এমপির কাছে দরখাস্ত লেখার নিয়ম (নমুনা কপি)
সামাজিক সমস্যা নিরসন এবং বিভিন্ন উন্নয়নে মাননীয় এমপির নিকট দরখাস্ত লেখার প্রয়োজন হয়। কিভাবে সেই দরখাস্ত লিখতে হবে তার নমুনা কপি উপস্থাপন করা হলো।

আমরা আমাদের এলাকার উন্নয়ন এবং সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এমপির কাছে দরখাস্ত লিখে থাকি। কিন্তু যথাযথ নিয়ম ফলো করে এমপির কাছে দরখাস্ত লেখার নিয়ম কি তা অনেকেই জানে না।
মাননীয় এমপির নিকট দরখাস্ত লেখার প্রয়োজন হয় মূলত আমাদেরই প্রয়োজনে। আমরা যদি সেই দরখাস্তে আমাদের মনের ভাবটা সঠিক ভাবে উপস্থাপন করতে না পারি তবে সেই দরখাস্ত এমপি সাহেব প্রত্যাখ্যান করে দিতে পারে।
আরও পড়ুনঃ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত লেখার নিয়ম।
এজন্য সঠিক নিয়মে কিভাবে এমপির কাছে দরখাস্ত লিখতে হয় তার একটি নমুনা কপি আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনি এই নমুনা কপিটি ফলো করে মাননীয় এমপির কাছে যে কোনো ধরণের দরখাস্ত বা আবেদন পত্র লিখতে পারবেন।
এমপির কাছে দরখাস্ত লেখার নিয়ম
তারিখ : ১৭ জানুয়ারি ২০২৫ ইং
বরাবর,
এমপি
নবীগঞ্জ উপজেলা, সিলেট।
বিয়ষ : চিকিৎসার উন্নয়নে হাসপাতাল স্থাপনের আবেদন।
মহোদয়,
যথাবিহীত সম্মানপ্রদর্শণ পূর্বক নিবেদন এই যে, আমরা আপনার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। এই উপজেলায় মাত্র ৩ টি হাসপাতাল রয়েছে। চিকিৎসা সেবা নেওয়ার জন্য পুরো উপজেলার মানুষ এই হাসপাতালগুলোতে ভীড় করে। ফলে প্রায় সময় এমন হয় যে, হাসপাতাল গুলোতে খালি সিট পাওয়া দুষ্কর। এমতবস্থায় চিকিৎসার অভাবে অগণিত রোগী যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হয়।
অতএব, জনাব আপনার নিকট নবীগঞ্জ উপজেলার বাসিন্দাদের আবেদন হলো উক্ত উপজেলায় আরও একটি নতুন হাসপাতাল নির্মাণ করে জন সাধারণের চিকিৎসা নিশ্চিত করে আমাদের বাধিত করবেন।
উপজেলাবাসীর পক্ষ থেকে নিবেদনকারী
নাম : মো. আজিজুর রহমান
পিতা : মো. কাওছার মিয়া
গ্রাম : সৈয়দপুর (২ নং ওয়ার্ড)
উপজেলা : নবীগঞ্জ
মোবাইল : +৮৮০১৮*****৪৬২
বি. দ্র. : প্রয়োজন অনুযায়ী উক্ত দরখাস্তের সাথে আরো বিষয় যুক্ত করতে হতে পারে। যেমন – আপনার এলাকার ১০ /২০ জন ব্যক্তির নাম বা তাদের নামের স্বাক্ষর।
আরও পড়ুনঃ পুনরায় চাকরিতে যোগদানের জন্য আবেদন পত্র (নমুনা কপি)
মাননীয় এমপির কাছে দরখাস্ত লেখার ক্ষেত্রে অবশ্যই দরখাস্তের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আর অবশ্যই দরখাস্ত সহজ ও সুন্দর ভাষা ব্যবহার করতে লিখতে হবে। তা নাহলে দরখাস্ত প্রত্যাখ্যানের সম্ভবনা রয়েছে।
মাননীয় এমপি সাহেব নিশ্চই সামাজিক ভাবে একজন সম্মানিত ব্যক্তি। তাদের ব্যস্ততা আমাদের চাইতে অনেক বেশি। তাই দরখাস্তে অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য লিখবেন না। যাইহোক, আশাকরি মাননীয় এমপির কাছে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আপনারা অবগত হতে পেরেছেন।