ঠ
  3. Ashar – আষাঢ়
  4. Shrabon – শ্রাবণ
  5. Bhadro – ভাদ্র
  6. Ashwin – আশ্বিন
  7. Kartik – কার্তিক
  8. Agrahayan – অগ্রহায়ণ
  9. Poush – পৌষ
  10. Magh – মাঘ
  11. Falgun – ফাল্গুন
  12. Chaitro – চৈত্র

আপনি যদি বাংলা 12 মাসের নাম ইংরেজিতে শিখতে চান, তবে উপরোক্ত লিস্টটি ফলো করতে পারেন।

ইংরেজি বারো মাসের নাম বাংলা উচ্চারণ সহ

ইংরেজি ১২ মাসের নাম বাংলা উচ্চারণে যেভাবে বলতে হয়, তা নিচে উপস্থাপন করা হলো –

  1. January – জানুয়ারি
  2. February – ফেব্রুয়ারি
  3. March – মার্চ
  4. April – এপ্রিল
  5. May – মে
  6. June – জুন
  7. July – জুলাই
  8. August – আগস্ট
  9. September – সেপ্টেম্বর
  10. October – অক্টোবর
  11. November – নভেম্বর
  12. December – ডিসেম্বর

এখানে ইংরেজি জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের নাম পর্যন্ত বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে। আপনি যদি ইংরেজি মাসের নাম বাংলায় শিখতে চান তবে উপরোক্ত লিস্টটি ফলো করুন।

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment