পড়াশোনা বা চাকরি ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে, আমাদের বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন অফিসিয়াল কাগজপত্রে বা ডকুমেন্টে ভুল তোলা হয়। ফলে বিভিন্ন সমস্যা বা জটিলতা তৈরি হয়।
এক্ষেত্রে আমাদেরকে কর্তৃপক্ষের কাছে ভুল সংশোধনের জন্য আবেদন পত্র বা দরখাস্ত লেখার প্রয়োজন হয়। কিন্তু আমাদের অনেকেই জানি না যে, ভুল সংশোধনের জন্য দরখাস্ত লেখার প্রোপার নিয়ম কি।
এই ব্লগে আজ আমরা ’ভুল সংশোধনের’ ওপর একটি আবেদন পত্রের নমুনা উপস্থাপন করেছি। যা ফলো করে আপনারা যে কোনো ধরণের ভুল সংশোধন রিলেটেড দরখাস্ত লিখতে পারবেন।
ভুল সংশোধনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
তারিখ: ২৭ জানুয়ারি ২০২৩ ইং
বরাবার,
নির্বাহী কর্মকর্তা,
আইটি নির্মাণ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হাতিরঝিল, ঢাকা।
বিষয়: ভুল সংশোধনের জন্য আবেদন পত্র।
জনাব,
বিনম্র শ্রদ্ধার সাথে নিবেদন এই যে, আমি আপনার এজেন্সির সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী। আমি গত ২০/০৩/২৩ ইং তারিখে আপনার এজেন্সিতে জয়েন করেছি। আমার বেতন কার্ডের ব্যাংক ইনফরমেশনে ছোট্ট একটা ভুল থাকার কারণে গত মাসে বেতন গ্রহণ করতে পারিনি। এটা অবশ্য একটি টাইপিং মিসটেক।
অতএব, আপনার কাছে আমার আকুল আবেদন এই যে, আমার বেতন কার্ডের ব্যাংক ইনফরমেশনটি যাচাইপূর্বক সংশোধন করে আমাকে বেতন গ্রহণের সহযোগিতা প্রদানে বাধিত করবেন।
নিবেদক-
নাম: আশিক আশরাফ
পদবী: সফটওয়্যার ডেভেলপার
মোবাইল: +88 01********
কোম্পানি: আইটি নির্মাণ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হাতিরঝিল, ঢাকা।
Add comment