বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক সাংস্কৃতিক ফোরাম ও শিল্পীগোষ্ঠী হলো মরহুম আইনুদ্দিন আল আজাদ (রহ.) এর প্রতিষ্ঠিত কলবর। প্রতি বছরই কলরবের অগণিত গজল রিলিজ হয়। এরই মধ্যে ইনশাআল্লাহ গজলটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। কলরবের ইনশাআল্লাহ গজল লিরিক্স নিয়েই এই ব্লগটি প্রকাশ করা হয়েছে।
কলরব বরাবরের মতই চমৎকার চমৎকার নাশীদ আমাদের উপহার দেয়। কলরবের নাশীদ গুলো যুবক শ্রেণি মানুষের কাছে অনেক পছন্দের।
আরও পড়ুনঃ আল্লাহর ৯৯ নামের ছবি বাংলা অর্থসহ
অপসংস্কৃতি রোধে সুস্থ সংস্কৃতির বিকাশে কলরব যেভাবে সামনে এগিয়ে চলছে তা মুসলিম সমাজে অনেক বড় পরিবর্তন এনে দিয়েছে। আগে যারা বিনোদনের জন্য অপসংস্কৃতির দিকে ঝুঁকতো, আজ তারা কলরবের গজলের মাধ্যমে সুস্থ বিনোদনের দিকে ঝুঁকছে।
কলরবের ইনশাআল্লাহ গজল লিরিক্স
দুঃসময়ের ঝড় যাবে থেমে – ইনশাআল্লাহ,
সম্ভাবনার গান উঠবে বেজে – ইনশাআল্লাহ,
লাখো শহীদের খুন যাবেনা বৃথা – ইনশাআল্লাহ,
ত্যাগেই আবার হবে মুক্তি আকা – ইনশাআল্লাহ,
মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছুটো চালাও নতুন মহড়া।
ইনশাআল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা।
ইনশাআল্লাহ …. ইনশাআল্লাহ – (২ বার)) ||
ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়,
দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাঁক কাপুক জালিম থর থর – (২ বার)
ইনশাআল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা।
ইনশাআল্লাহ …. ইনশাআল্লাহ – (২ বার)) ||
আরও পড়ুনঃ আলহামদুলিল্লাহ অর্থ কি এবং কখন বলতে হয়?
রক্তের নদী বয়ে আসবে বিজয় – ইনশাআল্লাহ
মুক্তির কথা গানে হাসবে হৃদয় – ইনশাআল্লাহ
এখনই সময় নেবো বদলা এবার – ইনশাআল্লাহ
শহীদ তামান্নায় ছুটবো আবার – ইনশাআল্লাহ
মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছুটো চালাও নতুন মহড়া
ইনশাআল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা।
ইনশাআল্লাহ …. ইনশাআল্লাহ – (২ বার)) ||
নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গিকার
মানুষ ফিরে পাক স্বাধিনতার স্বাদ খুলুক ন্যায়ের আজ বন্ধোদ্বার – (২ বার)
ইনশাআল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা।
ইনশাআল্লাহ …. ইনশাআল্লাহ – (২ বার)) ||
আরও পড়ুনঃ নতুন ১০ টি ইসলামিক কবিতা
কলরবের ইনশাআল্লাহ গজল লিরিক্সটি সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। এই লিরিক্সে একজন দেশপ্রেমী বিশ্বাসী মানুষের হৃদয়ের কথা তুলে ধরা হয়েছে। লিরিক্সটি যিনি লিখেছেন, তাকে ধন্যবাদ জানানোর অপেক্ষা রাখে না।
মহান আল্লাহ তা’আলা কলরবের প্রতিটি নাশীদকে কুবল করুন। বিশেষ করে মরহুম আইনুদ্দিন আল আজাদ (রহ.) কে কলরবের মাধ্যমে বিশ্ববাসীর হৃদয়ে অমর করে রাখুন।
Add comment